“নির্বাচন বিলম্ব মানেই দেশের পশ্চাদপসরণ”—ঢাকা জেলা যুবদল সভাপতি-ইয়াছিন মুরাদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৮:৩৯:১৭
“নির্বাচন বিলম্ব মানেই দেশের পশ্চাদপসরণ”—ঢাকা জেলা যুবদল সভাপতি-ইয়াছিন মুরাদ

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি বলেন, “দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিলম্বিত হলে দেশ আরও পিছিয়ে যাবে।”

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আয়োজিত এ সভায় ইয়াছিন মুরাদ অভিযোগ করেন, “১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু আজও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর পেছনে মূল কারণ—কিছু দল ষড়যন্ত্র করছে যাতে দেশে অবাধ নির্বাচন না হয়।”

তিনি আরও বলেন, “আজ দেখতে হবে, কারা ভোটের আগে নানা শর্ত দিচ্ছেন এবং কারা নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। কারণ, এরা জানে—জনগণ তাদেরকে রাষ্ট্রক্ষমতায় আনবে না। অথচ তারাই এখন বড় গলায় কথা বলছেন, অথচ নিজ এলাকায় তাদের কোনো জনভিত্তি নেই।”

বালিয়া ইউনিয়নের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জিয়াউর রহমানের বাড়িতে। সভায় সভাপতিত্ব করেন আসিফুর রহমান খান মিলন। কুল্লা ইউনিয়নের সভাটি হয় বড় চন্দ্রাইল মাঠে, যেখানে সভাপতিত্ব করেন মোকছেদ আলী।

সভাগুলোতে আরও বক্তব্য দেন আনছার আলী, আবু তাহের মুকুট, লোকমান হোসেন দেওয়ান, শহিদুর রহমান শহীদ, এবাদুল হক জাহিদ, আবুল কালাম আযাদ, মনির হোসেন, মিজানুর রহমান জুয়েল, আবদুল হালিম কণ্ঠু প্রমুখ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ