সত্য নিউজ: মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকায় আদর্শ ডেইরি ফার্মে সংঘটিত একটি গরু ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি গাভী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবু মিয়ার ছেলে লিটন (৩২) এবং দাউদকান্দি উপজেলার মৃত মনু মিয়ার ছেলে মো. শাহাজালাল (৫২)।
গত ৩ মে গভীর রাতে হামিদপুর এলাকার ওই খামারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল ডাকাত। তারা খামারের কর্মচারী বিল্লাল (৪২) ও তানু মিয়াকে (৪৫) মারধর করে, হাত-পা বেঁধে মুখে কম্বল চেপে গরু নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলো ছিল হলস্টেইন জাতের, যেগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
মামলার পর মুন্সিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।