গত ১৫ বছরের সাংবাদিকতায় ব্যর্থতা, জাতিসংঘ তদন্ত করুক: প্রেস সচিব

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১৯:৫৫:১৩
গত ১৫ বছরের সাংবাদিকতায় ব্যর্থতা, জাতিসংঘ তদন্ত করুক: প্রেস সচিব

গত ১৫ বছরের সাংবাদিকতার মান নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যসূত্র: বাসস।

শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে দেশে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে এবং বহু গুম-খুনের ঘটনা ঘটেছে। বিএনপি দাবি করেছে, তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা দেওয়া হয়েছিল। এসব বিষয়ে আমরা সত্যিকার অর্থে কতটা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা করেছি— সে আলোচনার সময় এখন এসেছে।”

তিনি জানান, জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে সাংবাদিকতার মান নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়। তাঁর মতে, “এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।”

প্রেস সচিব বলেন, “সাংবাদিকদের রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে— তারা দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক কাজ করছেন কিনা। অতীতে সরকারের প্রভাব গণমাধ্যমের উপর ছিল, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রভাব থেকে সাংবাদিকতাকে মুক্ত করতে কাজ করছে।”

তিনি আরও বলেন, গত ১১ মাসে সরকার মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির চেষ্টা করেছে। এর অংশ হিসেবে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, যেন কোনো সংস্থা গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে।

গণমাধ্যমের প্ল্যাটফর্ম যেন মিথ্যা প্রচারের হাতিয়ার না হয়, সে বিষয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, “সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই সাংবাদিকতার মূল দায়িত্ব। কিন্তু মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ দেওয়া হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।”

অনুষ্ঠানে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ