উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ খবর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১২:৪১:১২
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ খবর
সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

১৬ আগস্ট রাত ১০টার পর কক্সবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় আনা হয়। এরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিশা দেশবাসীর কাছে স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুকতাদিরুল আহমেদ গণমাধ্যমকে বলেন, “স্যার এখন হাসপাতালে আছেন। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। চিকিৎসকদের মতে, তিনি শঙ্কামুক্ত এবং খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। স্যার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার সার্বিক উন্নতি হচ্ছে এবং চিকিৎসকেরা নিয়মিতভাবে তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

ফারুকীর হঠাৎ অসুস্থতা দেশে ও বিদেশে থাকা অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর মধ্যে উদ্বেগ তৈরি করলেও এখন তিনি নিরাপদ আছেন জেনে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করলে দ্রুতই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

-রফিক


ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৯:৩৪:০০
ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না এবং সবার অধিকার সমান। শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি সবাই এখানে শান্তিতে বসবাস করে আসছে। তিনি বলেন, “আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং একসঙ্গে সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব।”

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশজুড়ে আপনাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ দেশে একসঙ্গে বসবাস করবো।”

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসই যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। তিনি বলেন, “স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।”

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরো শক্তিশালী করি।”

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।


রোহিঙ্গা সংকট সমাধানে নতুন চেষ্টা: এ বছরই বসছে ৩ আন্তর্জাতিক সম্মেলন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৯:২৪:৪৫
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন চেষ্টা: এ বছরই বসছে ৩ আন্তর্জাতিক সম্মেলন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার সহযোগিতা চাইছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ বছর এই ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার ভূমিকা

অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব এই সংকট সমাধানে কাজে লাগতে পারে। রোহিঙ্গা শরণার্থী গ্রহণে দেশটির মানবিক ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান মালয়েশিয়াকে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে। তিনি আশা করেন, মালয়েশিয়া তাদের প্রভাব কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবে।

নতুন ঢল ও তহবিল সংকট

ইউনূস সতর্ক করে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। গত ১৮ মাসেই প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এর আগে থেকেই প্রায় ১২ লাখ রোহিঙ্গা দেশে অবস্থান করছে। সবচেয়ে বড় সমস্যা হলো, যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের দেখভালের জন্য দেওয়া সব তহবিল বন্ধ করে দিয়েছে, যার ফলে আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব চাপে পড়েছে।

তিন সম্মেলনের রূপরেখা

অধ্যাপক ইউনূস জানান, রোহিঙ্গা সংকট সমাধানে এ বছর তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে:

প্রথম সম্মেলন: আগস্টের শেষের দিকে কক্সবাজারে, রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে।

দ্বিতীয় সম্মেলন: সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে।

তৃতীয় সম্মেলন: বছরের শেষদিকে কাতারের দোহায়।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া এখন পর্যন্ত কার্যত থমকে আছে। ২০২১ সালে মিয়ানমারে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য রাষ্ট্রও এই ইস্যুতে সরাসরি প্রভাবিত হচ্ছে। মানবিক কারণে মালয়েশিয়া প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে, যদিও দেশটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক কনভেনশনের স্বাক্ষরকারী নয়।


আগামী নির্বাচন হবে বিশ্বাসযোগ্য: ড. ইউনূসের মন্তব্য, জানালেন সংস্কারের অগ্রগতি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৯:৪২:০৯
আগামী নির্বাচন হবে বিশ্বাসযোগ্য: ড. ইউনূসের মন্তব্য, জানালেন সংস্কারের অগ্রগতি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিতে সক্রিয় হওয়ার বা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের ওপর।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরের মধ্যেই অনেকদূর এগিয়েছে। এর মধ্যে ঐকমত্য কমিশন গঠন অন্যতম, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই প্রতিবেদন আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে একটি বড় অগ্রগতি হবে। সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কমিশন কাজ করছে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে বিতর্ক নিরসন ও উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করবে।

ড. ইউনূস দাবি করেন, দেশ সঠিক পথে ফিরে এসেছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। তিনি বলেন, এর আগে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে ভোট জালিয়াতি, বিতর্ক ও ভোটার দমনের অভিযোগ ছিল। এবারের নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ হবে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে, যার মধ্যে নতুন ভোটার প্রায় ৪৫ লাখ।


নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৮:৩৩:২১
নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে জানিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। তার ভাষায়, নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে, ফলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারতের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেই অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এই বর্ষা মৌসুম শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইবে, চারপাশে নির্বাচন উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। যারা প্রার্থী হবেন, তারা মানুষের দ্বারে দ্বারে যাবেন, আলাপ করবেন, এবং তখনই প্রকৃত অর্থে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তখন সব সন্দেহ কেটে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই শেষ হবে।”

প্রেস সচিব জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে ছাত্রদলের স্থানীয় নেতা মেহেদী হাসান রাব্বি আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র বাহিনীর হাতে নিহত হন। তিনি রাব্বির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, একই এলাকার আল আমিন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীও ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান; তার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শফিকুল আলম।

তিনি বলেন, “মাগুরা জেলার ১০ শহীদের মধ্যে বাকি ৮ জনের কবরেও আমি যাব। তাদের আত্মত্যাগের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই শহীদদের প্রতি সম্মান জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে শফিকুল আলম জানান, জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। তার মতে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে, যা নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করবে।

-রাফসান


জেড আই খান পান্নার গৃহবন্দি স্ট্যাটাসে তোলপাড়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৮:০৮:২৭
জেড আই খান পান্নার গৃহবন্দি স্ট্যাটাসে তোলপাড়
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না অভিযোগ করেছেন যে তিনি বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি এই দাবি করেন। যদিও তিনি জানিয়েছেন যে, তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

স্ট্যাটাসে জেড আই খান পান্না লেখেন, “আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।” তবে এই অবস্থার পেছনের কারণ, দায়ী ব্যক্তি বা সংস্থার নাম কিংবা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

তার এই সংক্ষিপ্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্য করছেন যে, এটি দেশের মানবাধিকার ও আইনের শাসন পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

জেড আই খান পান্না দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী কার্যক্রম, মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান একটি মামলায় তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছিলেন। গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ সংক্রান্ত আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেন।

-শরিফুল


শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৭:৫৮:৫৩
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আগামী শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নির্দেশনা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীতে একটি বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে। শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

নির্দেশনা ও শর্তাবলি

ডিএমপি শোভাযাত্রার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে কয়েকটি বিশেষ নির্দেশনা দিয়েছে।

প্রথমত, শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এটি যান চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা হিসেবে বিবেচিত।

দ্বিতীয়ত, শোভাযাত্রা চলাকালীন রুটে উচ্চস্বরে পিএ সিস্টেম বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় থাকে এবং অতিরিক্ত শব্দদূষণ না ঘটে।

তৃতীয়ত, শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই শুরুর স্থান থেকেই যোগ দিতে হবে। মাঝপথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না, যাতে নিরাপত্তা ব্যবস্থাপনায় বিঘ্ন না ঘটে এবং শৃঙ্খলা বজায় থাকে।

চতুর্থত, নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ বিপজ্জনক বা সন্দেহজনক কোনো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

পঞ্চমত, শোভাযাত্রা চলাকালীন কেউ কোনো ধরনের ফলমূল বা অন্যান্য বস্তু নিক্ষেপ করতে পারবে না, যাতে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।

ষষ্ঠত, রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে বা ভিড় তৈরি করে শোভাযাত্রার গতি বা পথ আটকে দেওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সপ্তমত, শোভাযাত্রার পথে বা আশেপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

অষ্টমত, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে, যা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য অপরিহার্য।

নবমত, ব্যারিকেড, পিকেট এবং আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে যানজট ও ভ্রমণজনিত অসুবিধা কমে আসে।

ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমী শোভাযাত্রাটি যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সম্মানিত নগরবাসীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

-রাফসান


খালেদা জিয়ার জন্মদিনে ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১৭:৫২:১৩
খালেদা জিয়ার জন্মদিনে ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। এই শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ এটি জাতীয় রাজনীতির দুই শীর্ষ ব্যক্তিত্বের সৌহার্দ্য ও সৌজন্যের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছার প্রতীক হিসেবে ফুলেল তোড়া নিয়ে পৌঁছান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। তারা ফুলেল তোড়াটি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার পক্ষ থেকে গ্রহণ করেন।

ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা বহন করছে, যা রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।

-রফিক


বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১০:২২:৩৫
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক গভীরতর সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করেছেন, গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে দেশ আবারও অতীতের একই সমস্যার মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, বৈধতা ও গ্রহণযোগ্যতা ছাড়া কোনো নির্বাচনেরই অর্থ নেই, আর তার প্রধান দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন নিশ্চিত করা।

ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর যে লক্ষ্যসমূহ নির্ধারণ করেছিলেন, সেগুলোর প্রায় সবগুলোর বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছে সরকার। তবে তিনি স্বীকার করেন, রাজনৈতিক ব্যবস্থায় এখনও অনেক ক্ষেত্রেই গভীর সংস্কার প্রয়োজন, কারণ অতীতের কাঠামো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক অপপ্রয়োগে জর্জরিত ছিল।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত আগস্টে ভারতে আশ্রয় নেন এবং তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিক্ষোভ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে তাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে, যদিও দিল্লি এখনও এ বিষয়ে সাড়া দেয়নি।

প্রধান উপদেষ্টা জানান, ভারতের কাছে স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ না পান। “আমরা বলেছি, আপনারা তাকে রাখুন, আমাদের দেশে বিচার চলবে। কিন্তু তাকে যেন এমন কোনো সুযোগ দেওয়া না হয় যাতে তিনি দূর থেকে দেশের স্থিতিশীলতায় আঘাত হানতে পারেন।”

সাক্ষাৎকারে উঠে আসে যে, শেখ হাসিনার শাসনামলে ঢাকা-দিল্লি সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও প্রায় একমুখী কূটনৈতিক অঙ্গীকারে বাঁধা। কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের প্রমাণ হিসেবে অধ্যাপক ইউনূসের গত মার্চে বেইজিং সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়। ইউনূস এ প্রসঙ্গে বলেন, “আমাদের পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, ভারতের সঙ্গেও আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। এটি কেবল চীনের জন্য নয়, বরং ভারত বা অন্য যেকোনো দেশ এর সুফল ভোগ করতে পারে।”

৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, প্রথমে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক ছিলেন। তবে ছাত্রনেতাদের অনুরোধ এবং জনগণের ত্যাগ তাকে রাজি করায়। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেবেন।

সাক্ষাৎকারের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আর গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হবে না। তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “যুবসমাজ যেন তাদের স্বপ্ন ও প্রত্যাশা ব্যালট বাক্সে তুলে ধরে। আমি চাই, এমন একটি সরকার ক্ষমতায় আসুক যা গণতান্ত্রিক নীতিমালা মেনে দেশ পরিচালনা করবে এবং জনগণের আস্থা অর্জন করবে।”

-রফিক


ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠে নামা যাবে না

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ২২:০৮:১৫
ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠে নামা যাবে না
ছবি: সংগৃহীত

রাজধানীতে ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে অপরাধ সংঘটনের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য সজাগ আছে। এদিকে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় এবং তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: