যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে ৫% কর প্রস্তাব: বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় শঙ্কা

সত্য নিউজ:যুক্তরাষ্ট্রের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামের এই বিলটি সম্প্রতি হাউস বাজেট কমিটিতে অনুমোদিত হয়েছে এবং হাউস অব রেপ্রেজেন্টেটিভে ১৭–১৬ ভোটে পাশ হয়েছে। এখন এটি সিনেটের অনুমোদনের অপেক্ষায়।
এই আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর পাঠানো অর্থের ওপর কর আরোপ করা হবে। এর আওতায় পড়বে গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও। করের ক্ষেত্রে ন্যূনতম সীমা না থাকায় সামান্য অর্থ পাঠানোর ক্ষেত্রেও এই কর প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই কর বাস্তবায়িত হলে প্রবাসীরা ব্যাংকিং মাধ্যমে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে পারেন, ফলে বেড়ে যেতে পারে হুন্ডির মতো অনানুষ্ঠানিক উপায়ে অর্থ প্রেরণ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো, যাদের অর্থনীতিতে প্রবাসী আয়ের বড় অবদান রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছে ৪২৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা প্রায় ৫২ হাজার কোটি টাকার সমান। এই অর্থের ওপর ৫% কর আরোপিত হলে করের পরিমাণ দাঁড়াবে প্রায় ২১.৮৫ কোটি ডলার বা প্রায় ২,৬৬৫ কোটি টাকা।
বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ছিল বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্ত দেশ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী আয় হলো দায়বিহীন এবং সবচেয়ে কার্যকর উৎস।
অর্থনীতিবিদরা বলছেন, এই কর ব্যবস্থা চালু হলে বাংলাদেশের মতো দেশে রেমিট্যান্স প্রবাহ হ্রাস পেতে পারে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হবে এবং ডলারের সরবরাহ ঘাটতি বাড়বে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জবির লিফটে প্রাণঝুঁকি, ছাত্রী অচেতন হয়ে হাসপাতালে
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- জবির জকসু নির্বাচনের গঠনতন্ত্র ও নির্বাচনের রূপরেখা প্রকাশ
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- গাজায় ইসরায়েলের নতুন হামলা বন্ধ না হলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- দারুননাজাত: নৈতিকতার আলোকবর্তিকা
- ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ: শুধুমাত্রবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য
- ডিপ্লোমেটিক শেকআপ: জসীম উদ্দিন দূতাবাসে , সচিব হচ্ছেন নজরুল