উপদেষ্টার সমালোচনায় ফেসবুক পোস্ট, বরখাস্ত হলেন সহকারী শিক্ষক

রংপুর ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৫:১৪:৪৪
উপদেষ্টার সমালোচনায় ফেসবুক পোস্ট, বরখাস্ত হলেন সহকারী শিক্ষক

সত্য নিউজ:কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের প্রতিবাদে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। এরপরই এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

মনিবুল হক বসুনিয়া বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন।

এ বিষয়ে এখনো মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ