প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী অনেকেই বড় বড় নেতা হয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের দেওয়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফরম জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক জানান, জুলাইয়ের চেতনাকে ধারণ করে তাদের জোট সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে চায়। তিনি বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন কমিটি এলেও সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান আমরা দেখতে পাইনি। ডাকসুকে ব্যবহার করে বড় বড় নেতার জন্ম হয়েছে, তবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি।’ তিনি আরও বলেন, তাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রতিফলন থাকবে এবং সেসব চাওয়া পূরণে তারা কাজ করবেন।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় বাড়ানোর সমালোচনা করে সাদিক অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলের প্রতি বিশেষ পক্ষপাত দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পদে থাকা শিক্ষকদের একপাক্ষিক আচরণ দেখতে পেয়েছি, তাদের রাজনৈতিক আদর্শের প্রকাশ দেখতে পেয়েছি।’ তিনি শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে গ্রহণযোগ্য আচরণ করার আহ্বান জানান।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ। এমন ঘটনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। তিনি বলেন, একটি বিশেষ দলকে সুযোগ দিতে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। একই সঙ্গে তিনি বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ফ্রেমিংয়ের মাধ্যমে ছাত্র শিবিরকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।
ফরহাদ আরও বলেন, তাদের প্যানেলকে অনেকেই শিবিরের ‘প্রথম প্রকাশ্য প্যানেল’ বলে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তিনি জানান, ১৯৭৯ সাল থেকে বিভিন্ন ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছে এবং সেসব প্যানেল থেকে প্রার্থীরা জয় লাভও করেছেন। তিনি দাবি করেন, ২০২৫ সালের ডাকসু নির্বাচনসহ মোট ৬ বারের মধ্যে ৫ বারই শিবির তার প্যানেল থেকে নির্বাচন করেছে।
/আশিক
মব উসকে দিয়ে অধিকার হরণের চেষ্টা: ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে গণপিটুনি বা ‘মব’ উসকে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে। গণপিটুনি উসকে দিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনায় তারা ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে।
এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
এর আগে, ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।
সোমবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
তিনি আরও বলেন, সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও, ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
/আশিক
উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে নতুন স্বতন্ত্র প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন শিক্ষার্থী উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।
উমামা ফাতেমা জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে তার প্যানেল ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছে।
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’
ফাতিমা আরও জানান, তাদের প্যানেলে এমন শিক্ষার্থীদের রাখা হয়েছে, যাদের যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতেমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে।
/আশিক
শিবিরের প্যানেলে নারী, প্রতিবন্ধী ও চাকমা শিক্ষার্থী: ডাকসু নির্বাচনে নতুন চমক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 'ইনক্লুসিভ' (অন্তর্ভুক্তিমূলক) প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে শিবিরের বাইরে চাকমা, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি। রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ।
প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ, এজিএস পদে শাখা শিবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ‘ইনকিলাব মঞ্চ’ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন জুলাইয়ে এক চোখ হারানো খান জসীম।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।
এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর ফলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে গেলে তাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ-সভাপতি আবু ইয়াহিয়া আফসানসহ শীর্ষ নেতারা ক্যাম্পাসে আসেন। এ সময় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ শীর্ষ পাঁচ নেতা তাদের সঙ্গে ছিলেন।
তাদের আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং দু'জন ছাত্রদল কর্মীকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশেদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সংঘর্ষের একপর্যায়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ পাঁচ নেতা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আটকা পড়েন। এ সময় উত্তেজিত কর্মীরা ‘বাবর-অনীকের কমিটি, মানি না মানি না’, ‘বাবরের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
গত ৮ আগস্ট জাবির ১৭টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়, তবে এসব কমিটিতে সাবেক ছাত্রলীগকর্মী ও বিতর্কিতদের পদায়ন এবং ত্যাগী কর্মীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের অনেকেই বহিষ্কৃত এবং এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইন্ধন জুগিয়েছে।
ডাকসু নির্বাচনের রোডম্যাপের পর হল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছাত্র সংগঠনগুলো বলছে, হলে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতি বৃদ্ধি পাবে।
সংগঠনগুলোর বক্তব্য
ছাত্রদল: ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী প্রশ্ন তোলেন, হলগুলোতে প্রকাশ্য সাংগঠনিক কাঠামো না থাকলে ডাকসু নির্বাচনে তারা কীভাবে কাজ করবেন।
ছাত্রশিবির: ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জানান, তাদের নেতারা এখন প্রকাশ্যে কাজ করছেন এবং হল থেকেই শিক্ষার্থীরা তাদের প্রোগ্রামে অংশ নিচ্ছে।
ছাত্র ইউনিয়ন: ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, হলে যেকোনো সংকট মোকাবিলায় হল কমিটি প্রয়োজন। হলে প্রকাশ্য রাজনীতি না থাকলে গোপন রাজনীতি বাড়বে।
বাগছাস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখপাত্র হাসিব আল ইসলাম এনসিপির লেজুড়বৃত্তিক সংগঠন হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আসলে অপপ্রচার এবং তারা স্বাধীনভাবে কাজ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গোপন রাজনীতি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে।
অনেক ছাত্রসংগঠনই মনে করে, হলগুলোতে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতির প্রসার ঘটবে। এই বিষয়ে উমামা ফাতেমা বলেন, যারা গোপন রাজনীতি করছে, তাদের বিষয়ে প্রশাসনের কোনো অবস্থান আছে কি না, তা স্পষ্ট নয়। প্রশাসন কঠোর না হলে এটি বন্ধ করা সম্ভব নয়।
তথ্যসূত্র- বিবিসি বাংলা
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হলের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জুলিয়াসের নাম প্রার্থী তালিকায় আসার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্ক শুরু হয়। অনেক শিক্ষার্থী দাবি করছেন, ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিতে হবে। এ নিয়ে বিক্ষোভও হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাওসার অভিযোগ করেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের বহু কর্মীকে মারধরের সঙ্গে জুলিয়াস সিজার যুক্ত ছিলেন। তিনি বলেন, “যে সময় তার জেলে থাকার কথা, সে এখন ডাকসুর ভিপি প্রার্থী হতে এসেছে। ছাত্রলীগের এমন নিপীড়ককে দ্রুত গ্রেপ্তার করা উচিত।”
২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন জুলিয়াস। সে সময় স্বতন্ত্র জিএস প্রার্থী ফরিদ হাসানকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া ডাকসুর ভিপি নুরুল হক নুর মিছিল নিয়ে ওই হলে গেলে তাকে হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জুলিয়াস বলেন, “২০১৭ সালের পর থেকে ছাত্রলীগে আমার কোনো পদ নেই—এটাই প্রথম কথা। দ্বিতীয়ত, গত পাঁচ বছরে ছাত্রলীগের বিরুদ্ধে যতটা সরাসরি কথা বলা এবং আন্দোলন করেছি, আমার জানামতে আর কেউ এতটা করেনি। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন দেখলেই তা বোঝা যাবে।”
জুলিয়াসকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাওয়াদ ইবনে ফরিদ।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিঠি পেয়েছি। অভিযোগগুলো প্রমাণিত হলে নির্বাচন কমিশনারদের সভার মাধ্যমে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
/আশিক
১৮ হল কমিটি গঠনের পর বিক্ষোভ, ঢাবি উপাচার্যের কড়া বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নীতিমালা বহাল রাখার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার গভীর রাতে নিজের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন কমিটি গঠন করলে ক্যাম্পাসজুড়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
শুক্রবার রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। মিছিল শেষে রাত ১টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও উপাচার্য সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ২০২৪ সালের ১৭ জুলাই গৃহীত ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান।
তিনি বলেন, “ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে এবং প্রতিটি হল প্রশাসন এই নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” একইসঙ্গে সদ্য ঘোষিত ছাত্রদলের হল কমিটি বিষয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, কেবল নিষিদ্ধের ঘোষণা যথেষ্ট নয়, বরং হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান নিশ্চিত করতে হবে। তারা উপাচার্যের সামনে ছয় দফা দাবি উপস্থাপন করেন—
১. ছাত্রদল কেন হলে কমিটি ঘোষণা করেছে, তার জবাব উপাচার্যকে দিতে হবে২. ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে সক্রিয় সব গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে৩. হল ও একাডেমিক এলাকায় রাজনীতির সব কর্মকাণ্ড বন্ধ করে ছাত্ররাজনীতি বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা দিতে হবে৪. ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি ভেঙে দিতে হবে৫. হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৬. দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, প্রথম প্রার্থী উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, প্রথম প্রার্থী উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এদিকে, নির্বাচন সামনে রেখে প্রথম প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী।
বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। তিনি লিখেছেন, “১ম বর্ষে বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তুলি। এই অভিজ্ঞতায় বুঝেছি, বড় ধরনের পরিবর্তন ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান সম্ভব নয়। আর সেই পরিবর্তন আনতে পারে একমাত্র শিক্ষার্থীরাই।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র ও লেজিটিমেট ছাত্র সংসদ থাকা জরুরি, যেটি কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করবে।” শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার পরিবেশ তৈরি ও নেতৃত্ব তৈরির মানসিকতা গড়ে তুলতে ডাকসুকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান উমামা।
তিনি জানান, একটি গবেষণাভিত্তিক ও স্বতন্ত্র প্যানেল গঠনের উদ্যোগ নিচ্ছেন, যেখানে নির্বাচনে অংশ নিতে আগ্রহী, শিক্ষার্থীদের কল্যাণে আগ্রহী শিক্ষার্থীরা যুক্ত হতে পারবেন। শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সিট সংকট, ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বানও জানান তিনি।
সবশেষে উমামা ফাতেমা অনুরোধ জানান, যারা সত্যিকারের পরিবর্তন আনতে চান, তাদের এই প্যানেলের সঙ্গে যুক্ত হতে ফরম পূরণের মাধ্যমে আগ্রহ জানাতে।
/আশিক
৫ বছর পরও পুরনো মুখ! রাবি ছাত্রদলে ‘পকেট কমিটি’র গুঞ্জন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলে এই নিয়ম দীর্ঘদিন ধরে উপেক্ষিত। প্রায় পাঁচ বছর ধরে চলছে একই আহ্বায়ক কমিটি, যার ফলে সংগঠনের ভেতরে জমে উঠেছে দীর্ঘদিনের অসন্তোষ ও হতাশা।
সম্প্রতি, ২৫ জুলাই ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরযুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ পায়। সেখানে বর্তমান আহ্বায়ক সুলতান আহমদ রাহীকে সভাপতি এবং সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। তবে বিষয়টিকে ‘ভুয়া’ বলে দাবি করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এমন কোনো কমিটি আমরা ঘোষণা করিনি। প্রকৃত কমিটি অফিসিয়াল মাধ্যমে জানানো হবে এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।”
তবে এই ঘটনার সূত্র ধরে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সংসদ সম্ভবত এমন একটি ‘পকেট কমিটি’ দেওয়ার পরিকল্পনা করছে, যেখানে সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তি স্বার্থ ও সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য অভিযোগ করেছেন, “বিগত আন্দোলন-সংগ্রামে যারা নিরুদ্দেশ ছিল বা সংগঠনকে নেতৃত্বহীন করে রেখেছিল, তাদের আবারও দায়িত্ব দিলে সেটা হবে প্রকৃত কর্মীদের চরম অবমূল্যায়ন।” তারা প্রশ্ন তুলেছেন, “২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যারা মাঠে ছিলেন না, তারা কিভাবে আজ মূল নেতৃত্বে আসছেন?”
এক যুগ্ম আহ্বায়ক বলেন, “বর্তমান নেতৃত্ব চার বছরেও কোনো হল কমিটি গঠন করতে পারেনি। যদি আবারও তাদের পুনর্বহাল করা হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়?”
আরেক সদস্য কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, “আমরা তরুণ নেতৃত্ব চাচ্ছি, অথর্বদের নয়। ব্যক্তিস্বার্থ রক্ষায় নয়, বরং সাংগঠনিক উন্নয়নের স্বার্থেই যোগ্য, ত্যাগী ও মাঠের কর্মীদের নিয়ে কমিটি গঠন করা জরুরি।”
তাদের মতে, যদি এই ‘পকেট কমিটি’র গুঞ্জন বাস্তব হয়, তবে তা হবে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার জন্য ভয়াবহ ক্ষতির কারণ।
এদিকে, আহ্বায়ক সুলতান আহমদ রাহী নিশ্চিত করেন, “ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তির কোনো ভিত্তি নেই। কেন্দ্র থেকে এখনও কোনো কমিটি ঘোষণা হয়নি।”
সবশেষে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্পষ্ট করেন, “আমরা যাচাই-বাছাই করে ত্যাগী এবং মাঠে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করব। বিভ্রান্তিকর কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”
-রাফসান, নিজস্ব প্রতিবেদক
পাঠকের মতামত:
- প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ
- এনসিপি’র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, জিএস প্রার্থী মাহিন সরকারের বহিষ্কার
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৯ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৯ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
- পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
- ডিএসই ঘোষণা: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে লেনদেন বিরতি
- স্বামী-স্ত্রীর প্রকাশ্য মারামারির ভাইরাল ভিডিও নিয়ে জানা গেল চাঞ্চল্যকর ঘটনা
- লিভার ডিটক্স পণ্য আসলেই কতটা কার্যকর? চিকিৎসক ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- এক ফ্যান-দুটি বাতির ব্যবহার, বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!
- স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীর কান ছিঁড়ে দিল স্বামী
- শূন্যপদ আর অনিয়মে জর্জরিত শিক্ষা খাত, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
- এনা পরিবহন কেলেঙ্কারি ও ভিডিও কাণ্ডে বিতর্কে বিএফআইইউ প্রধান
- শেকলবন্দি বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- তারেক রহমান–বাবর খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
- দফায় দফায় লুট, জনরোষের মুখে বদলি হলেন সিলেট ডিসি-ইউএনও
- মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা
- ‘ধর্ম নয়, যোগ্যতায় মানুষ মূল্যায়িত হবে’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা
- ১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস
- পাঠ্যবইয়ের বদলে রাজনৈতিক বই: ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দিলেন ৩০০ গ্রন্থ
- মব উসকে দিয়ে অধিকার হরণের চেষ্টা: ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
- ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার বিয়ে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!
- ভাগ্য খুললো জেলের: ১.৮৮ কেজি ওজনের ইলিশ বিক্রি হলো রেকর্ড দামে
- বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন কৌশল: বাণিজ্য মেলার নাম পরিবর্তন
- নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত: শীঘ্রই আসছে ইসির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা
- মোদি ও পুতিনের ফোনালাপ: দ্বিপাক্ষিক সহযোগিতাসহ যা যা আলোচনা হলো
- জাতির পিতা’ লিখে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কৃত
- সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য
- ‘জাতীয় পার্টি জিন্দা লাশ’: ফোনালাপে শেখ হাসিনার চাঞ্চল্যকর মন্তব্য ফাঁস
- চুনোপুঁটি নয়, এবার ‘বড় রুই মাছ’ ধরা পড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজাবাসীর নতুন ঠিকানা আফ্রিকা? ইসরায়েলের বিতর্কিত পরিকল্পনা ফাঁস
- পারিবারিক সহিংসতা বাড়ছে: ৭ মাসে ৩৬৩ ঘটনা, স্বামীর হাতেই ১৩৩ নারী খুন!
- রামেকের ‘ভূতুড়ে শিক্ষক’: ক্লাস না করেও ১০ বছর ধরে বেতন তুলছেন
- মারধরের শিকার ইতালিপ্রবাসী: নেপথ্যে বিএনপি নেতার ১০ লাখ টাকার চাঁদা দাবি
- উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে নতুন স্বতন্ত্র প্যানেল
- ৬ বছর ধরে চুল খেয়ে পাকস্থলীতে ২ কেজির চুলের গোলা
- পাকিস্তান সরে যাওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশ হকি দলের
- মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৮ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৮ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- শিবিরের প্যানেলে নারী, প্রতিবন্ধী ও চাকমা শিক্ষার্থী: ডাকসু নির্বাচনে নতুন চমক
- ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে ইসরায়েল:অ্যামনেস্টি
- হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- জাতীয় মৎস্য সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
- পিকাসো থেকে নিকোলস: প্রতিভা, সংগ্রাম আর অর্থপূর্ণ জীবনের দিশা
- ঢাকা ব্যাংকের হাল ধরলেন নতুন এমডি
- বিনিয়োগকারীদের জন্য জরুরি ঘোষণা
- জনগণ ভোট দেওয়ার অপেক্ষায়: এ্যানি
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
- জানে আলম অপুর ভাইরাল ভিডিও নিয়ে রহস্য, কেন ইশরাকের বিরুদ্ধে অভিযোগ?