শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৬:৪০:৩৪
শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়
জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, “আমাদের দাবি যৌক্তিক হলেও সরকার গড়িমসি করছে। আমরা ৩০ দিন সময় দিচ্ছি, এর মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করব।”

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকদুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্বজনীন বদলি চালুর বিষয়ে একটি ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সভা সূত্রে জানা যায়, এই কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমানকে। বৈঠকে শিক্ষকদের বাড়িভাড়া কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছে। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে ধীরে ধীরে তা বাস্তবায়নের আশ্বাস দেন।

মহাসমাবেশ ও আন্দোলনএর আগে বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়। দেশের ৬৪ জেলার কয়েক হাজার শিক্ষক এতে অংশ নেন, যার কারণে পল্টন ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে সচিবালয় অভিমুখে পদযাত্রার কথা থাকলেও, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ইতিবাচক হওয়ায় শিক্ষকরা বিকেল ৩টার দিকে সমাবেশ শেষ করে ফিরে যান।


২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৩৬:৫৩
২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা
ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী, আগামী বছর বিদ্যালয়গুলোতে মোট ৬৪ দিন বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫ শিক্ষাবর্ষে যেখানে ছুটির সংখ্যা ছিল ৭৬ দিন, সেখানে এবার তা কমে এসেছে ১২ দিন।

রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষর করেন।

প্রকাশিত ছুটির সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালে বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসে কোনো ছুটি রাখা হয়নি। এর মধ্যে রয়েছে শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী ও মহালয়া। পাশাপাশি, পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ছুটি কমার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সীমিত ছুটির মধ্যেও কয়েকটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অবকাশ রাখা হয়েছে। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন, এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

-শরিফুল


বৃত্তি পরীক্ষা শুরু আজ: হলে প্রবেশের আগে মানতে হবে ৯ নির্দেশনা

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১১:৪২:০১
বৃত্তি পরীক্ষা শুরু আজ: হলে প্রবেশের আগে মানতে হবে ৯ নির্দেশনা
ফাইল ছবি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের বড় মঞ্চ ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’ আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। আজ প্রথম দিনে শিক্ষার্থীরা বাংলা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরপর ক্রমান্বয়ে ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং শেষ দিন ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা হবে ১০০ নম্বরে আর বিজ্ঞান ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরের বিভক্ত থাকবে।

শিক্ষা বোর্ড থেকে জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো শিক্ষার্থী দেরি করে এলে কেন্দ্রসচিবের বিশেষ অনুমতি সাপেক্ষে তাঁর তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে প্রবেশাধিকার দেওয়া হতে পারে। ওএমআর ফরমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণে কেবল বলপেন ব্যবহার করতে হবে এবং উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য এবার নির্দিষ্ট ৮টি মডেলের ক্যালকুলেটর (যেমন- Fx-82MS থেকে Fx-991CW পর্যন্ত) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। তবে সাধারণ নন-সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ সবার জন্য থাকছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগে কোনো পরীক্ষার্থী খাতা জমা দিয়ে বের হতে পারবে না। এছাড়া প্রাকৃতিক কোনো জরুরি কারণ ছাড়া পরীক্ষা চলাকালীন কক্ষের বাইরে যাওয়া যাবে না।

পরীক্ষার শেষ ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং চূড়ান্ত ঘণ্টা পড়ার সাথে সাথেই ইনভিজিলেটররা খাতা সংগ্রহ শুরু করবেন। শিক্ষার্থীদের হাজিরা খাতায় স্বাক্ষর নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি কক্ষে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। নতুন বছরের শুরুতে এই বৃত্তি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বড় অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা: আজই দেখে নিন রুটিন

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২০:৩৪:৪৬
৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা: আজই দেখে নিন রুটিন
ছবি : সংগৃহীত

অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই আয়োজন শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিনটি বিষয়ে ১০০ নম্বর করে পূর্ণ ৩ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। তবে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্ষেত্রে নম্বর বিন্যাস ৫০+৫০=১০০ রাখা হয়েছে। এই দুটি বিষয়ের জন্য সময় বরাদ্দ করা হয়েছে মোট ৩ ঘণ্টা, যেখানে প্রতিটি বিষয়ের জন্য দেড় ঘণ্টা করে সময় পাবে পরীক্ষার্থীরা। উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ওএমআর ফরমে বলপেন দিয়ে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড লিখে যথাযথভাবে বৃত্ত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড থেকে জারি করা বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই আসনে গিয়ে বসতে হবে। কোনো কারণে দেরি হলে রেজিস্টার খাতায় কারণ লিখে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে বোর্ড কর্তৃক অনুমোদিত ৮টি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, কোনো অবস্থাতেই উত্তরপত্র বা ওএমআর শিট ভাঁজ করা যাবে না। ভুল বৃত্ত ভরাটের কারণে উত্তরপত্র বাতিল হতে পারে বিধায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর পুনরায় এই বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।


প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪৪ ধারা: কেন্দ্রে প্রবেশের নতুন নিয়ম

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ১১:১৩:০৩
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪৪ ধারা: কেন্দ্রে প্রবেশের নতুন নিয়ম
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সারা দেশে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি সব জেলায় একযোগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে গড়ে ৭৫ জন চাকরিপ্রার্থী প্রতিযোগিতায় নামছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীরা ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে ছয়টি বিভাগের ১০ হাজার ২১৯টি পদের জন্য ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদের জন্য ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস লুকানো আছে কি না তা টর্চলাইট দিয়ে পরীক্ষা করা হবে। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার পরই পরীক্ষার্থীদের আসনে বসতে দেওয়া হবে।

অধিদপ্তরের নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং সাড়ে ৯টার পর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা যেকোনো ধরনের ঘড়ি ও ব্যাগ সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। জালিয়াতি রোধে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক তদারকি করবে। ওএমআর শিট পূরণের ক্ষেত্রে পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে; শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

পরীক্ষার্থীরা ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য ব্যবহার করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্রের রঙিন কপি ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সফলভাবে আবেদন করা প্রার্থীদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর থেকে জালিয়াতি চক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য সকল প্রার্থীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।


ঢাবি ও এমআইএসটি পরীক্ষা একই দিনে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা আজ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ০৮:৪৯:৪২
ঢাবি ও এমআইএসটি পরীক্ষা একই দিনে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা আজ
ছবি : সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজ বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬০ জন পরীক্ষার্থী। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) ভর্তি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার সমন্বয় করতে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে যারা এমআইএসটি পরীক্ষা দিয়ে সরাসরি ঢাবির পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা দ্রুত কেন্দ্রে পৌঁছাতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেনের সময় ব্যবধান কমিয়ে এনেছে এবং আজ লাইনে অতিরিক্ত মেট্রোরেল চলাচলের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)। এসকল কেন্দ্রে স্থানীয় প্রশাসনের সহায়তায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে না আনার কঠোর নির্দেশনা দিয়েছে। জালিয়াতি রোধে প্রক্টোরিয়াল টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।

দীর্ঘ প্রস্তুতি শেষে আজকের এই দেড় ঘণ্টাই নির্ধারণ করে দেবে কে পাবেন লাল ইটের এই প্রাঙ্গণে পড়ার সুযোগ। প্রতিটি বিভাগীয় শহরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় রোভার স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুথ স্থাপন করেছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ দল কাজ করছে যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দুপুর ২টার আগেই কেন্দ্রে পৌঁছাতে পারেন। অভিভাবক ও পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় এড়াতে কেন্দ্রগুলোর সামনে সীমিত যান চলাচলের অনুরোধ জানানো হয়েছে।


আজ ঢাবির ভর্তি যুদ্ধ: আছে এমআইএসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ খবর

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৬ ০৯:৩৭:৫৯
আজ ঢাবির ভর্তি যুদ্ধ: আছে এমআইএসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ খবর
ছবি : সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেড় ঘণ্টার এই ভর্তি যুদ্ধ চলবে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং একই দিনে অন্যান্য পরীক্ষা থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ঢাবি প্রশাসন। বিশেষ করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) ভর্তি পরীক্ষা আজ থাকায় দুই পরীক্ষার সমন্বয় করতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে যে যেসব শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে এসে আজ এমআইএসটি এবং ঢাবি—উভয় পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আজ শিক্ষার্থীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনা হয়েছে এবং লাইনে অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে। এছাড়া এমআইএসটি থেকে দ্রুত কেন্দ্রে পৌঁছানোর জন্য মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে বের হওয়া পরীক্ষার্থীরা স্বল্প সময়েই ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় বসতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাটি একদিন পিছিয়ে দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেলের সেই পরীক্ষাটি আগামীকাল ২৮ ডিসেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের ভেতরে যানবাহন চলাচল সীমিত রাখা হবে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটি-র এই অভূতপূর্ব সমন্বয় শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আজকের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের দুপুর ২টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জালিয়াতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সক্রিয় রয়েছে। দীর্ঘ প্রস্তুতি শেষে আজই নির্ধারিত হবে কারা লাল ইটের এই ক্যাম্পাসে বিজ্ঞানের ছাত্র হিসেবে নিজেদের নাম লেখাবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনসিসি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবীরা দিকনির্দেশনা প্রদান করছেন।


গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শিক্ষার্থীদের জন্য সুখবর

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৩৮:৫৫
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শিক্ষার্থীদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে পরিচালিত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা এখন ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়। আগের মতো এবারও পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা অনেক শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভর্তি প্রক্রিয়ায় আগ্রহী শিক্ষার্থীরা তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। ইউনিটগুলো হলো— ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা)। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ৭ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য হবেন।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র উত্তীর্ণ পরীক্ষার্থীরাই নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিজ নিজ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণকারী ১৯টি বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এসব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীরা একক পরীক্ষার মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন, যা সময়, খরচ ও ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

-রফিক


৪৬তম বিসিএস ভাইভার সূচি প্রকাশ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৩৫:৩২
৪৬তম বিসিএস ভাইভার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত এই সূচিতে প্রথম ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি ২০২৬ থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ভাইভা গ্রহণ করা হবে।

প্রথম ধাপে প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ ক্যাডার এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত—উভয় ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১০২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার প্রথম দিনেই ২১০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে। এই ধাপের মৌখিক পরীক্ষা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সরকারি কর্ম কমিশন কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী পরীক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।

পিএসসি জানিয়েছে, কোনো অনিবার্য বা যুক্তিসঙ্গত পরিস্থিতিতে প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে। সংশোধিত সূচি থাকলে তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারে উত্তীর্ণ হন ৭৩৮ জন, এবং সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন ৯৬৮ জন।

এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। ভাইভা শেষে চূড়ান্তভাবে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

-রাফসান


২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১১:০৪:২১
২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
ছবি : সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি হিসেবে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। তালিকায় কেন্দ্র সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি কিংবা আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং বিষয়টি অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের তালিকা দেখুনএখানে

শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। নির্বাচনের সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বিধায় ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এবারের এসএসসি পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায় যে ২০২০ সাল পর্যন্ত নিয়মিতভাবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হতো। তবে করোনা মহামারীর কারণে ২০২১ সালে পরীক্ষা নভেম্বরে এবং ২০২২ সালে সেপ্টেম্বরে পিছিয়ে গিয়েছিল। ২০২৪ সালে পরীক্ষা আবারও ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব হলেও ২০২৬ সালের জাতীয় নির্বাচনের কারণে আবারও এই ধারায় ছেদ পড়তে যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে যে চলতি মাসের শেষ দিকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত তারিখ এবং রুটিন অনুমোদন করা হতে পারে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন যে চলতি বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে যেখানে পরীক্ষার সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে এপ্রিলের শেষভাগই পরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী সময় হতে পারে। শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত কেন্দ্র তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়েছে। এই পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য অতিরিক্ত কিছু সময় মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত