সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৭:৪৯:১৭
সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের সাদা পাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ। ছবি : কালবেলা

সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযানে এই পাথর জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। তার নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির জানান, ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকার একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় এই পাথরের সন্ধান পাওয়া যায়। প্রায় ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করার পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটজুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল প্রশাসন।


ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৬:০১:০১
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত

৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনি ও হামলার শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন, শনিবার (১৬ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে কারাগারে রাখার আবেদন করেছিলেন। তবে আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আজিজুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন।


মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৪:২৭:২৮
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
আগুনে পুড়ে যাওয়া আসবাব। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে উঠে তিনি পাশের ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তফা কামাল উদ্দিন হারুন অভিযোগ করেন, তাদের সঙ্গে গ্রামের কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ২০:০৪:৫৫
৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে
গণপিটুনির শিকার সেই রিকশাচালক। ছবি : কালবেলা

শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া এক রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন।

গতকাল ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে রিকশাচালক আজিজুর রহমান (২৭) গণপিটুনির শিকার হন। পরে তাকে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা থেকে হালাল টাকায় কেনা ফুল নিয়ে এসেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করলেও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। সেই সময় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরিফুল আহত হন এবং প্রায় ২ মাস হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় এ বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আরিফুল।


আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৯:৫২:২১
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ
ড. আসিফ নজরুল। ছবি: ফোকাস বাংলা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন যে, অনেক চিকিৎসক অপ্রয়োজনীয় পরীক্ষা এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেন। তিনি চিকিৎসকদের এই “অত্যাচার” বন্ধ করার আহ্বান জানান। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, অনেক চিকিৎসক ভালোভাবে রোগীর কথা না শুনেই ব্যবস্থাপত্র দেন। তিনি তার বাসার একজন কর্মচারীর উদাহরণ দিয়ে বলেন, সেই ছেলেটিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল, অথচ পরে তার কোনো টেস্টই লাগেনি।

তিনি আরও অভিযোগ করেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন তো, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?” তিনি হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান এবং নার্সদের বেতন কম হওয়ায় সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এটা লজ্জাজনক। তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যসেবার পুনর্গঠনে কাজ করছে এবং লাইসেন্স নবায়নের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা উচিত।

বিপিএইচসিডিওএর সাধারণ সম্পাদক ডা. এ এম শামীম বলেন, ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে গণহারে মামলা না করার অনুরোধ জানান। তিনি জানান, তারা একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করবেন, যেখানে নিবন্ধিত হাসপাতাল ছাড়া কেউ সদস্য হতে পারবে না।


খুলনার ব্যাংকে দুর্ধর্ষ চুরি: ১৬ লাখ টাকা লুট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:৫৫:০৯
খুলনার ব্যাংকে দুর্ধর্ষ চুরি: ১৬ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা ঘাট শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ এখনও এই ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে হেফাজতে নিয়েছে।

দুর্বৃত্তরা ব্যাংকের মোট ছয়টি তালা ভেঙে ভল্টে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরাগুলোও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মূল গেটের তালা কাটা অবস্থায় দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাত্র ১,৪০০ টাকা অবশিষ্ট পাওয়া গেছে। বাকি টাকা চুরি হয়েছে। পুলিশের অতিরিক্ত সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ধারণা করছে, ব্যাংকের প্রহরী ডিউটি শেষ হওয়ার পর দুষ্কৃতীরা দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে ভল্ট ভাঙার কাজ চালিয়েছে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।


আকাশছোঁয়া দাম, ইলিশ এখন সাধারণের জন্য কেবল 'স্বপ্ন'

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:১৮:৩৩
আকাশছোঁয়া দাম, ইলিশ এখন সাধারণের জন্য কেবল 'স্বপ্ন'
ছবি: কালের কণ্ঠ

ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার (১৫ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে সবচেয়ে বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭০০ টাকায়, যা এক কেজি ওজনের নিচের মাছের ক্ষেত্রেও ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ছিল।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির তথ্য অনুযায়ী, শুক্রবার বাজারে প্রায় ৩০০ মণ ইলিশের সরবরাহ ছিল, যার মধ্যে মাত্র ১০০ মণ এসেছে পদ্মা-মেঘনা থেকে। বাকি ইলিশ এসেছে উপকূলীয় অঞ্চল থেকে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও, তা এখনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।

ইলিশের সংকট ও কারণস্থানীয় জেলেরা বলছেন, পদ্মা-মেঘনায় ইলিশের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। এর কারণ হিসেবে তারা নিষিদ্ধ জাল (যেমন কারেন্ট ও মশারি জাল) ব্যবহারকে দায়ী করছেন। রশীদ ছৈয়াল নামের এক প্রবীণ জেলে বলেন, ‘আগে বর্ষায় নদীতে জাল ফেললেই ইলিশ পাওয়া যেত, এখন নদী ফাঁকা।’

ইলিশ গবেষক ড. মোহাম্মদ আনিছুর রহমান বলেন, সাগর ও মোহনায় অসংখ্য চর এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ নদীতে উঠে আসতে পারছে না। এর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক দূষণও একটি বড় সমস্যা। তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার নিয়ন্ত্রণ এবং নদী দূষণ কমানোর কার্যকর উদ্যোগ ছাড়া এই সংকট দূর হবে না।

মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি এবং প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ রাখার কারণে কিছুটা সুফল পাওয়া গেছে। বর্তমানে দেশের ইলিশ উৎপাদন প্রায় পৌনে ৬ লাখ মেট্রিক টনে পৌঁছেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, চাঁদপুরে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ইলিশের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে।


রাজশাহীর কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার,ঘিরে রেখেছে সেনাবাহিনী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:০৭:০৩
রাজশাহীর কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার,ঘিরে রেখেছে সেনাবাহিনী
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরও বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।


পাথর পাচারের রুট পরিবর্তন: কোম্পানীগঞ্জ থেকে ছাতকে নতুন রুট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১১:১১:০২
পাথর পাচারের রুট পরিবর্তন: কোম্পানীগঞ্জ থেকে ছাতকে নতুন রুট
ছবি: সংগৃহীত

পাচারকারীরা তাদের রুট পরিবর্তন করে এখন সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতককে পাচারের নতুন পথ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র নদীপথে লুট করা পাথর ছাতকে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে।

বিশ্বস্ত সূত্রমতে, কোম্পানীগঞ্জের কিছু প্রভাবশালী ব্যবসায়ী বর্তমানে ছাতকে ব্যবসা করছেন। তারা ভোলাগঞ্জ থেকে নৌপথে বিপুল পরিমাণ পাথর এনে ছাতকের বিভিন্ন এলাকায় গোপনে মজুদ করছেন। পরে এই মজুদকৃত পাথরের সঙ্গে লুট করে আনা সাদা পাথর মিশিয়ে জাহাজ ও নৌকার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ থেকে নিয়মিতই নৌকা করে ছাতকে পাথর আনা হয়। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে এই কার্যক্রম চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ছাতক এখন লুট হওয়া পাথর পাচারের জন্য সবচেয়ে ‘নিরাপদ’ রুটে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব এবং স্থানীয় প্রভাবশালীদের মদদেই এ কার্যক্রম সম্ভব হচ্ছে।

ছাতক থানার ডিউটি অফিসার এসআই মাসুদ মিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আবার সাইবার হামলা: ভারতীয় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশের শতাধিক ওয়েবসাইট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১০:১৮:৩৮
আবার সাইবার হামলা: ভারতীয় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশের শতাধিক ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলার দাবি করেছে। শুক্রবার (১৫ আগস্ট), ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে হ্যাকার গ্রুপগুলো তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে।

‘সেভেন প্রক্সি’: এই গ্রুপটি রাজস্ব বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীর ডেটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে।

‘নাইট হান্টার’: এই গ্রুপটি বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলা করার দাবি করেছে।

‘ট্রোজান ১৩৩৭’: এই গ্রুপটি সাভার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদসহ ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ঢাকা ওয়াসার ওয়েবসাইটে হামলা করে তার তথ্য-উপাত্ত নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে বলেও জানা যায়।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন বলেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। তিনি বলেন, খরচ কমাতে অদক্ষ প্রোগ্রামার দিয়ে কাজ করানো এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কারণেই সাইটগুলো সহজে হ্যাক হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে একই সাইট বারবার কপি করে নতুন সাইট তৈরি করা হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। অধিকাংশ সরকারি ওয়েবসাইটে নিরাপত্তার ন্যূনতম স্তর এসএসএল সনদও নেই।

পাঠকের মতামত: