হিমাগার ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে সড়কে আলু ফেলে চাষিদের অবরো

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৬:৪৩:২৭
হিমাগার ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে সড়কে আলু ফেলে চাষিদের অবরো

কুড়িগ্রামে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অনন্য প্রতিবাদ জানিয়েছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে আলুচাষি ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ছড়িয়ে দিয়ে সড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে নেন। পরে আন্দোলনকারীরা সড়কের পাশে মানববন্ধন করেন এবং দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চালান।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনে কেজিপ্রতি কৃষকের ব্যয় হয়েছে প্রায় ২২ টাকা। হিমাগারে সংরক্ষণের জন্য ভাড়া বাড়িয়ে ৪ টাকা থেকে ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে বাড়ানো হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন ও সংরক্ষণ ব্যয় দাঁড়িয়েছে ২৯ টাকা। অথচ বাজারে এখন আলুর কেজিপ্রতি দাম ১৫ টাকা, ফলে প্রতি কেজিতে ১৪ টাকা করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

আন্দোলনে অংশ নেওয়া আলুচাষি আরিফুল ইসলাম, মোস্তফা কামাল, ফয়জার হোসেন প্রমুখ বলেন, “এই পরিস্থিতিতে কৃষকের পক্ষে টিকে থাকা অসম্ভব। অতিরিক্ত হিমাগার ভাড়া না কমানো হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ