আবু সাঈদের কবর থেকে শুরু, ৬৪ জেলায় এনসিপির পদযাত্রা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৫:০০:১৮
আবু সাঈদের কবর থেকে শুরু, ৬৪ জেলায় এনসিপির পদযাত্রা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের বিচারের মাধ্যমে অতীতের দায় মেটাতে হবে, সংস্কার আনতে হবে, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ মনে করে লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তারা ভুল করছেন। আমরা বাংলার প্রতিটি প্রান্তে যাব, জনগণকে সংগঠিত করব।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা চলছে। তিনি বলেন, “এটি শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের সংগ্রাম।” বিশেষভাবে স্মরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে, যিনি পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন। তাঁর আত্মত্যাগের পর আন্দোলনের গতিপথ বদলে যায় বলে উল্লেখ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকেও আবু সাঈদের স্মরণে সরকার ঘোষিত দিবসের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। শহীদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম দাবি জানিয়েছেন, ১৬ জুলাইকে ‘আবু সাঈদ দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পালন করা হোক। শহীদ দিবস আলাদা করে অন্য কোনো দিনে পালন করার দাবিও জানান তাঁরা।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রার অংশ হিসেবে রংপুরের পার্কের মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় ও টাউন হল এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রংপুরের কাউনিয়াতেও এক পথসভা রয়েছে।

এই আন্দোলনের লক্ষ্যকে ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুধু একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে চাইনি; আমরা চাই নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে। পদযাত্রা চলবে দেশের প্রতিটি জেলায়, মানুষের সঙ্গে কথা বলে তাদের আকাঙ্ক্ষা শুনে তা ঢাকার রাজপথে ঘোষণা করা হবে।”

সদস্যসচিব আখতার হোসেন বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার চাই। পুরোনো মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে গণপরিষদ নির্বাচন করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”

পদযাত্রার শেষ দিন ৩ আগস্ট ঢাকায় ছাত্র, কৃষক, শ্রমিকদের নিয়ে এক বৃহৎ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এনসিপি।

এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

—সত্য প্রতিদিন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ