‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

আগস্ট ৫ এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: জাতীয় ছুটি ঘোষণা সরকারের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৮:২৯:০৯
আগস্ট ৫ এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: জাতীয় ছুটি ঘোষণা সরকারের

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীদের সম্মান জানাতে আগামী ৫ আগস্ট থেকে দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে, এবং এ উপলক্ষে সারা দেশে থাকবে সাধারণ ছুটি—এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত গেজেট বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ হাসান। এতে জানানো হয়, "আগামী ৫ আগস্ট এবং প্রতি বছর একই দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে।"

দিবসটি এখন থেকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণিভুক্ত দিবসগুলো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়।

পটভূমি ও তাৎপর্য

২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান ঘটনাটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ওই সময় গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশজুড়ে তীব্র গণআন্দোলন শুরু হয়, যা পরিণত হয় অভ্যুত্থানে। আন্দোলন চলাকালে বেশ কিছু মানুষ আত্মত্যাগ করেন, যাদের স্মরণে ও সম্মানে এই দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এই দিবসটি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করবে গণতন্ত্র, অধিকার এবং ন্যায়ের সংগ্রাম সম্পর্কে। পাশাপাশি দিবসটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে বলেও অভিমত প্রকাশ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গণআন্দোলনের ফলাফল, আন্দোলনকারীদের আত্মত্যাগ এবং রাজনৈতিক পালাবদলের ইতিহাসকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করতেই এই জাতীয় ছুটির ঘোষণা সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ