আচমকা মৃত্যুর পেছনে কী সত্যিই করোনার টিকা?

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:৫৭:৪২
আচমকা মৃত্যুর পেছনে কী সত্যিই করোনার টিকা?

ভারতে সাম্প্রতিক সময়ে তরুণ-তরুণীদের আকস্মিক মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই মৃত্যুর পেছনে কি করোনার টিকার কোনো প্রভাব রয়েছে? বিশেষ করে বলিউড তারকা, জনপ্রিয় গায়ক কিংবা পরিচিত ব্যক্তিদের মৃত্যুর পর এই গুঞ্জন আরও জোরালো হয়।

এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) যৌথ গবেষণায় স্পষ্ট করে বলা হয়েছে—আচমকা মৃত্যুর সঙ্গে করোনার টিকার কোনো সম্পর্ক নেই।

বুধবার (২ জুলাই) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনার টিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার বক্তব্য ছিল, টিকা প্রয়োগের প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হয়েছিল, যা আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। এরপরই এই বিষয়ে গবেষণার জন্য কমিটি গঠনের কথা জানান তিনি।

কিন্তু ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনার টিকাকে ঘিরে যেসব সন্দেহ ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং জনগণকে বিভ্রান্ত করার মতো।

গবেষণায় উঠে এসেছে—২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সময়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে যারা আচমকা মারা গেছেন, তাদের বেশিরভাগই ভুগছিলেন গোপন হৃদরোগে।

বিশেষজ্ঞদের মতে, আকস্মিক মৃত্যুর মূল কারণ হলো:

দুর্বল হৃদপিণ্ড বা হার্টের পেশিতে সমস্যা

অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ ও উত্তেজনা

সারা রাত জেগে অতিরিক্ত মদ্যপান

ধূমপান

অতিরিক্ত শরীরচর্চা

পারিবারিকভাবে হৃদরোগের পূর্ব ইতিহাস

বিশেষ করে যাদের হৃৎপিণ্ড দুর্বল, তাদের জন্য এইসব অভ্যাস প্রাণঘাতী হতে পারে।

গবেষণায় আরও বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর যাদের হার্টের সমস্যা ছিল, তাদের আচমকা মৃত্যুর ঝুঁকি তিন গুণ, ধূমপায়ীদের ক্ষেত্রে দুই গুণ, এবং সারা রাত মদ্যপানকারীদের ক্ষেত্রে ছয় গুণ বেড়ে যায়।

এক গবেষক বলেন, "টিকা সুরক্ষা দেয়। এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে, করোনার টিকা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বরং অনিয়ন্ত্রিত জীবনযাপনই দায়ী।"

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ