ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা
ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা বর্জন, তীব্র বিক্ষোভ

সত্য নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও ন্যায্য বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে একদল শিক্ষার্থী। তারা প্রশাসনের আধাবেলা শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে ধর্মঘট পালন করছেন।
‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ শিরোনামে এই কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা সবাইকে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন।
দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
অপরদিকে, ছাত্রদলের নেতা-কর্মীরাও শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেন। তারা উপাচার্যের বাসভবনের সামনে নিহতের দ্রুত ন্যায্য বিচারের দাবিতে সমাবেশ করেন।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল ধাক্কা ও তার পরের বাক্যালাপে উত্তেজনার জেরে শাহরিয়ারের উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন। শাহরিয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ছাত্র এবং স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
শাহরিয়ার মেজ ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো—মাদারীপুর সদরের মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও ডাসার থানার সম্রাট মল্লিক (২৮)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, গ্রেফতারকৃতরা পেশায় ভাসমান হকার ও রাতে নেশা করতো। তদন্তে তাদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে এবং দ্রুততম সময়ে সত্য উদঘাটনের প্রতিশ্রুতি দিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে