মনোনয়ন না পেয়ে হামলা? মাঠেই মুখোমুখি বিএনপির দুই পক্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১০:৪৫:৫৩
মনোনয়ন না পেয়ে হামলা? মাঠেই মুখোমুখি বিএনপির দুই পক্ষ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দলীয় অন্তর্দ্বন্দ্ব রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীদের মধ্যে এ উত্তেজনা শুক্রবার রাতে গড়িয়ে পড়ে সহিংসতায়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে অর্ধ-শতাধিক মোটরসাইকেল।

জানা যায়, কর্নেল মোস্তাফিজুরের অনুসারীরা ভাবকী ইউনিয়নের তিনটি স্থানে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্যোগ নেন। এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আব্দুল জলিল শাহের নাম ব্যবহার করে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তবে আব্দুল জলিল শাহের পদ নিয়ে বিরোধ আছে দলীয় ভেতরে। সাবেক সভাপতি হিসেবে তিনি এখন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, দাবি করেন মিয়া গ্রুপের নেতারা। তাদের মতে, ভাবকী ইউনিয়নের দায়িত্বে বর্তমানে রয়েছেন নাসির উদ্দিন, সেলিম শাহ, তহিদুল ইসলাম ও জাকারিয়া ইসলাম।

এই নেতৃত্ব বিরোধ ঘনীভূত হয় শুক্রবার সকালে। কর্নেল পক্ষের নেতা আব্দুল জলিল শাহ ও আশরাফ আলীকে মিয়া গ্রুপের নেতারা মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তারা হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় কর্নেল মোস্তাফিজুরের নেতৃত্বে কাচিনীয়া বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। কিন্তু সভা শেষ হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিয়া গ্রুপের অনুসারীরা সভাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রমিক নেতা মহসিন আলী, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিকসহ অন্তত ২৫ জন। হামলার সময় কর্নেল মোস্তাফিজুর ও মিজানুর রহমান চৌধুরী দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ ছিলেন। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে কর্নেল মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রচার কার্যক্রম পরিচালনার সময় প্রতিপক্ষের হামলা পরিকল্পিত ছিল এবং সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার নির্দেশেই তা হয়েছে। তিনি জড়িতদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, ঘটনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব মিয়া গ্রুপের অনুসারী এবং ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ একমাত্র প্রতিপক্ষ নয়, বরং নিজেরাই নিজেদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। grassroots পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব দলকে কতটা বিপদে ফেলতে পারে, দিনাজপুরের ঘটনাই তার বাস্তব প্রমাণ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ