ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন এবং তার সহযোগী মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ দুর্নীতি দমন কমিশন (দুদক) সালাহউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকার কথা জানিয়েছিল। এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে।
ক্ষমতার দাপট ও দুর্নীতির চিত্র
‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’—এভাবে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজখবর রাখতেন, এখন তার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ। ২০০৮ সাল থেকে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত সালাহউদ্দিন বাফুফের গদি দখলে রেখেছিলেন।
ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলের পুরোটা সময়েই সালাহউদ্দিন-কিরণরা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিলেন। তাদের দেড় যুগের নানা অনিয়মে দেশের ফুটবল ঐতিহ্য হারিয়েছে।
অর্থ লোপাট: বাফুফের কাছে সরকার প্রদত্ত ২০ কোটি টাকা গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত হিসাবে রাখা সেই অর্থ বছর না ঘুরতেই তুলে নেওয়া হয়েছিল।
ফিফা নিষেধাজ্ঞা: বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে চার বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।
টিকিট দুর্নীতি: সালাহউদ্দিন-কিরণরা বাফুফের টাকায় শেখ পরিবারের সদস্যদের ইউরো ও বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের টিকিট দিতেন। ফিফা ও এএফসি থেকে কমদামি টিকিট কিনে সেগুলো ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কে বিক্রি করতেন।
ভুয়া খরচ: বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ ভারতীয় একটি কোম্পানির (রিয়েল ইমপেক্ট প্রাইভেট লি.) সহযোগিতায় দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার ভুয়া খরচ দেখানো হয়েছিল।
বাফুফের ব্যাপক দুর্নীতি ও অন্যান্য অভিযোগ
সাবেক দুই প্রখ্যাত ফুটবলার শামসুল আলম মঞ্জু ও প্রয়াত বাদল রায় বাফুফের অনিয়ম তুলে ধরে ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছিলেন। মঞ্জুর স্বাক্ষরিত অভিযোগপত্রের সঙ্গে ৩৮০ পৃষ্ঠার বাফুফের অনিয়মের বিভিন্ন নথিও পাঠানো হয়েছিল।
গুম অর্থ: লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত ভেঙে বাফুফের দেওয়া সরকারের ২০ কোটি টাকা লোপাট হয়ে যায়।
অন্যান্য ব্যবসা: সালাহউদ্দিনের মেয়ে সারাজিন ও জামাতা এলেক্সের ভিয়েতনামি কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সফটওয়্যার সরবরাহ কাজ বাগিয়ে নেয় এবং সফটওয়্যার সরবরাহ না করেই প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়ে যায়।
কমিশন: দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল সংলগ্ন বিশেষায়িত হাসপাতাল নির্মাণকাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ২৫ কোটি টাকা কমিশন নিয়েছিল সালাহউদ্দিন গংরা।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া
বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুদক ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মতামত চেয়েছিল। এসবি প্রধান গোলাম রসুল জানান, তারা এখনো কোনো উত্তর দেননি। তারপরেও সালাহউদ্দিন ও কিরণের বিদেশ সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিস্ময়ের সৃষ্টি করেছে।
তাবিথ আউয়াল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমি আর এর সঙ্গে জড়াতে চাই না।”
হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
এশিয়ান কাপ ফুটবলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আগামীকাল (১৪ অক্টোবর)। এই ম্যাচ নিয়ে হংকং সিরিয়াস থাকলেও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হংকংয়ে পৌঁছানোর পর বাজে অনুশীলন মাঠ, পরিবহন ভোগান্তি এবং খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ দল।
অনুশীলন মাঠ ও হোম এডভান্টেজ
হংকংয়ে গিয়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ দল অনুশীলন মাঠ নিয়ে। প্রথম দিন বাজে মাঠ দেওয়ায় অনুশীলন করা সম্ভব হয়নি। ঘাস বেশি ও মাঠ উঁচুনিচু হওয়ায় সেই মাঠ বাদ দিয়ে নতুন মাঠ খুঁজেতেই দিন পার হয়ে যায়।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান একজন লিয়াজোঁ অফিসারকে সঙ্গে নিয়ে বহু কষ্টে একটি মাঠ কোনো রকমে পছন্দ করলেও, দলের মনে হয়েছে—হংকং দল হোম অ্যাডভান্টেজ নিচ্ছে। মোহামেডান যেভাবে পল্টন ময়দানের মাঠে অনুশীলন করে, তার চেয়ে সামান্য ভালো একটি মাঠ পাওয়া গেছে।
বিমানের টিকিট ও ক্লান্তির চাপ
৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হারের পরই খেলোয়াড়রা ছিলেন ক্লান্ত। এরপরই হংকংয়ের বিমান ধরার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। ক্লান্ত শরীর নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই ঘণ্টার ট্রানজিটে পড়তে হয় ফুটবলারদের।
বাফুফের এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কোনো ফুটবল ফেডারেশনের চিন্তাভাবনা হলো খেলোয়াড়রা বিদেশে ম্যাচ খেলতে গেলে ভোগান্তি এড়াতে যত কম ট্রানজিট দেওয়া যায়। অথচ ঢাকায় সরাসরি হংকংয়ে যাওয়ার বিমান ব্যবস্থা থাকা সত্ত্বেও বাফুফে ক্লান্ত ফুটবলারদের ব্যাংককে বিমানবন্দরে বসিয়ে রাখল।
বাফুফের প্রস্তুতি নিয়ে প্রশ্ন
এর আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগেও বাংলাদেশ দল নানা সমস্যায় পড়েছিল। হোটেল, পরিবহন, সড়কে ট্রাফিক জ্যামসহ নানা সমস্যা দেখেও বাফুফে সজাগ হয়নি।
হংকংয়ের অভিযোগ: ঢাকায় এসে হংকং ফুটবল দলের অভিযোগ ছিল, তাদের বিরক্ত করতে বাংলাদেশ দল ট্রাফিক জ্যাম তৈরি করেছিল।
অগ্রিম প্রস্তুতি: বাফুফে হংকংয়ে গিয়ে দেখে আসেনি কোথায় অনুশীলন করবে, সেই মাঠ কেমন বা অনুশীলনের উপযোগী কিনা। বাফুফের উচিত ছিল আগে থেকে এসব ঠিক করে রাখা।
হংকং দল ৯ অক্টোবর রাতে ম্যাচ খেলেই ফেরার টিকিট চেঞ্জ করে সেই রাতেই ফ্লাইটে দেশে ফিরে গেছে। অথচ বাংলাদেশ কয়েক মাস আগে থেকে জানে যে ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে, তবুও বাফুফে কেন আগে থেকে বিমানের টিকিট কনফার্ম করেনি—এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠছে।
এএফসি বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
বাংলাদেশের কিশোরী ফুটবলাররা আবারও মাঠে নামছে দেশের গর্ব বহন করতে। আজ সোমবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে লড়বে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ১০টায় (BST) শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচটি।
লাল-সবুজের মেয়েরা ইতোমধ্যেই বাছাইপর্বে নিজেদের প্রস্তুতি ও দক্ষতা প্রদর্শন করে দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করেছে। এই ম্যাচ জিততে পারলে মূল পর্বে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দলের তরুণীরা এখন পুরোপুরি মনোযোগী জয় ছিনিয়ে আনার লক্ষ্যে।
এই ম্যাচের পর বাংলাদেশের মেয়েরা ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ। টুর্নামেন্টের এই পর্বে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে কোন দলগুলো আগামী বছরের মূল এশিয়ান কাপে জায়গা পাবে।
বাংলাদেশ দলের অধিনায়ক আರ್ಪিতা দলের নেতৃত্ব দিচ্ছেন মাঠের ভেতর ও বাইরে সমান দৃঢ়তায়। সহ-অধিনায়ক ক্রানুচিং মারমা এবং ফরোয়ার্ড মামনি চাকমা আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাচ্ছেন। মধ্যমাঠে উম্মা কুলসুম ও আলপি আক্তার দলের ছন্দ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
দলের কোচিং স্টাফ জানিয়েছেন, জর্ডানের বিপক্ষে রক্ষণভাগ গোছানো এবং দ্রুত পাল্টা আক্রমণই হবে বাংলাদেশের মূল কৌশল। তরুণ দলটি টেকনিক্যাল ও শারীরিকভাবে ক্রমে পরিণত হচ্ছে, যা সাম্প্রতিক অনুশীলনে স্পষ্ট।
দলের এক সিনিয়র খেলোয়াড় বলেন, “আমরা সবাই খুব উত্তেজিত ও আত্মবিশ্বাসী। জর্ডানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই। দেশের জন্য জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা জানান, নারী ফুটবলে তরুণ প্রতিভাবানদের ধারাবাহিক উন্নয়ন দেশের ভবিষ্যৎ সাফল্যের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সাম্প্রতিক বছরগুলোতে বয়সভিত্তিক নারী দলগুলোর সাফল্য দেশের ফুটবলে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের তালিকা:
মেঘলা রানী, শিউলি রায়, আরিফা আক্তার, সরোভি আক্তার, আর্চিতা (অধিনায়ক), ক্রানুচিং মারমা, মামনি চাকমা, উম্মা কুলসুম, আলপি আক্তার, থুইনুয়ে মারমা, ফাতেমা আক্তার, প্রতিমা আক্তার, পূজা চাকমা, মোস্ত আলমিনা, রেয়া, মোস্ত মমিতা খাতুন, মিশু রানী, আমেনা খাতুন, পূর্ণিমা মারমা, সাওরভী আখন্দ, মোস্ত রেশমে আক্তার, ইয়ারজান বেগম ও ইশিতা ত্রিপুরা।
বাংলাদেশের মেয়েরা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা নারী ফুটবলের অগ্রযাত্রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। শক্তিশালী প্রতিপক্ষ জর্ডানের মাঠে খেলতে নামলেও তারা দৃঢ় মনোবল নিয়ে লড়াই করতে প্রস্তুত। এখন দেখার বিষয়, আজ রাতের ম্যাচে লাল-সবুজের কিশোরীরা নতুন কোনো সাফল্যের গল্প রচনা করতে পারে কি না।
-শবনম লিজা
এশিয়ান কাপ বাছাই: শেষ আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হার যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখন পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাগজে-কলমে এখনো ক্ষীণ আশা টিকে থাকলেও, তা বাস্তবায়িত করতে লাগবে নিখুঁত হিসাব ও ভুলহীন পারফরম্যান্স।
সম্ভাবনার কঠিন অঙ্ক
বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় চাপ এখন পুরোপুরি হামজা-জামালদের কাঁধে। এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি তিন ম্যাচেই জিততে হবে—তবে শুধু জেতাই নয়, দলের তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও।
বর্তমান অবস্থান: বাংলাদেশের গ্রুপে হংকং শীর্ষে, তাদের পেছনে সিঙ্গাপুর ও ভারত; তালিকার তলানিতে বাংলাদেশ।
সমীকরণ: এশিয়ান কাপে ওঠার একমাত্র সমীকরণ হলো—বাংলাদেশকে বাকি তিন ম্যাচে টানা জয় পেতে হবে। পাশাপাশি, সিঙ্গাপুর যেন বাংলাদেশের বিপক্ষে হারে এবং অন্য কোনো ম্যাচে ড্র করে বা হারে। একইসঙ্গে, হংকংকে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া যাবে না, এবং ভারতকেও অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারাতে হবে।
সব মিলিয়ে সমীকরণটা দাঁড়াচ্ছে অঙ্কের মতো কঠিন, কিন্তু অসম্ভব নয়।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো
এশিয়ান কাপের টিকিট পেতে এখন বাংলাদেশকে কেবল প্রতিপক্ষ নয়, লড়তে হবে সময়, চাপ আর সম্ভাবনার অঙ্কের সঙ্গেও। বাংলাদেশের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ—
১৪ অক্টোবর: হংকংয়ের মাঠে
১৮ নভেম্বর: ভারতের বিপক্ষে, ঘরের মাঠে
৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুরের বিপক্ষে
এই তিন ম্যাচে জয় মানে বেঁচে থাকা আশা। কোনো ভুল মানেই বিদায়।
কোথাও দাওয়াত দিতো না: মারুফা আক্তারের চোখে জল আনা সেই কষ্টের কথা
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। তার গতিময় বোলিং ও নিখুঁত সুইংয়ে বিপক্ষ ব্যাটাররা রীতিমতো ভোগান্তিতে পড়ছেন। তবে এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না। কখনো বাবার সঙ্গে কৃষিকাজে শ্রম দিয়েছেন, কখনো সহ্য করেছেন দারিদ্র্য ও সমাজের কটূ মন্তব্য।
সম্প্রতি আইসিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন সময়গুলোর কথা বলতে গিয়ে চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেননি এই টাইগ্রেস পেসার।
দারিদ্র্য ও সমাজের অপমান
অশ্রুসিক্ত চোখে মারুফা বলেন, সমাজে দারিদ্র্যের কারণে তাদের যে অপমান সহ্য করতে হয়েছে, তা ছিল ভীষণ কষ্টের।
“কোথাও যদি বিয়ে বা কোনোকিছু (অনুষ্ঠান) হয়, দাওয়াত দেয় না? আমাদেরকে সেটাও দিতো না। বলতো ওদের ড্রেস নাই, ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না। এরকম বলতো অনেকে। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি।”
তিনি বলেন, “আমার বাবা একজন কৃষক। আব্বা যখন বাসায় ছিল না, বাজারে যেত, তখন মাকে এসে অনেকে অনেক কথা বলতো। অনেক খারাপ খারাপ কথা বলে, যেগুলা নেওয়ার মতো না। আমার মা রুমে গিয়ে কান্না করতো। আমি আবার গিয়ে এক কোণায় কান্না করতাম যে, আমার জন্য এতকিছু হচ্ছে।”
সাফল্যে অন্যরকম শান্তি
মারুফা বলেন, কঠিন পরিস্থিতি তাঁকে আরও দৃঢ় করেছে। তিনি সবসময় ভাবতেন, একদিন ভালো কিছু করে দেখাবেন। এখন সাফল্যের স্বাদ পেয়ে অন্যরকম শান্তি অনুভব করেন তিনি।
“এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না। এটা অন্যরকম একটা শান্তি দেয়।”
তিনি হাসিমুখে যোগ করেন, “ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে, হাততালি দিবে, এখন টিভিতে (নিজেকে) দেখলে লজ্জা লাগে।”
উল্লেখ্য, মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে সাবেক ইংলিশ অলরাউন্ডার নাসের হোসেন—সবাই তাকে প্রশংসায় ভাসিয়েছেন।
সিরিজ বাঁচাতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন?
সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর এবার সিরিজ বাঁচাতে আজ শনিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবু ধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ হারলে কেবল সিরিজ হাতছাড়া হবে না, সঙ্গে কঠিন হয়ে যাবে র্যাঙ্কিংয়ে সেরা নয়ে থেকে সরাসরি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগও।
প্রথম ম্যাচের ব্যর্থতা ও আজকের পরিকল্পনা
প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও বাংলাদেশের পরিকল্পনা কাজে আসেনি। দল টেনে-টুনে দুইশ’র বেশি রান করলেও, আফগানিস্তানকে আটকে দিতে পারেননি বোলাররা। এই ম্যাচেও রান তোলার আশায় ব্যাটিং সহায়ক আবু ধাবির উইকেটে মিরাজরা ভালো স্কোর করতে চাইবেন।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান এই ম্যাচে একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে পেসার তাসকিন আহমেদকে বাইরে রাখা হতে পারে। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনকেও একাদশে দেখা যেতে পারে।
সিরিজ শুরুর আগে ভিসা জটিলতায় আমিরাতে যেতে না পারা টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে দলে যোগ দিলেও, তার একাদশে ঢোকার সম্ভাবনা একেবারেই কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিরিজের এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান, তানজিম সাকিব, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
শেষ বাঁশি বাজার মুহূর্তে স্বপ্ন চুরি: নাটকীয় ম্যাচে হারল বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে হংকং আধিপত্য বিস্তার করে খেলতে থাকলেও, বাংলাদেশ দল লড়াইয়ে ফিরেছিল।
ম্যাচের নাটকীয়তা
প্রথমার্ধ:
ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। লাল-সবুজ জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।
গোল শোধে মরিয়া হংকং বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করে। বাংলাদেশের রক্ষণভাগ তাদের আক্রমণ আটকে দেয়।
তবে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধ:
দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৫০তম মিনিটে, হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস।
ম্যাচের ৭৪ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ। সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল চলে গেলে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মারকিস সহজেই বল জালে পাঠান।
ম্যাচের ৮৪ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেখ মোরসালিন গোল করে ব্যবধান ৩-২ করেন।
এরপর ম্যাচের একেবারে শেষ দিকে, ৯৮তম মিনিটে, কর্নার থেকে হেডে গোল করে সামিত সোম বাংলাদেশকে ৩-৩ গোলে সমতায় ফেরান।
কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়ে বসে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইপর্বে এই হারে কার্যত বাংলাদেশের ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে গেল।
র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে আজ লড়বে বাংলাদেশ
ঢাকায় আসা হংকংয়ের ২৫ সদস্যের ফুটবল দলের মধ্যে ১১ জনই বিভিন্ন দেশে বেড়ে উঠেছেন। এর মধ্যে ব্রাজিলেরই পাঁচজন। ইউক্রেন, স্কটল্যান্ড, ফ্রান্স, জাপান, ক্যামেরুন, নিউজিল্যান্ড ও স্পেনের ফুটবলাররাও আছেন এই দলে। তবে তারা সবাই এখন হংকংয়ের নাগরিক। বহুজাতিক এই হংকং দল নিয়ে বেশ সতর্ক রয়েছে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (বুধবার, ৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-হংকং লড়াইয়ের আগে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলোচনা ছিল হংকংয়ের এই প্রবাসী ফুটবলারদের নিয়েই। এই প্রবাসী ফুটবলাররাই হলেন হংকংয়ের বড় শক্তি।
হংকংয়ের লক্ষ্য জয়
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের (১৪৬) সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। তবে একেবারে শেষ ম্যাচে ফিজিকে আট গোলে উড়িয়ে দেওয়ায় আত্মবিশ্বাসী তারা।
এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’-তে সিঙ্গাপুরের সমান ৪ পয়েন্ট পাওয়া হংকং ঢাকাতে জিততে চায়। দলটির কোচ অ্যাশলে ওয়েস্টউড সেই কথাটি বলেছেন:
“এখানে আমরা জয়ের জন্যই এসেছে। এটা ঠিক কাজটি কঠিন। কারণ, ঘরের মাঠে বাংলাদেশ অসাধারণ দল। তাদের দলে বেশ কয়েকজন উঁচু মানের ফুটবলার রয়েছেন। তবে আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আগামীকাল (আজ) সেরাটা খেলেই আমরা জিততে পারব।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১০ আগস্ট মারদেকা কাপে এই হংকংয়ের কাছে বাংলাদেশ ৯-১ গোলে হেরেছিল। এরপর আরও তিনবারের লড়াইয়ে একটিতে জিতেছিল হংকং। বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।
শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ: বিসিবি নির্বাচন নিয়ে কেন এত বিতর্ক?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য বা কর্মকর্তা বিসিবির পরিচালক পদে প্রার্থী হতে পারেন না। কিন্তু এবারের বিসিবি নির্বাচনে সেই শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিসিবির গঠনতন্ত্রের ১২(গ) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে:
“সাধারণ পরিষদের কোনো সদস্য যদি একাধিক জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের কর্মকর্তা বা সদস্য হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে পারবেন না।”
এই নিয়ম অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন দুজন পরিচালক:
ফয়জুর রহমান ভূঁইয়া: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বর্তমানে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য।
ইশতিয়াক সাদেক: সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেকও বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য।
স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
প্রশ্ন উঠেছে, রিটার্নিং কমিশন কীভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এমন গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করল? নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গঠনতন্ত্রের প্রয়োগ নিয়ে এখন ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
অল্প রানে অলআউট বাংলাদেশ, আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় অলআউট হয়েছে বাংলাদেশ। ১০১ রানের একটি দারুণ জুটি হওয়ার পরেও টাইগাররা ৪৭.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়।
ব্যাটিং বিপর্যয় ও পার্টনারশিপ
বাংলাদেশের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার তানজিদ তামিম ১০ রান করে এবং নাজমুল শান্ত মাত্র ২ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। এরপর অভিষিক্ত সাইফ হাসান কিছুটা ভরসা দেন, তবে ৩৭ বলে ২৬ রান করে তিনিও বিদায় নেন।
দলীয় ৫৩ রানে সাইফ ফেরার পর ব্যাটিংয়ের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী মিরাজ। দুজনে মিলে ১০১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হৃদয় ৮৫ বলে ৫৬ রান করে দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। এর কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিরাজ, যার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৬০ রানের ইনিংস। এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেননি, জাকের আলী করেন ১০ রান।
বোলিংয়ে আজমতউল্লাহ ও রশিদ খানের দাপট
বাংলাদেশের ইনিংসে প্রথম ধাক্কা দেন আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই, যিনি তামিম, শান্ত ও তানজিম সাকিবকে তুলে নেন। তবে ইনিংসে কোমর ভেঙে দেন লেগ স্পিনার রশিদ খান। তার একই লেন্থের গুগলি পড়তে না পেরে একইভাবে লেগ বিফোর হন মিরাজ, জাকের ও সোহান। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর তুলে নেন শেষের দুই উইকেট।
পাঠকের মতামত:
- ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি
- খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ফোরামে ড. ইউনূসের ৬ প্রস্তাব
- হিটলার কেন ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? নেপথ্যের কারণ কী?
- প্রস্রাবে ফেনা কেন হয়? কখন বুঝবেন এটি কিডনি রোগের সংকেত?
- ১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার : ড. ইউনূস
- পূর্বের আটলান্টিস: চীনের সেই ডুবো শহর যেখানে সময় থেমে আছে!
- রক্তস্বল্পতা দূর করা থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি—বিট রুটের ১০ উপকারিতা
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ
- ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা: এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা
- পর্যটন খাতে নতুন দিগন্ত: কক্সবাজার বিমানবন্দর পেল আন্তর্জাতিক মর্যাদা
- হাতে-পায়ে চামড়া উঠছে? এটি শুধু শীত নয়, ৫ ভিটামিনের ঘাটতির লক্ষণ
- মৃত্যু যখন সুন্দরের প্রতীক: ভালো মৃত্যুর ১৫টি আলামত
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর, জানুন ফলাফল জানার উপায়
- ফোন স্লো হয়ে গেলে কী করবেন? স্টোরেজ খালি করার ১০ সহজ কৌশল
- অর্থনীতিতে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
- অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা: কী করতে হবে ৩০ অক্টোবরের মধ্যে?
- মুক্তির পথে ফিলিস্তিনি বন্দীরা: প্রথম বাসটি পৌঁছাল গাজায়
- ৪ দফা দাবি নিয়ে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সচিবালয়ে
- সেনানিবাসের ভবন সাময়িক কারাগার: প্রজ্ঞাপন জারি
- চার কোটি বেকারের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল
- ৭৩৮ দিন পর মুক্ত: হামাস ১৩ জন জিম্মিকে তুলে দিল রেডক্রসের হাতে
- বিনিয়োগকারীদের আস্থায় ভর করে চাঙ্গা রাজধানীর শেয়ারবাজার
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- হামাসের বন্দি মুক্তিতে উল্লাস ইসরায়েলে, শান্তির ইঙ্গিত মধ্যপ্রাচ্যে
- শি জিনপিং: সমাজে প্রকৃত সমতা চাইলে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে হবে
- এএফসি বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
- ‘আর ফেরার উপায় নেই’: জলবায়ু সংকটে পৃথিবীর ইকোসিস্টেম বিপন্ন
- পরমাণু ইস্যুতে কঠোর ইরান: আইএইএ-এর সঙ্গে চুক্তি স্থগিত, কারণ কী?
- অর্থ সাশ্রয়ে বিশেষ পদক্ষেপ: জুলাই সনদ ও নির্বাচন একই দিনে করার প্রস্তুতি
- মেক্সিকোর পাহাড়ি জনপদে ভয়াবহ বন্যা: মৃত্যু ৪৭, নিঃস্ব অসংখ্য পরিবার
- ট্রাম্প: ৩ হাজার বছরের ইতিহাসে এই প্রথম ইহুদি-মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ
- ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা
- সোমবার (১৩ অক্টোবর) ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি
- কুরআন ও বিজ্ঞানের মহাবিস্ময়: যেভাবে মিলে যাচ্ছে ‘বিগ ক্রাঞ্চ’ তত্ত্ব ও কিয়ামতের ভবিষ্যদ্বাণী!
- সৌদি আরবের মক্কা অঞ্চলে বিশাল সোনার খনি আবিষ্কার
- গ্যাস-কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে হার্ভার্ডের চিকিৎসকের পরামর্শ দেওয়া ৭ সুপারফুড
- জুলাই বিপ্লবের চেতনা: ওসমানী উদ্যানে নির্মিত স্মৃতিস্তম্ভের বাজেট নিয়ে বিতর্ক
- ইউটিউবে সাফল্য: আপনার চ্যানেলকে জনপ্রিয় করার ৮টি সহজ টিপস
- দুশ্চিন্তা-উদ্বেগে ভুগছেন? মন শান্ত করতে মেনে চলুন এই ৫ কৌশল
- আমার ছেলেমেয়ে দেশে, একা সেফ এক্সিট নিয়ে কী করব?: স্বরাষ্ট্র উপদেষ্টা
- কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস আলম
- আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: বড় সংখ্যক তালেবানকে হত্যার দাবি
- ঘুমের মধ্যে ঘন ঘন প্রস্রাব: ডায়াবেটিস ছাড়াও যে ৫ রোগের লক্ষণ হতে পারে
- অস্টিওপোরোসিস থেকে মুক্তি: গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে মেনে চলুন এই নিয়ম
- বিলিয়নিয়ার হতে চান? যে ৪টি ব্যবসায় রয়েছে সফল হওয়ার প্রবল সম্ভাবনা
- জুলাই নিয়ে কাজ করলেই প্রশ্ন: বাজেট বিতর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- এনসিপি নেতা সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ
- খাবার খেয়েই বসে আছেন? এটি হতে পারে ধূমপানের মতোই মারাত্মক অভ্যাস
- ওয়েস্টফালিয়ার শান্তিচুক্তি ১৬৪৮: যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার উত্থান
- মাইগ্রেন বোঝার সহজ পথ: কোন লক্ষণে চিনবেন, কীসে বাড়ে, কীভাবে সামলাবেন
- আন্দেসের হৃদয়ে এক বিপ্লবী দেশ: বলিভিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের সম্ভাবনা
- স্বনির্ভরতা অর্জনেই জোর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
- বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার ঝড়: যে ১০টি সিরিজ আপনাকে মুগ্ধ করবেই
- জিরো-ওয়েস্ট কুকিং’: সবজির খোসাও হবে সুস্বাদু রেসিপি
- মধু খাঁটি না ভেজাল? আগুন দেওয়া বা পানিতে মেশানো নয়, যা বলছেন গবেষকরা
- কন্যা হত্যা ও গোত্রীয় সংঘাতের যুগে এক বিশ্বস্ত শিশুর বেড়ে ওঠা
- গুমের বিচার শুরু: শেখ হাসিনা ও সাবেক শীর্ষ সেনা–পুলিশ কর্মকর্তারা আসামির তালিকায়
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- হোয়াটসঅ্যাপে আর লাগবে না নম্বর,ইউজার নেম দিয়েই করা যাবে যোগাযোগ
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল মূল্য
- সমুদ্রের মাঝে সভ্যতা: ইতিহাস, ঐতিহ্য, জলবায়ু ও কূটনীতির মিলনে মালদ্বীপের টিকে থাকার গল্প
- বিনিয়োগকারীদের আস্থায় ভর করে চাঙ্গা রাজধানীর শেয়ারবাজার