“বিদেশে যাচ্ছে মেধা, দেশে ফিরছে শূন্যতা”—সংলাপে উঠল তীব্র অভিযোগ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১৫:২১:৩৮
“বিদেশে যাচ্ছে মেধা, দেশে ফিরছে শূন্যতা”—সংলাপে উঠল তীব্র অভিযোগ

রোববার (২২ জুন) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক ‘তারুণ্যের রাষ্ট্র সংলাপে’ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “মেধা পাচার কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত অবস্থা। ক্ষমতায় এলে বিএনপি শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, যাতে মেধাবীরা বিদেশমুখী না হয়ে দেশে থেকেই জ্ঞানচর্চায় অবদান রাখতে পারেন।”

সালাহউদ্দিন আহমেদ মনে করেন, উন্নত শিক্ষা, আন্তর্জাতিক মানের গবেষণা ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া মেধাবীরাও ফেরত আসবেন। আর সেটি সম্ভব হবে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রসংগঠন—এই তিন পক্ষের সমন্বয়ে। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে ছাত্ররাজনীতি বন্ধ নয়, বরং ইতিবাচক অংশগ্রহণ দরকার। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনীতিবিদ যেমন দায়বদ্ধ, তেমনি শিক্ষক ও ছাত্রদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “চীন ও ভারতের মতো দেশগুলোতে দেখা যায়, মেধাবীরা বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করে আবার দেশে ফিরে আসেন এবং উন্নয়নে ভূমিকা রাখেন। কিন্তু বাংলাদেশে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে মেধাবীরা আর দেশে ফেরেন না। এটা দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

বাংলাদেশে মাধ্যমিক স্তর পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা বাধ্যতামূলক করার পক্ষে মত দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “শিশু তার মাতৃভাষা ব্যাকরণ ছাড়াই শেখে, সেটিই তার ভাব প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু যখন ইতিহাস, বিজ্ঞান, গণিত—সবকিছু ইংরেজিতে শেখানো হয়, তখন শিশুর চিন্তার স্বাধীনতা সংকুচিত হয়। বিদেশি ভাষা শেখা জরুরি, কিন্তু সেটি যেন মেধার বিকাশে অন্তরায় না হয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘অর্পণ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হোসাইন। আলোচনা পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা তিন প্রশ্নকারীকেও পুরস্কৃত করা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ