স্টারলিংক সংযোগ যেভাবে পেতে পারেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৪:০৭:৪০
স্টারলিংক সংযোগ যেভাবে পেতে পারেন

সত্য নিউজ: মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ২০ মে (মঙ্গলবার) থেকে এ সেবা চালু হওয়ার মাধ্যমে দেশের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে উপকূলবর্তী প্রত্যন্ত এলাকাতেও মিলবে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা।

নতুন যুগের ইন্টারনেট সংযোগ

স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে, যা প্রচলিত মোবাইল বা ব্রডব্যান্ড সংযোগের বাইরে থাকা এলাকাগুলোর জন্য অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তির মাধ্যমে দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির সীমা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কীভাবে সংযোগ মিলবে?

বাংলাদেশের যেকোনো নাগরিক এখন starlink.com-এ গিয়ে নিজের ঠিকানা দিয়ে নিশ্চিত করতে পারবেন তাদের এলাকায় সেবাটি উপলব্ধ কি না। সংযোগের জন্য ব্যবহারকারীকে একটি স্টারলিংক হার্ডওয়্যার কিট অর্ডার করতে হবে, যাতে থাকছে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, ট্রাইপড মাউন্ট এবং প্রয়োজনীয় ক্যাবল। সহজেই স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলযোগ্য এই কিট বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত করে খোলা আকাশের নিচে স্থাপন করলেই মিলবে সংযোগ।

প্যাকেজ ও মূল্য

বর্তমানে স্টারলিংক বাংলাদেশে তিনটি মূল প্যাকেজ চালু করেছে:

১. রেসিডেনশিয়াল প্যাকেজ: মাসিক ৬,০০০ টাকা – নিরবচ্ছিন্ন হাই-স্পিড ইন্টারনেট।

২. রেসিডেনশিয়াল লাইট: মাসিক ৪,২০০ টাকা – গ্রামীণ ও সীমিত ব্যবহারের জন্য উপযোগী।

৩. রোম প্যাকেজ: ভ্রমণপিয়াসুদের জন্য – মাসিক ৬,০০০ টাকা (৫০ জিবি), অথবা আনলিমিটেডের জন্য ১২,০০০ টাকা।

বাণিজ্যিক গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যান্ডউইথ ও স্থিতিশীলতার নিশ্চয়তা দিয়ে কর্পোরেট প্যাকেজও অফার করা হয়েছে। প্রতিটি সংযোগের জন্য এককালীন ৪৭,০০০ টাকায় হার্ডওয়্যার কিট কিনতে হবে।

নির্ভরযোগ্যতা ও গ্রাহক সুবিধা

গ্রাহক সেবা উন্নয়নের অংশ হিসেবে স্টারলিংক জানিয়েছে, সংযোগ নেয়ার ৩০ দিনের মধ্যে কেউ যদি সেবায় সন্তুষ্ট না হন, তবে সম্পূর্ণ অর্থ ফেরতের নিশ্চয়তা থাকবে।

ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ

সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে স্টারলিংক একটি বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেখানে অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি, সেখানে স্টারলিংক এক নব দিগন্তের দ্বার উন্মোচন করবে।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো খাতে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ