নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেনজামা গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কার লেখা বিদায়পত্র পাঠ করেন। ইসরায়েলি হামলায় প্রাণ হারানো এই তরুণী সাংবাদিক মৃত্যুর আগে নিজের ১৩ বছর বয়সী ছেলে গাইথের উদ্দেশে এক চিঠি লিখেছিলেন, যা বৈঠকজুড়ে উপস্থিত সবাইকে নাড়া দেয়।
৩৩ বছর বয়সী মরিয়ম আবু দাক্কা এই সপ্তাহের শুরুতে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় নিহত হন। সেই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরও অন্তত ২০ জন ফিলিস্তিনি প্রাণ হারান। মরিয়মের মৃত্যুর আগেই লেখা চিঠিতে ছিল এক মায়ের শেষ অনুরোধ। তিনি লিখেছিলেন, “তুমি তোমার মায়ের প্রাণ আর আত্মা। আমি মারা গেলে আমার জন্য কেঁদো না, বরং দোয়া করো। বড় হয়ে যখন বিয়ে করবে আর কন্যাসন্তান জন্মাবে, তার নাম রেখো মরিয়ম, আমার নামে।”
রাষ্ট্রদূত বেনজামা চিঠি পড়তে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মরিয়মের এই বার্তাই যে কোনো কূটনৈতিক বিবৃতির চেয়ে অনেক বেশি সত্য তুলে ধরে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, মরিয়মের হাতে ছিল কেবল একটি ক্যামেরা, গায়ে ছিল কেবল প্রেস ভেস্ট, তবু তাকেও নিশানা বানানো হলো। তাঁর মতে, সাংবাদিকদের টার্গেট করে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার সত্যকে আড়াল করার চেষ্টা করছে।
বেনজামা পরিসংখ্যান তুলে ধরে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪৫ সাংবাদিক নিহত হয়েছেন। শুধু গত আগস্টের শেষ দিকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইচ্ছাকৃতভাবে ছয়জন সাংবাদিককে হত্যা করেছে। “তারা সঙ্গে রাখত কেবল শব্দ, ছবি আর কণ্ঠস্বর। অথচ এই পরিষদ এতকিছুর পরও কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ,”— রাষ্ট্রদূত হতাশা প্রকাশ করেন।
তিনি আলোচনায় আনেন দুই বছরের ক্ষুধার্ত শিশু ইয়াজান আবু ফুলের ঘটনা, যার অস্থি-চর্মসার দেহ বাবার কোলের ছবিতে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর ভাষায়, “একটি শিশুকে এভাবে ধুঁকে যেতে দেখা গাজার দুঃসহ বাস্তবতার প্রতিচ্ছবি।” তিনি গাজাকে ‘জীবন্ত নরক’ আখ্যা দেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সমালোচনা করে বলেন, এটি এখন কেবল ‘শোক প্রকাশের থিয়েটারে’ পরিণত হয়েছে।
রাষ্ট্রদূত আরও স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া, দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গণহত্যা বন্ধ করাই এখন একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত। তাঁর কঠোর মন্তব্য ছিল, “ব্যর্থতা মানে সহযোগী হওয়া। বিলম্ব মানে লজ্জা মেনে নেওয়া। গণহত্যা ঠেকানো কোনো বিকল্প নয়, এটি একটি আন্তর্জাতিক দায়িত্ব।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এদিন ত্রাণকর্মী ও কর্মকর্তারাও সতর্ক করে বলেন, গাজা উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ দ্রুত ছড়িয়ে পড়ছে। ১৪ জন সদস্য রাষ্ট্র একযোগে ক্ষুধাকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়। পাশাপাশি তারা সব বন্দির মুক্তি এবং মানবিক ত্রাণ সহায়তা বহুগুণ বাড়ানোর আহ্বান জানায়। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর দুর্ভিক্ষ এখন ভয়াবহ আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক আদালতগুলোও ইসরায়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োযভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলমান।
-রাফসান
গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ছিলেন সাধারণ মানুষ, যারা মানবিক সহায়তা ও ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। এই ঘটনাটি শুধু সামরিক আক্রমণের সীমারেখায় সীমাবদ্ধ থাকেনি, বরং মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে।
গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও আর্টিলারি হামলা আরও তীব্র হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পাশাপাশি উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটিতে পূর্ণাঙ্গ স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক মহল থেকে অভিযানের ঝুঁকি পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সেই সতর্কতাকে উপেক্ষা করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযানের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে এবং শহরে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবারও ঘরবাড়ি হারিয়ে মরিয়া হয়ে পালাতে বাধ্য হবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গাজা সিটিতে বৃহৎ পরিসরের সামরিক অভিযান যুদ্ধকে নতুন এবং অত্যন্ত বিপজ্জনক এক ধাপে নিয়ে যাবে। তাঁর মতে, এই পদক্ষেপে ইতিমধ্যেই বিপর্যস্ত ও মানসিকভাবে বিধ্বস্ত লক্ষ লক্ষ বেসামরিক মানুষ আবারও বাস্তুচ্যুত হবেন, যা পরিবার ও শিশুদের আরও ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুজাইয়া, জেইতুন এবং সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ শুরু করলে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে। বেশিরভাগ পরিবারই উপকূলের দিকে ছুটে যায় জীবন রক্ষার জন্য। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি স্থল অভিযানের সময় শুধু জেইতুনের দক্ষিণাংশেই অন্তত ১৫০০ বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন আর কোনো স্থাপনা অবশিষ্ট নেই, চারপাশজুড়ে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে।
ইসরায়েলি কর্মকর্তারা গাজা সিটিকে হামাসের শেষ শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, এ অঞ্চলেই হামাসের সামরিক কমান্ড কাঠামো এবং লড়াই চালিয়ে যাওয়ার মূল সক্ষমতা টিকে আছে। তাই অভিযানের মাধ্যমে তারা প্রতিরোধ কেন্দ্র ধ্বংস করতে চায়। তবে বাস্তবে এর প্রধান শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ, যারা প্রতিদিন বোমা হামলা, অবরোধ ও বাস্তুচ্যুতির ভয়াবহতায় জীবন রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।
ইয়েমেনের সানায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
হুথি বিদ্রোহীদের দাবি, ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির ওপর চার দিন আগেও ইসরায়েল প্রাণঘাতী বোমাবর্ষণ করেছিল। হুথিদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘রাজধানী সানায় ইসরায়েলি হামলা’ হয়েছে, তবে বিস্তারিত তথ্য তারা জানায়নি।
অন্যদিকে, ইয়েমেনের সানায় হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করেছে ইসরায়েল। এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানায়, তাদের বাহিনী হুথি ‘সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
ইসরায়েলের দাবি, হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলোতে আক্রমণ চালাচ্ছে। এসব হামলা ‘আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে ও বৈশ্বিক নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করছে’। ইসরায়েল বলছে, হুথিদের এসব হামলার জবাবেই তারা সামরিক অভিযান চালাচ্ছে।
অপরদিকে, হুথিরা দাবি করে, ফিলিস্তিনিদের সমর্থনে তারা নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে।
ইসরায়েলের হামলায় গত সোমবার সানায় অন্তত ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছিল বলে হুথি নিয়ন্ত্রিত শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সেই সময় হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা বলেছিল, যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল।
হুথিরা বুধবার ইসরায়েলে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তবে ইসরায়েল জানিয়েছে, তারা সেটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা নিয়মিত ইসরায়েলের দিকে হামলা চালাচ্ছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ২০১৪ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে হুথিদের হাতে। তারা ইরানের নেতৃত্বাধীন ইসরায়েলবিরোধী জোটের একটি অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে।
/আশিক
পুলিশের পোশাকে বিড়াল, হৃদয় জয় করে থানায় রাজত্ব করছে ‘নারুতো’
চিলির মাগাল্লানেস অঞ্চলের পোরভেনির শহরের একটি ছোট্ট বিড়াল এখন পুরো থানা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশের পোশাক গায়ে চাপিয়ে তার নাম হয়েছে ‘নারুতো’, আর সে এখন থানার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়ায় সে এখন বেশ জনপ্রিয়।
একদিন কুকুরের তাড়া খেয়ে ভয়ে কাঁপছিল বিড়ালটি। তখন পুলিশ কর্মকর্তা ক্রিশ্চিয়ান গারিদো তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর থেকে ঠান্ডায় কাঁপতে থাকা বিড়ালটির ঠাঁই হয় থানার ভেতরেই। কর্মকর্তারা আদর করে তার নাম দেন ‘নারুতো’।
ধীরে ধীরে নারুতো সবার প্রিয় হয়ে ওঠে এবং সে এখন প্রতিটি রুমে গিয়ে সবার সঙ্গে খেলাধুলা করে। তাকে পরিয়ে দেওয়া হয়েছে একটি ছোট্ট পুলিশ ভেস্ট। সেই ভেস্ট পরেই সে এখন অফিসের এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরে বেড়ায়।
কর্মকর্তারা আদর করে তাকে ‘ক্যাটবিনেরো’ নামেও ডাকেন। নারুতো শিশুদের কাছেও সমান জনপ্রিয়, প্রতিদিনই অনেকে তাকে দেখতে যায়।
দর্শনার্থীরাই নারুতোর জন্য এই পোশাক ও বিভিন্ন ডাকনামের পরামর্শ দিয়েছেন। এখন থানায় আসা শিশু ও ভুক্তভোগীদের জন্য নারুতো এক প্রকার মানসিক সাপোর্ট হিসেবে কাজ করছে। ভয়ে কাঁপতে থাকা মানুষের কাছে গিয়ে সে বসে পড়ে, তাদের আদর করতে দেয় এবং সবার মুখে হাসি ফোটায়। এ কারণে অনেকে তাকে ‘থেরাপি ক্যাট’ হিসেবেও আখ্যা দিচ্ছেন।
গাজার অবরোধের জবাবে ইয়েমেনের সামরিক অভিযান: আল-লিদ্দ বিমানবন্দরে হামলা
ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের আল-লিদ্দ বিমানবন্দরে আঘাত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা অঞ্চলের আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে। বুধবার (২৭ আগস্ট) এই উচ্চমাত্রার সামরিক অভিযানে হাইপারসনিক ‘ফিলিস্তিন-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং ‘লাখ লাখ দখলদার ইহুদি’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়।
‘গাজার অবরোধের সরাসরি প্রতিক্রিয়া’জেনারেল ইয়াহিয়া সারি এই হামলাকে গাজায় চলমান অবরোধ, দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন জাতিসংঘ গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলাকে ‘অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন’ হিসেবে ঘোষণা করে। একইসঙ্গে তারা আরব ও ইসলামি বিশ্বের প্রতি আহ্বান জানায়, গাজায় চলমান গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে।
বিবৃতিতে ইয়েমেনকে ‘ঈমান ও প্রতিরোধের দেশ’ হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, “ইয়েমেন বিজয়ীদের ভূমি। যত বাধাই আসুক না কেন, ফিলিস্তিনের প্রতি দায়িত্ব পালনে ইয়েমেন কখনোই পিছু হটবে না।” ইয়াহিয়া সারির ভাষায়, “যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রাসন বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইয়েমেন গাজার পাশে থাকবে।”
/আশিক
বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে কিম ও পুতিন, বিশ্বজুড়ে উত্তেজনা
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। চীন-জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের জন্য এটি একটি বড় কূটনৈতিক সাফল্য, কারণ এই কুচকাওয়াজে কিম ও পুতিনকে শি জিনপিংয়ের পাশে দেখা যাবে।
নতুন সামরিক কাঠামো ও শক্তি প্রদর্শন
এই কুচকাওয়াজে প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন সামরিক কাঠামো তুলে ধরা হবে। এতে শত শত বিমান, ট্যাংক ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। হাজার হাজার সেনা এবং সাবেক যোদ্ধারা বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার দিয়ে মার্চ করবেন। ৭০ মিনিটের এই কুচকাওয়াজ বিশ্বজুড়ে শক্তিগুলোর নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সক্রিয়তা ও জাপানের অনুরোধ
এদিকে, চীন যখন এই কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রও কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি আবার কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গেও ট্রাম্পের আলোচনা চলছে। অক্টোবরের শেষে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলোকে অনুরোধ করেছে, যেন তারা চীনের এই কুচকাওয়াজে যোগ না দেয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা এই আয়োজনে উপস্থিত থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।
কিম জং উনের বিরল সফর
কিম জং উন ছয় বছর পর বেইজিংয়ে আসছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীন সফর করেছিলেন। এর আগে, ২০১৮ সালে তিনি এক বছরের মধ্যে তিনবার চীন সফর করেছিলেন, যা তার স্বভাবের তুলনায় বিরল ছিল। কারণ তিনি সচরাচর বিদেশ সফরে যান না।
/আশিক
ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী আদাম রেইন-এর বাবা-মা তাদের ছেলের আত্মহত্যার জন্য OpenAI ও এর সিইও স্যাম আল্টম্যান-কে দায়ী করে মামলা করেছেন। তারা অভিযোগ করেছেন, চ্যাটবটটি তাদের ছেলেকে আত্মহত্যা করার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়েছিল এবং তার সুইসাইড নোটের খসড়া তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, মাত্র ছয় মাসের ব্যবহারে ChatGPT নিজেকে আদামের একমাত্র বন্ধু হিসেবে উপস্থাপন করেছিল, যার ফলে সে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একাধিকবার আদাম চ্যাটবটে লিখেছিল, “আমি চাই আমার ফাঁসটি ঘরে রেখে দিই যেন কেউ দেখে এবং আমাকে থামানোর চেষ্টা করে।” এমন পরিস্থিতিতে চ্যাটবট তাকে তার পরিবারের কাছে বিষয়টি গোপন রাখতে বলেছিল।
মামলায় আরও বলা হয়েছে, ChatGPT-র ‘সহমতপূর্ণ’ আচরণ আদামের ক্ষতিকর ও আত্মবিধ্বংসী চিন্তাভাবনাগুলোকে আরও উৎসাহিত করেছে।
OpenAI-এর প্রতিক্রিয়া
OpenAI রেইন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং মামলার বিষয়টি পর্যালোচনা করছে। তারা স্বীকার করেছে যে, দীর্ঘ সময় ধরে চলা কথোপকথনে তাদের সুরক্ষা ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। কোম্পানি জানিয়েছে, ভবিষ্যতে AI ব্যবহারকারীদের জন্য সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে সাহায্য পাওয়া সহজ হয়।
আদালতে দায়ের করা মামলায় OpenAI-এর কাছে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে:
ChatGPT ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে।
কিশোরদের জন্য পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে।
আত্মহত্যা বা আত্মহানি সংক্রান্ত কথোপকথন শুরু হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
কোম্পানিকে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক দ্বারা ত্রৈমাসিক সম্মতি নিরীক্ষার আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, গত বছর ফ্লোরিডার এক মা তার ১৪ বছর বয়সী ছেলের মৃত্যুর জন্য Character.AI-কে দায়ী করে মামলা করেছিলেন। এই ধরনের বেশ কিছু মামলার মধ্যে এটি একটি, যেখানে পরিবারগুলো অভিযোগ করছে যে AI চ্যাটবট তাদের সন্তানদের আত্মহত্যায় প্রভাবিত করেছে।
সূত্র: সিএনএন
গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে, ক্ষুধার বলি ৩১৩ জন
ইসরায়েলের অবরোধ ও হামলার কারণে গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন অনাহারে মারা গেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যাদের মধ্যে ১১৯ জন শিশু।
বুধবার (২৭ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) কর্মকর্তারা জানান, গাজার খাদ্যসংকট ও দুর্ভিক্ষ ‘মানবসৃষ্ট’ এবং ‘পরিকল্পিত বিপর্যয়’।
জাতিসংঘের উপ-মানবিক প্রধান জয়েস মুসুয়া বলেন, গাজা সিটির উত্তর-মধ্যাঞ্চলে দুর্ভিক্ষ নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ দক্ষিণের দেইর এল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তিনি জানান, বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যুর মুখে রয়েছে। সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। মুসুয়া বলেন, “গাজায় কার্যত কেউ ক্ষুধার প্রভাবের বাইরে নেই।”
তিনি আরও জানান, পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজারেরও বেশি শিশু শিগগিরই প্রাণঘাতী অবস্থায় পড়তে পারে। তার মতে, “এটি কোনো খরা বা প্রাকৃতিক দুর্যোগের ফল নয়, এটি সৃষ্ট দুর্ভিক্ষ—যুদ্ধের কারণে সৃষ্ট মৃত্যু, ধ্বংস ও বাস্তুচ্যুতির পরিণতি।”
ইসরায়েল ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (আইপিসি) নামের দুর্ভিক্ষ পর্যবেক্ষণ সংস্থার গাজা সম্পর্কিত প্রতিবেদনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এডেন বার টাল প্রতিবেদনটিকে ‘ত্রুটিপূর্ণ, অপেশাদার ও আন্তর্জাতিক মানদণ্ডের ঘাটতি রয়েছে’ বলে দাবি করেন।
তবে যুক্তরাষ্ট্র ছাড়া ইউএনএসসি-র বাকি ১৪ সদস্য আইপিসি-র কাজকে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতিতে ‘তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানায়।
মানবিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের প্রধান ইঙ্গার আশিং নিরাপত্তা পরিষদে বলেন, গাজায় দুর্ভিক্ষ ইতিমধ্যেই শুরু হয়েছে। তার মতে, “এটি পরিকল্পিত দুর্ভিক্ষ, মানবসৃষ্ট দুর্ভিক্ষ। শিশুদের পদ্ধতিগতভাবে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।” আশিং আরও জানান, গাজার ক্লিনিকগুলোতে এখন হাড়জিরজিরে শিশুদের নীরবতা বিরাজ করছে, কারণ তাদের কান্নার শক্তিও নেই।
তিনি বলেন, শিশুদের আঁকায় এখন আর শান্তি বা স্কুলে যাওয়ার আশা দেখা যায় না, দেখা যায় শুধু খাবারের আকুতি, এমনকি মৃত্যুর ইচ্ছাও। এক শিশুর আঁকায় লেখা ছিল: ‘আমি চাই জান্নাতে যেতে, যেখানে আমার মা আছেন। সেখানে ভালোবাসা আছে, খাবার আছে, পানি আছে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াশিংটনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক মধ্যপ্রাচ্য দূত জ্যারেড কুশনারসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের ‘সুনির্দিষ্ট সমাপ্তি’ আশা করছেন। বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা স্পষ্ট না হলে গাজায় পুনরুদ্ধার কার্যত অসম্ভব হবে। ইসরায়েল ইতোমধ্যেই জানিয়েছে, তারা দীর্ঘ মেয়াদে গাজায় সামরিক উপস্থিতি বজায় রাখবে।
সূত্র: আল জাজিরা
গাজা সিটি খালি করার নির্দেশ: ট্যাংক নিয়ে নতুন এলাকায় ইসরায়েলি সেনারা
ইসরায়েলি সেনারা গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে এবং শহরটি খালি করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে উত্তর গাজার ইবাদ-আলরহমান এলাকায় ট্যাংক নিয়ে ঢুকে তারা গোলাবর্ষণ শুরু করে। এতে অনেকে আহত হন এবং বহু পরিবার বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। ইসরায়েলের এই পদক্ষেপে গাজায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উদ্দেশে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, গাজা সিটি হলো হামাসের শেষ ঘাঁটি এবং এটি দখলের প্রস্তুতি চলছে। বর্তমানে গাজার ২২ লাখ বাসিন্দার অর্ধেকই এই শহরে বাস করেন, এবং ইসরায়েল তাদের সবাইকে সরিয়ে নেওয়ার কথা বলেছে।
৬০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা সাদ আবেদ বলেন, “হঠাৎ খবর এলো এবাদ-আলরহমানে ট্যাংক ঢুকেছে। বিস্ফোরণের শব্দ বাড়তে থাকায় মানুষ পালিয়ে আমাদের এলাকায় চলে আসে। যুদ্ধবিরতি না হলে ট্যাংক আমাদের বাড়ির সামনে চলে আসবে।”
তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা এই নির্দেশ মানতে রাজি হননি। তাদের মতে, দক্ষিণে পালানো মানেই মৃত্যুদণ্ড।
বুধবার (২৮ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রেয়ি এক বিবৃতিতে বলেন, গাজা সিটি খালি করা অনিবার্য। তিনি দাবি করেন, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে। কিন্তু জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, বাস্তুচ্যুতদের জন্য প্রায় ১৫ লাখ নতুন তাঁবু প্রয়োজন হবে।
এদিকে, হোয়াইট হাউসে বুধবার গাজার পরিস্থিতি নিয়ে একটি বৈঠক আহ্বান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এ বছরের মধ্যেই যুদ্ধের অবসান ঘটবে বলে ওয়াশিংটন প্রত্যাশা করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।
অন্যদিকে, ইসরায়েলি ট্যাংক জাবালিয়া থেকে সরে গেলেও পূর্ব গাজার শেজাইয়া, জেইতুন ও সাবরা এলাকায় বোমাবর্ষণ অব্যাহত থাকে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছে এবং হামাস যোদ্ধাদের নির্মূল করছে।
ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবি জানায়। যুক্তরাষ্ট্র-সমর্থিত সর্বশেষ ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল এখনো সাড়া দেয়নি, যদিও হামাস গত সপ্তাহে এতে সম্মতি জানিয়েছিল।
তথ্যসূত্র : রয়টার্স, আল জাজিরা
যেকোনো সময় ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো সময় নতুন করে আরেকটি সংঘাত শুরু হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য সেই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত হচ্ছে এবং ‘সবকিছুই সম্ভব।’ মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম আশারক আল-অওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরাঘচি জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা (ওআইসি)-র পররাষ্ট্রমন্ত্রীদের গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক চলাকালে এই সাক্ষাৎকার দেন।
তিনি দাবি করেন, গত জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে নিয়ে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আরাঘচি বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। তারা ভাবছিল ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের থামানো সম্ভব।” তিনি আরও বলেন, ১২ দিন পর ইসরায়েলই শর্তহীনভাবে যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল, এবং যেহেতু তাদের প্রস্তাব শর্তহীন ছিল, তাই আমরা তা গ্রহণ করেছি।
আরাঘচি সতর্ক করে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে, তাদের শক্তিশালী হতে হবে এবং কোনো দেশ ইসরায়েলকে ছাড় দিতে পারবে না।
তিনি আরও দাবি করেন, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর সময় আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে একটি তেলভিত্তিক যুদ্ধে টানতে চেয়েছিল। তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি যেন যুদ্ধ গালফ অঞ্চলে না ছড়ায়। গালফের সীমান্তবর্তী দেশগুলোকে ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে, ইরানের দিকে নয়।”
আরাঘচি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কাতারের মতো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে এবং বাণিজ্য বন্ধ করে। তিনি এটিকে গাজার জন্য একটি ‘প্রায়োগিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, গাজার বাসিন্দাদের কেবল বিবৃতির চেয়ে কার্যকর সহায়তা বেশি প্রয়োজন। তাদের প্রথমে খাদ্য, পানি ও ওষুধ দরকার, এরপর শান্তি, ন্যায় ও অবরোধের অবসান আসবে।
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট
পাঠকের মতামত:
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি
- জুলাইয়ে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস
- ইয়েমেনের সানায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
- এআই দিয়ে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএমপি
- ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে কঠোর কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
- ইসি’র রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
- ইসি’র রোডম্যাপকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল: ‘বিএনপি সরকারের পাশে আছে’
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
- ডিএসই ব্লক মার্কেটে বড় লেনদেন
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সামগ্রিক বিশ্লেষণ
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ডিএসইতে শীর্ষ ২০ শেয়ারের তালিকায় আধিপত্য যে দুই কোম্পানির
- ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগ নেতাদের অবরুদ্ধ করে রাখল ‘জুলাই যোদ্ধারা’
- সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আটকে আছে ২০০ কোটি টাকার রাজস্ব: বিটিআরসি
- দিল্লির গোপন বৈঠক ফাঁস: হাসিনা ও এস আলমের ষড়যন্ত্র, নেপথ্যে ৪৫০০ কোটি টাকা
- পুলিশের পোশাকে বিড়াল, হৃদয় জয় করে থানায় রাজত্ব করছে ‘নারুতো’
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধির ছাত্রদলে যোগদান
- গাজার অবরোধের জবাবে ইয়েমেনের সামরিক অভিযান: আল-লিদ্দ বিমানবন্দরে হামলা
- পাকিস্তান-বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় দিল্লির উদ্বেগ
- বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’, ফাঁকা ক্যাম্পাসে বন্ধ ক্লাস–পরীক্ষা
- বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল যুবক, রাতে ডাকাতির চেষ্টার সময় আটক
- বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে কিম ও পুতিন, বিশ্বজুড়ে উত্তেজনা
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- প্রতারণার অভিযোগে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে মামলা দায়ের
- লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন শামীম ওসমান: যুবদল নেতা রনি
- এই এক ফলই যথেষ্ট: মাত্র এক সপ্তাহে দূর হবে কোষ্ঠকাঠিন্য
- প্রভাবশালী কোম্পানিগুলোর শেয়ারেও নীরবতা
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্যক্রম শুরু: ওয়াশিংটন, নিউইয়র্কসহ ৪ শহরে মিলবে সেবা
- ডিএসই টিমের তদন্তে অপ্রত্যাশিত তথ্য ফাঁস
- ডার্ক চকলেটের জাদু: মস্তিষ্ক সচল রাখার এক গোপন রহস্য
- বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তিতে ডিএসই’র নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে বিভ্রান্তি রুখতে ডিএসই বার্তা
- জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন মেসি
- মূলধন বাজারে বিনিয়োগে সতর্কবার্তা দিলো বিএসইসি
- দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস
- মার্কেটিং ও উদ্যোক্তাবৃত্তিতে গল্প বলার চার বৈজ্ঞানিক নীতি
- গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে, ক্ষুধার বলি ৩১৩ জন
- গাজা সিটি খালি করার নির্দেশ: ট্যাংক নিয়ে নতুন এলাকায় ইসরায়েলি সেনারা
- প্রকৌশলীদের রেষারেষির নেপথ্যে ‘চাকরি সংকট’
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হচ্ছে আজ
- অবৈধ সম্পদে জড়িত সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাক পরিবার
- দেশের ইতিহাসে রিজার্ভের উত্থান-পতন: যা ছিল এবং এখন কী অবস্থা
- যেকোনো সময় ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
- ভোটকেন্দ্রে সেনাবাহিনী দেখতে চান না ডাকসু ভিপি প্রার্থী উমামা
- অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- সার্কিট ব্রেকারে তালিকাভুক্ত দুই শীর্ষ কোম্পানি
- ডিএসইতে ব্যাংক শেয়ারের দাপট