ব্যালট পেপারে ভোট, সংসদ ও গণভোট আলাদা বাক্সে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ২০:১৩:১৬
ব্যালট পেপারে ভোট, সংসদ ও গণভোট আলাদা বাক্সে
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ঘোষণায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর থেকে বিকেল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ ভোটে প্রচলিত ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহৃত হবে। ভোটারদের সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট দুটি আলাদা ব্যালট বাক্সে প্রদান করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এর পরদিন ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হবে মনোনয়ন যাচাই-বাছাই। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা ভোট প্রচারণা শুরু করবেন।

সিইসি তার ভাষণে বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এ কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য ইতোমধ্যে নতুনভাবে তৈরি করা নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা হবে। বহু বছর ধরে কার্যকারিতা হারানো পোস্টাল ব্যালট ব্যবস্থাকেও পুনর্গঠন ও সক্রিয় করা হয়েছে, যাতে দেশ-বিদেশে অবস্থানরত সব ভোটার ভোটের সুযোগ পান।

তিনি জানান, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ২৭৬ জন।

ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি সম্মানিত দায়িত্ব এবং জনগণের প্রতি অর্পিত পবিত্র আমানত। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা দায়িত্বশীলভাবে ও সচেতনতার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবেন।

-শরিফুল


১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট, তফসিল ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ২০:০৬:২৮
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট, তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের প্রথম গণভোটের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময়সূচি ঘোষণা করেন, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, আর এসব আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সময় ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি, আর ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

দেশে এবারই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট হবে সাদা-কালো এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। ভাষণটি আগের দিন নির্বাচন ভবনে রেকর্ড করা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং রাষ্ট্রপতি তাতে সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। তফসিল ঘোষণার মুহূর্তে তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে ইসি জানিয়েছে।

তফসিল ঘোষণার আগে আপিল বিভাগের রায়ের আলোকে কয়েকটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে বাগেরহাটের চারটি আসন এবং গাজীপুরের একটি আসনের পূর্বঘোষিত কাঠামোকে অবৈধ ঘোষণা করে আইনি গেজেটে সংশোধন আনা হবে। হাইকোর্টও বাগেরহাটের চার আসন পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়।

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে তফসিল ঘোষণা থেকে ভোটের দিনের ব্যবধান বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ছিল। প্রথম সংসদ নির্বাচনে এ ব্যবধান ছিল ৬০ দিন, দ্বিতীয়তে ৫৪ দিন, তৃতীয়তে ৪৭ দিন, চতুর্থতে ৬৮ দিন এবং পঞ্চমে ৫২ দিন। ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩৯ দিন, সপ্তমে ৪৭ দিন, অষ্টমে ৪২ দিন, নবমে ৩৭ দিন এবং দশমে ৪২ দিন সময় রাখা হয়। একাদশ সংসদ নির্বাচনে ব্যবধান ছিল ৪৯ দিন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর এবং ভোটগ্রহণ হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি, মোট ৫৩ দিনের ব্যবধানে।

সেই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য ছিল ১৪ দিন, যাচাই-বাছাই ৪ দিন, প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল ১৩ দিন, আপিল ও নিষ্পত্তি ছিল ১১ দিনের মধ্যে। প্রতীক পাওয়ার পর প্রচারণার সময় ছিল ১৯ দিন।

-রফিক


শুক্রবার থেকে মেট্রোরেলের সব যাত্রীসেবা স্থগিত, জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ১২:০৪:০২
শুক্রবার থেকে মেট্রোরেলের সব যাত্রীসেবা স্থগিত, জানুন বিস্তারিত
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশে দীর্ঘসূত্রতা চলতে থাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ৯ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মানার কথা থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা বাস্তবায়ন না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠা পাওয়ার এক যুগ পরেও প্রতিষ্ঠানটির প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে তারা উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়ে দিনে–রাতে পরিশ্রম করে দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্সসহ ন্যূনতম পেশাগত সুবিধাগুলো পাচ্ছেন না।

কর্মচারীরা জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটি ৬০ কার্যদিবসের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে চাকরি-বিধিমালা চূড়ান্ত করার আশ্বাস দেয়। তবে সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। দীর্ঘ ৯ মাস ধরে দাবি উপেক্ষিত হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির ঘোষণায় উপনীত হয় তারা।

কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, যতদিন না চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ করা হবে, ততদিন তাদের আন্দোলন থামবে না। ফলে শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

-শরিফুল


প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে সুখবর!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১৯:৩২:৪০
প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে সুখবর!
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এখন থেকে দশম গ্রেড অনুযায়ী বেতন পাবেন। বুধবার ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব উপস্থাপন করে। সভায় জানানো হয়, আদালতের রিট পিটিশন অনুসরণ করে ইতোমধ্যেই ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড ১১ থেকে গ্রেড ১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি হয়েছে। এই প্রেক্ষাপটেই বাকি ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড একইভাবে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা বিষয়টিতে সম্মতি জানায়। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও এই বিপুলসংখ্যক পদে বেতন দশম গ্রেডে নির্ধারণে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। আলোচনার পর সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবটি অনুমোদনযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং প্রধান শিক্ষকদের বেতন কাঠামো উন্নীত করার সুপারিশ করা হয়।

সম্মত সিদ্ধান্তে বলা হয়, গ্রেড উন্নীতকরণ বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের দেওয়া শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

-শরিফুল


দুই উপদেষ্টার পদত্যাগ গ্রহণ, ড. ইউনূসের আবেগঘন বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১৯:২৬:০১
দুই উপদেষ্টার পদত্যাগ গ্রহণ, ড. ইউনূসের আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার হাতে এই পদত্যাগপত্র হস্তান্তরের মধ্য দিয়ে তাদের দায়িত্ব–পর্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

প্রেস সচিব আরও জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পদত্যাগ কার্যকর হবে। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ছাত্রনেতা হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা এই দুই উপদেষ্টার বিদায়কে নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবেও দেখা হচ্ছে।

পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই তরুণ উপদেষ্টার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যে ভূমিকা রেখেছ, তা ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্তির পথে একটি ঐতিহাসিক অবদান। জাতি তোমাদের সেই সাহস ও নেতৃত্ব কখনও ভুলবে না। তিনি আরও আশা প্রকাশ করেন যে গণতান্ত্রিক রূপান্তর ও ভবিষ্যৎ উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদায়ী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তী সরকার তোমাদের অবদান চিরস্মরণীয় রাখবে। তিনি দুই জনের সাফল্যময় ভবিষ্যতের শুভকামনা জানিয়ে বলেন, এত অল্প সময়ে তোমরা যে অপরিমেয় অবদান রেখে গেছ, তা জাতির ইতিহাসে জায়গা করে নেবে।

তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি রূপান্তর। আগামীতে জাতীয় পরিসরে আরও বৃহত্তর ভূমিকা রাখার জন্য তিনি দুই ছাত্রনেতাকে অনুপ্রাণিত করেন। পাশাপাশি সরকারের অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারে ছাত্রনেতাদের অংশগ্রহণ ছিল জুলাই আন্দোলনের প্রতীকী প্রতিনিধিত্ব, আর তাদের পদত্যাগ নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচক হিসেবে দেখা হচ্ছে।

-রাফসান


ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১৭:০০:৫৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রকাশ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও সরব করে তুলেছে।

এর আগে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। নির্বাচন ভবনের তার নিজ কার্যালয়ে এই রেকর্ডিং সম্পন্ন হয়, যেখানে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব, প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে বক্তব্য দেন বলে জানা গেছে।

ভাষণ রেকর্ডিং শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের সব সদস্য সিইসির কক্ষে এক বৈঠকে অংশ নেন। এই বৈঠকে তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা, প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ পরিকল্পনা এবং পর্যবেক্ষক ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সামনে এসে তফসিল ঘোষণার সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির সামনে পূর্ণাঙ্গ তফসিল তুলে ধরা হবে। তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচনী প্রচারণা এবং প্রশাসনিক পদক্ষেপগুলো দ্রুত শুরু হবে। তিনি জানান, নির্বাচন কমিশন স্বচ্ছ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে।

-রফিক


বায়ুদূষণে শীর্ষে আবার ঢাকা, AQI ২০২ ছুঁইছে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১১:১০:২৯
বায়ুদূষণে শীর্ষে আবার ঢাকা, AQI ২০২ ছুঁইছে
ছবি: সংগৃহীত

শ্বের অসংখ্য শহরের মতোই ঢাকায় বায়ুদূষণ একটি দীর্ঘস্থায়ী সংকট হিসেবে অবস্থান করছে। বছরজুড়ে মহাসড়কে ধুলাবালির উড়চ্ছ্বাস, নির্মাণকাজের অনিয়ম, যানবাহনের ধোঁয়া এবং শিল্পাঞ্চলের নিঃসরণ মিলিয়ে রাজধানীর বায়ুমান প্রায়ই ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছে যায়। গত কয়েক সপ্তাহে বৃষ্টির হালকা প্রভাবের কারণে পরিস্থিতি সাময়িকভাবে উন্নত হলেও সম্প্রতি আবারও ঢাকার বাতাসে দূষণের মাত্রা দ্রুত বেড়ে চলেছে।

বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার AQI স্কোর দাঁড়িয়েছে ২০২ পয়েন্টে। এই মাত্রাকে বিশেষজ্ঞরা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করেন। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সংবেদনশীল গোষ্ঠী সবার জন্যই এমন বায়ুমান উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৩। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২৫০), তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি (স্কোর ২৪৩)। ভিয়েতনামের হ্যানয় চতুর্থ স্থানে ২২৯ স্কোর নিয়ে অবস্থান করছে, আর ভারতের রাজধানী দিল্লি ২১৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে।

বিশেষজ্ঞরা জানান, AQI বা বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভাল’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ধরা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, বৃদ্ধ, হৃদরোগী এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ঘরের বাইরে থাকা সীমিত করতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা যেকোনো নগরবাসীর জন্য তাৎক্ষণিক গুরুতর স্বাস্থ্যের বিপদ তৈরি করতে পারে।

ঢাকার বায়ুদূষণের এই পুনরুত্থান নগরবাসীর স্বাস্থ্যগত উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, শুষ্ক মৌসুমের সূচনায় ধুলাবালির আধিক্য, নির্মাণকাজের গতি বৃদ্ধি, যানবাহনের বাড়তি চাপ এবং বায়ুপ্রবাহ কমে যাওয়ার কারণে দূষণের মাত্রা আরও বাড়তে পারে।

-রাফসান


২০ ডিসেম্বর থেকে ট্রেনের নতুন ভাড়া, দেখে নিন রুটভিত্তিক হার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:৫০:২৩
২০ ডিসেম্বর থেকে ট্রেনের নতুন ভাড়া, দেখে নিন রুটভিত্তিক হার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলভুক্ত রুটগুলোতে নতুন ভাড়া কাঠামো কার্যকর করার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ২০ ডিসেম্বর থেকে এই বাড়তি ভাড়া কার্যকর হবে বলে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে জানান। তিনি বলেন, পূর্বাঞ্চলে বিভিন্ন ব্রিজ ও রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে যে অভিন্ন পয়েন্ট চার্জ আরোপ করা হয়েছে, তার ফলে দূরত্ব পুনর্নির্ধারণ করতে হয়েছে এবং সেই অনুযায়ী যাত্রীপ্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা–চট্টগ্রাম বিরতিযুক্ত আন্তঃনগর রুটে পূর্বের ৩৪৬ কিলোমিটারের জায়গায় নতুন দূরত্ব ৩৮১ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এর ফলে শোভন চেয়ার থেকে শুরু করে এসি বার্থ সব শ্রেণির টিকিটে ভাড়া বেড়েছে। শোভন চেয়ার ৪০৫ টাকা থেকে ৪৫০ টাকা, প্রথম সিট ৬২১ থেকে ৬৮৫ টাকা, এসি চেয়ার ৭৭৭ থেকে ৮৫৭ টাকা, এসি সিট ৯৩২ থেকে ১০৩০ টাকা এবং এসি বার্থ ১৪৪৮ থেকে ১৫৯১ টাকা করা হয়েছে। একই রুটের নন-স্টপ ট্রেনেও ভাড়া বাড়ানো হয়েছে, যেখানে শোভন চেয়ার ৪৯৫ টাকা এবং এসি সিট ১১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজার–ঢাকা নন-স্টপ রুটেও নতুন দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৫৩৫ থেকে ৫৮৩ কিলোমিটার। এর ফলে শোভন চেয়ার ৬৯৫ টাকা থেকে বেড়ে ৭৫৪ টাকা হয়েছে। এসি চেয়ার, এসি সিট এবং এসি বার্থের ভাড়াও যথাক্রমে ১৪৪৩, ১৭২৮ এবং ২৬৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা–সিলেট রুটেও দূরত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫০ কিলোমিটার, যার ফলে সব শ্রেণির টিকিটে ভাড়া বেড়েছে। শোভন চেয়ার এখন ৪১০ টাকা, প্রথম সিট ৬৩৩ টাকা, আর এসি বার্থ ১৪৬৫ টাকা করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলে পয়েন্ট চার্জ আরোপের ফলে বর্ধিত ভাড়া ইতোমধ্যেই কার্যকর রয়েছে। এবার পূর্বাঞ্চলেও ভাড়া সমন্বয় করা হলে দেশের পূর্ব ও পশ্চিম অংশে রেলভাড়ার সুষম সামঞ্জস্য নিশ্চিত হবে বলে কর্তৃপক্ষের আশা।

-রফিক


তফসিল ঘোষণার দিন প্রকাশ করল ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৩৬:৩৭
তফসিল ঘোষণার দিন প্রকাশ করল ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার সময়সূচি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন তফসিল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার ভাষণসহ পুরো প্রক্রিয়া ইসিতে সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারই এখন মাত্র আনুষ্ঠানিকতা হিসেবে বাকি আছে। এ সাক্ষাৎ বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে।

ইসি মাছউদ জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত রাজনৈতিক দলের কোনো নির্বাচনী প্রতীক স্থান পাবে না।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে সকল প্রস্তুতি দ্রুত অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইসি একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

-রাফসান


কারাবন্দিদের জন্য দেশে চালু হচ্ছে নতুন যোগাযোগ সুবিধা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১২:৫২:১৩
কারাবন্দিদের জন্য দেশে চালু হচ্ছে নতুন যোগাযোগ সুবিধা
ছবি: সংগৃহীত

দেশের কারাগারগুলোতে বন্দিদের যোগাযোগব্যবস্থা আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে সপ্তাহে একবার নির্দিষ্ট নম্বরে মাত্র ১০ টাকায় ১০ মিনিট অডিও কলে কথা বলার সুযোগ পান। এবার সেই সুবিধার পরিধি আরও বাড়িয়ে ভিডিও কলের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে অচিরেই দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। কারা প্রশাসন মনে করছে, এতে বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ সহজ হবে এবং সাক্ষাতের জন্য বারবার কারাগারে ছুটে যাওয়ার ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

কারা অধিদপ্তর জানিয়েছে, বন্দির আত্মীয়স্বজনদের কারাগারে আসতে প্রায়শই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরিবহন, সময়, খাবারসহ নানা খরচ যোগ হয়ে সাধারণত একটি সাক্ষাতে গড়ে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। অনেক পরিবারকে ধারদেনা করে এ ব্যয় বহন করতে হয়। এই পরিস্থিতি বিবেচনায় এনে ভিডিও কলের মাধ্যমে সহজ ও কম খরচে যোগাযোগের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ব্যবস্থার আওতায় বন্দিরা নিজের ডিভাইস বা পিসি ব্যবহার করে সপ্তাহে ১৫ টাকায় ১০ মিনিট সহজেই ভিডিও কলে কথা বলতে পারবেন।

কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানান, একসময় কারাগারে টেলিফোন স্থাপনা কঠিন ও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হতো। তবে আধুনিক সফটওয়্যার ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এখন পুরো প্রক্রিয়া সহজে পরিচালনা করা সম্ভব হচ্ছে। ভিডিও কল ব্যবস্থা চালু হলে বন্দিরা কেবল কণ্ঠ নয়, প্রিয়জনদের মুখও দেখতে পারবেন। যা তাদের মানসিক চাপে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিচ্ছিন্নতার অনুভূতি কমাতে সহায়ক হবে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত–উল–ফরহাদ জানিয়েছেন, "কারাগার আধুনিকায়নের অংশ হিসেবে ভিডিও কল চালুর কার্যক্রম গুরুত্বসহকারে এগিয়ে নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে অডিও কল সুবিধা সফল হওয়ায় এবার আইপি ফোন ব্যবহার করে ভিডিও কল বাস্তবায়নের উদ্যোগকে আরও জোর দেওয়া হচ্ছে।"

কারা প্রশাসন বিশ্বাস করে, এই ডিজিটাল সুবিধা একদিকে যেমন বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, তেমনি কারাগারের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাকেও আরও কার্যকর করে তুলবে।

-শরিফুল

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত