ভূমিকম্পের ঝাঁকুনিতে এক ভবনের ওপর হেলে পড়ল আরেকটি ভবন,এলাকায় চরম আতঙ্ক

বরিশাল নগরীর চারতলা একটি ভবনের ওপর হেলে পড়েছে আরেকটি ভবন। স্থানীয়দের দাবি তিন দিন পূর্বে ভূমিকম্পের কারণে চারতলা ভবনটি হেলে পড়েছে যা নজরে আসে রোববার ২৩ নভেম্বর সকালে। নগরীর বেলতলা এলাকায় মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্নে এ ঘটনাটি ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ভবন হেলে পড়ার বিষয়ে দুই ভবনের মালিক একে অপরকে দায়ী করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিটি করপোরেশনের স্থপতি সাইদুর রহমান লুসান।
খোঁজ নিয়ে জানা গেছে গত ১৪ বছর পূর্বে বেলতলা মাহমুদিয়া মাদ্রাসার পাশে বরিশাল সিটি করপোরেশন থেকে চারতলা ভবনের অনুমতি নিয়ে সাড়ে ৪ তলা ভবন নির্মাণ করেন স্থানীয় আব্দুল মোতালেব হাওলাদার। একই স্থানে গত এক বছর পূর্বে প্ল্যান অনুযায়ী চারতলা ভবন করেন জাহির হাওলাদার নামের আরেকজন। দুটি ভবনেই মালিক এবং ভাড়াটিয়ারা বসবাস করেন।
প্রতিবেশী মো. দুলাল বলেন সকালে রাস্তায় বের হওয়ার পর হঠাৎ করেই চোখ যায় পাশাপাশি দুটি ভবনের দিকে। তিনি দেখতে পান একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ে আছে। এরপর আস্তে আস্তে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। প্রতিবেশী হারিছুর রহমান স্বপন এবং সাইফুল ইসলাম বলেন ভবন দুটি যেখানে নির্মাণ করা হয়েছে একসময় সেখানে ডোবা ছিল এবং মানুষ ময়লা আবর্জনা ফেলত। রোববার সকালে হঠাৎ করেই দেখতে পান একটি ভবন আরেকটির ওপর হেলে পড়েছে। এতে পুরোনো ভবনের স্যানেটারির পাইপ ফেটে একে দেয়ালের সাথে আরেক দেয়াল মিশে গেছে।
তাঁরা অভিযোগ করেন ভবন নির্মাণে অনিয়ম হয়েছে এবং বিল্ডিং কোড মানা হয়নি। দুই ভবনের মাঝে আড়াই ফুট জায়গা রাখার বিধান থাকলেও এ দুটি ভবনের ক্ষেত্রে সেটা মানা হয়নি। মজুতভাবে নির্মাণ না হওয়ায় ভবন হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চারতলা নতুন ভবনের মালিক জহির হাওলাদারের ছেলে মো. ফাকের হাওলাদার বলেন আমাদের ভবন নির্মাণ হয়েছে মাত্র এক বছর আগে। প্ল্যান অনুযায়ী চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। পাশের ভবনটি ১৪ বছর আগে নির্মাণ করা এবং ওই ভবনটিই আমাদের ভবনের ওপর হেলে পড়েছে। এটি দ্রুত অপসারণের দাবি জানান তিনি।
অপরদিকে হাওলাদার ভিলার মালিক আব্দুল মোতালেব হাওলাদার বলেন সকালে বাসা থেকে বের হয়ে দেখি আমার ভবনের ওপর নতুন নির্মাণ করা চারতলা ভবনটি হেলে পড়েছে। হতে পারে গত ২২ নভেম্বর সকালে ভূমিকম্পের সময় ভবনটি হেলে পড়েছে। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে তারা এসে ব্যবস্থা নেবেন। তবে ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানা এবং প্ল্যান বহির্ভূতভাবে সাড়ে চারতলা ভবন নির্মাণের বিষয়ে সদুত্তর দিতে পারেননি আব্দুল মোতালেব।
বরিশাল সিটি করপোরেশনের বা বিসিসির আর্কিটেক বা স্থপতি সাইদুর রহমান লুসান গণমাধ্যমকে বলেন একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ার খবরটি রোববার সকালেই সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভবন দুটি পাশাপাশি হওয়ায় কোন ভবনটি হেলে পড়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তিনি বলেন ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা কাজ করছে। এরই মধ্যে তারা তিনটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলেছে। নতুন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হবে। তবে মানুষ সচেতন না হলে কোনোভাবেই ভূমিকম্পের ঝুঁকি এড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
ভোররাতে বিকট শব্দে কাঁপল শরীয়তপুর: আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেল যুবকের
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ভোরে মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণে একটি বসতঘর পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহান পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে দেখেন একটি বসতঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরে পার্শ্ববর্তী একটি রসুন ক্ষেতে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে।
উল্লেখযোগ্য যে, এর আগেও গত রোববার (৪ জানুয়ারি) এই একই ইউনিয়নে আধিপত্যের জেরে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় বোমা হামলায় এক যুবকের হাতের কবজি উড়ে যায় এবং পুলিশ অভিযান চালিয়ে চার বালতি ভর্তি ককটেল উদ্ধার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকের এই প্রাণহানির ঘটনা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ওসি সালেহ আহমেদ জানিয়েছেন, এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে রয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানীর দৈনন্দিন কর্মব্যস্ততায় কেনাকাটা একটি বড় অংশ। তবে বৃহস্পতিবার ঢাকার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই জরুরি কাজে বা শপিংয়ের জন্য ঘর থেকে বের হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আজ আপনার গন্তব্য এলাকাটি বন্ধের তালিকায় আছে কি না। মূলত ঢাকার মোহাম্মদপুর, মতিঝিল ও মালিবাগ সংলগ্ন এলাকাগুলোতে আজ সাপ্তাহিক ছুটি পালিত হয়।
আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা এবং রমনা শিশুপার্ক এলাকা।
বন্ধ থাকবে যেসব প্রধান মার্কেট: কেনাকাটার জন্য অত্যন্ত জনপ্রিয় মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং (মোহাম্মদপুর), বিআরটিসি মার্কেট এবং শ্যামলী হল মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া মিরপুর এলাকার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট এবং মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আজ খোলা পাবেন না। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল ও পল্টনের বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, এবং পীর ইয়ামেনি মার্কেট আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে। মালিবাগ ও মগবাজার এলাকার মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট এবং ফরচুন শপিং মলও আজকের এই তালিকায় রয়েছে।
পরিকল্পিতভাবে যাতায়াত করলে কেবল সময় নয়, আপনার যাতায়াত খরচও সাশ্রয় হবে। বিশেষ করে যারা গৃহস্থালি কেনাকাটার জন্য কৃষি মার্কেট বা ধর্মীয় সামগ্রীর জন্য বায়তুল মোকাররম যাওয়ার কথা ভাবছেন, তাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ঢাকার নিউ মার্কেট, গাউছিয়া এবং উত্তরা-বনানী এলাকার বেশিরভাগ মার্কেট আজ খোলা থাকবে।
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি
রাজধানীতে চলাচলের ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আজ ৮ জানুয়ারির গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি রূপরেখা নিচে তুলে ধরা হলো। বিশেষ করে মিরপুর ও গাবতলী এলাকায় যারা যাতায়াত করবেন, তাদের জন্য বিজিবির বিশেষ কর্মসূচিটি জানা জরুরি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে একটি বিশেষ সংবাদ সম্মেলন করবে। বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও সেগুলোর খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হবে এই সম্মেলনে। আইফোন চোরাচালান বা জালিয়াতি চক্রের বড় কোনো নেটওয়ার্কের তথ্য আজ উঠে আসতে পারে।
তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুপুর ১২টায় ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) ব্যবস্থাপনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই সময় গাবতলী ও বেড়িবাঁধ এলাকায় মানুষের কিছুটা সমাগম ও যানবাহনের ধীরগতি থাকতে পারে।
সকাল ১০টায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা শুরু হয়েছে সিরডাপ মিলনায়তনে। ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক এই সভায় বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা অংশ নিচ্ছেন।
যারা বিদেশে বিশেষ করে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজ বনানীর শেরাটন ঢাকা (Sheraton Dhaka) হোটেলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত 'অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে। ৩০টিরও বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি এই এক্সপোতে অংশ নিচ্ছেন।
আবহাওয়া ও ট্রাফিক টিপস
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে সকালে দৃষ্টিসীমা কিছুটা কম থাকায় ধীরগতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গাবতলী ও শাহবাগ এলাকায় ভিড় বা কর্মসূচির কারণে কিছুটা যানজট দেখা দিতে পারে।
আজ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানীতে কেনাকাটা করতে যাওয়ার আগে এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার বড় বড় শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকবে। বিশেষ করে উত্তরা, কুড়িল, বাড্ডা এবং খিলক্ষেত এলাকায় আজ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে।
সাপ্তাহিক ছুটির তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক। এছাড়া উত্তরার মাসকট প্লাজা, আমির কমপ্লেক্স, এবি সুপার মার্কেট, এবং কুশল সেন্টারও আজ বন্ধ থাকবে। অন্যান্য মার্কেটের মধ্যে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট এবং ইউনাইটেড প্লাজা আজ তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবে।
এলাকাভিত্তিক ছুটির কারণে আজ বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর এবং নিকুঞ্জ-১ ও ২ এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান এবং দক্ষিণখান এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না। জোয়ার সাহারা, আশকোনা এবং বিমানবন্দর সড়ক থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ সাপ্তাহিক ছুটি পালন করবে।
শৈত্যপ্রবাহের কারণে এমনিতেই জনজীবন স্থবির, তাই বিড়ম্বনা এড়াতে আজ কেনাকাটার জন্য বিকল্প হিসেবে ধানমন্ডি বা মিরপুর এলাকা বেছে নিতে পারেন, কারণ ওই এলাকার মার্কেটগুলো আজ খোলা রয়েছে।
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি জেনে নিন বের হওয়ার আগে
আজকের কর্মসূচিগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হওয়ায় যাতায়াতে কিছুটা সময় হাতে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
প্রেস ক্লাব ও সেগুনবাগিচা (সকাল ১০:৩০ - দুপুর ১:০০)
জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর আব্দুল মঈন খানের উপস্থিতিতে পৃথক দুটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ফলে পুরানা পল্টন ও তোপখানা রোড এলাকায় সকাল থেকেই মানুষের চাপ থাকবে।
গুলশান এলাকা (বিকেল ৩:০০)
ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে গুলশানের ফেলানী অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। এতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশগ্রহণের কথা রয়েছে। এই কর্মসূচির কারণে গুলশান-১ ও ২ মুখী রাস্তায় বিকেলের দিকে বড় ধরনের জট তৈরি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (দুপুর ১২:৩০)
মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সদ্য মুক্তিপ্রাপ্ত মাহদী হাসান ও তাহরিমা জান্নাত সুরভী তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এ সময় শিক্ষার্থীদের সমাগম বাড়বে।
বসুন্ধরা আবাসিক এলাকা (সকাল ৯:০০)
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। কুড়িল ও বসুন্ধরা গেট এলাকায় সকাল থেকেই কিছুটা ভিড় থাকতে পারে।
মোহাম্মদপুর (সকাল ১০:০০)
সরকারি শারীরিক শিক্ষা কলেজে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের উপস্থিতিতে একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। আসাদগেট থেকে গাবতলীমুখী রাস্তায় এর প্রভাব পড়তে পারে।
যারা বিকেলে গুলশান বা বনানী হয়ে যাতায়াত করবেন, তারা সম্ভব হলে মগবাজার-হাতিরঝিল রুট ব্যবহার করতে পারেন। প্রেস ক্লাব সংলগ্ন রাস্তাগুলোতে যানজট এড়াতে ফ্লাইওভার ব্যবহার করা কার্যকর হতে পারে।
হাড়কাঁপানো শীতে কাঁপবে দেশ: ৬ ডিগ্রিতে নামবে ৫ বিভাগের তাপমাত্রা
হাড়কাঁপানো শীতের চাদরে ঢাকা পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক পূর্বাভাসে জানিয়েছেন, আগামীকাল বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা নাটকীয়ভাবে হ্রাস পেয়ে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এমনকি মাসের শেষভাগে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর।
ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে মোস্তফা কামাল পলাশ জানান, সিলেট, সুনামগঞ্জ ও ফেনী ছাড়া দেশের বাকি ৬১টি জেলাই বর্তমানে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ছয়টি বিভাগে কুয়াশার ঘনত্ব আরও বাড়বে। ফলে বুধবার দুপুর ১২টার আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের মুখ দেখার সম্ভাবনা খুবই কম। অন্যান্য বিভাগে সকাল ১০টার পর রোদের দেখা মিলতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করেছে। চলতি জানুয়ারি মাসে দেশে অন্তত এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার এই চরম অবস্থায় শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের কামড় মারাত্মক আকার ধারণ করতে পারে, যা কৃষি ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে।
বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
শীতকালীন বিদ্যুৎ লাইন সংরক্ষণ ও জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার সিলেট নগরীর একটি বড় অংশে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এই তথ্য নিশ্চিত করেছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর অধীনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা। এছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বাদাম বাগিচা, বড় বাজার, বনশ্রী ফিডারভুক্ত চৌকিদেখী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, দারুস সালাম, শেভরন, লাক্কাতুড়া চা-বাগান ও বনশ্রী আবাসিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
অন্যদিকে, বিভাগ–২ এর অধীনে রায়নগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া নাইওরপুল ফিডারের আওতায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট ও শাহী ঈদগাহসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তাপমাত্রা নামছে হু হু করে: শীতের এই তান্ডব চলবে কতদিন?
সারা দেশে জেঁকে বসা হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও প্রাণিকুল। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও শীতের তীব্রতা বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিশ্লেষক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন যে গতকাল সোমবার রাত থেকেই তাপমাত্রা ধাপে ধাপে হ্রাস পেতে শুরু করেছে। চলতি জানুয়ারি মাসেই অন্তত দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি বা দুটি অত্যন্ত তীব্র হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার উচ্চ সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার রাতে পুরো দেশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার আগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় সূর্যের দেখা মেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে খুলনা ও বরিশাল বিভাগে সকাল ১০টার পর থেকে রোদের দেখা মিলতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, দিনাজপুর ও যশোরসহ ১৫টি অঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
তীব্র ঠান্ডার কারণে শীতজনিত রোগবালাই যেমন সর্দি, কাশি ও শ্বাসকষ্টের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহন ও কর্মজীবী মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে বাড়তি বিড়ম্বনা। কুয়াশা অনেক এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে, ফলে শীতের অনুভূতি আরও প্রকট হচ্ছে। অসহায় মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণের দাবি উঠেছে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ট্রান্সফরমারের জরুরি সংরক্ষণ ও কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে আজ মঙ্গলবার সিলেট নগরীর একটি বড় অংশে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এই তথ্য নিশ্চিত করেছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর তথ্য অনুযায়ী, আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতায় থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, মজুমদারী, সরকারি কলোনি, পূর্ব পীরমহল্লা, হাউজিং স্টেট ফরিদাবাদ এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়া লাক্কাতুড়া চা–বাগান, বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, ইলাশকান্দি, উদয়ন, বনশ্রী আবাসিক এলাকাসহ সংলগ্ন এলাকাগুলোতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে বিভাগ–২ এর অধীনে রায়নগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এছাড়া নাইওরপুল ফিডারের আওতায় থাকা ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট এবং শাহী ঈদগাহ এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।
বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
- বেতন নিয়ে বড় খবর! নবম পে স্কেলের সর্বনিম্ন দরের ৩ প্রস্তাব এল সামনে
- মার্কিন ভিসা বন্ড দুঃখজনক তবে অস্বাভাবিক নয়:পররাষ্ট্র উপদেষ্টা
- বিশ্ববাজারে কেন কমল স্বর্ণের দাম? মার্কিন ডলারের দাপটে বিনিয়োগকারীদের দ্বিধা
- যেসব জেলায় হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ নিয়ে এলো নতুন দুঃসংবাদ
- কেন বিদ্রোহীদের বহিষ্কার করছে বিএনপি? সালাহউদ্দিন আহমদের সোজাসাপ্টা জবাব
- ওষুধের দরে বড় চমক! এবার ২৯৫টি ওষুধের দাম বেঁধে দিল অন্তর্বর্তী সরকার
- ডলারের আধিপত্য ও তেলের নিয়ন্ত্রণ: ট্রাম্পের শুল্কের রাজনীতিতে কাঁপছে বিশ্ববাজার
- শীতে এলপিজির হাহাকার রুখতে বড় পদক্ষেপ নিল সরকার
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে আসিফ নজরুলের বড় সিদ্ধান্ত
- ভোক্তা ব্যয় কমবে কি,এলপিজি গ্যাস ভ্যাট নিয়ে পর্যালোচনা
- ৮ জানুয়ারি ডিএসই মেইন বোর্ডের লেনদেন চিত্র
- ডিএসইর আজকের বাজার সারসংক্ষেপ কী বলছে
- ডিএসইতে দরপতনে শীর্ষে আর্থিক খাতের শেয়ার
- আজকের শীর্ষ দরবৃদ্ধিকারী শেয়ারগুলোর চিত্র
- আওয়ামী লীগ ছাড়লেন ৬১ ইউপি সদস্য, বিএনপিতে যোগদান
- পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটার, আলোচনায় মোস্তাফিজ
- ভেনেজুয়েলাকে শুধু মার্কিন পণ্য কেনার নির্দেশ ট্রাম্পের
- বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত: মিউচুয়াল ফান্ড বিশ্লেষণ
- রেকর্ড ডেটের আগে ও দিনে বন্ধ যে বন্ড
- রেকর্ড ডেট শেষে ফের লেনদেনে ফিরছে দুই সরকারি বন্ড
- সমতা লেদারের বার্ষিক নিরীক্ষায় উদ্বেগের বিষয়গুলো
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ব্যবসায়ীদের টাকা নয়, সততার রাজনীতিতে জনগণের সহায়তা চান হান্নান মাসউদ
- কোষ্ঠকাঠিন্যের মহৌষধ ইসুবগুল, পেট পরিষ্কার রাখার জাদুকরী উপায় জানুন
- রোজ সকালে যে পানি খেলে ওজন কমবে ঝড়ের গতিতে
- হাড়কাঁপানো শীতে গরম পিঠার স্বাদ: ঘরেই তৈরি করুন মজাদার দুধপুলি
- স্বপ্ন যখন আকাশছোঁয়া, সফল হতে এই ৫টি অভ্যাস আজই শুরু করুন
- এবার নির্বাচনী ময়দানে থাকবে না কোনো বৈষম্য: সিইসি
- ভারতীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: বিপাকে পড়তে পারেন ভারতীয় শিক্ষার্থীরা
- ভোররাতে বিকট শব্দে কাঁপল শরীয়তপুর: আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেল যুবকের
- আজকের স্বর্ণের দাম: ০৮ জানুয়ারি ২০২৬
- প্রবাসী আয়ের শক্তিতে সমৃদ্ধ হচ্ছে দেশ: শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ
- রেকর্ড ভেঙে ২০২৫ সালেও ইউরোপে অবৈধ প্রবেশে এক নম্বরে বাংলাদেশ
- টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
- আজ ০৮ জানুয়ারি নামাজের সময়সূচি
- আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
- আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- জকসু নির্বাচনে শিবিরের জয়জয়কার
- কৃষ্ণগহ্বরের তাণ্ডবে ফুটছে আদি মহাবিশ্ব: শুরুর জগত নিয়ে সম্পূর্ণ নতুন তথ্য
- বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্ক এখন তুঙ্গে: রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন গণবিজ্ঞপ্তি জারি, বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর
- চট্টগ্রামের খতনা করাতে গিয়ে চিরতরে ঘুমিয়ে পড়ল ৭ বছরের রোহান
- ব্যালটে সিল মারা পুলিশের কাজ নয়: হাসনাত আব্দুল্লাহ
- ২৬ কেন্দ্রের ফলে পাশা উল্টে গেল: জকসু নির্বাচনের নাটকীয় মোড়
- শীতে বারবার প্রস্রাবের বেগ: সাধারণ ঘটনা নাকি কিডনি রোগের সংকেত?
- সদরপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
- ভিপি পদে রিয়াজুল বনাম রাকিব: জকসু নির্বাচনের ২০ কেন্দ্রের ফল এক নজরে
- তীব্র শৈত্যপ্রবাহের কবলে ৩ বিভাগ, তাপমাত্রা নামতে পারে ৪-৬ ডিগ্রিতে
- সুস্থ থাকতে চায়ের সঙ্গে এই ৫ খাবারের বিচ্ছেদ জরুরি: আজই সতর্ক হোন
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে
- কলেজ শিক্ষার্থীদের জন্য লম্বা ছুটি ঘোষণা
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন বছরে স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, আজ থেকে সোনার দর নিম্নমুখী
- বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- পেটের আলসার: কারণ, চিকিৎসা ও প্রতিরোধ
- ৪ জানুয়ারি শেয়ারবাজারে আজ শীর্ষ দরবৃদ্ধিকারী তালিকা
- কাত্তালী টেক্সটাইলের শেয়ারে নতুন বিধিনিষেধ কার্যকর
- ০৫ জানুয়ারি আজকের মুদ্রা বিনিময় হার
- অবশেষে অবসান হলো অপেক্ষার: বিশেষ আহ্বান নিয়ে হাজির ড. ইউনূস
- গয়না কেনার আগে দেখে নিন আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে
- আবহাওয়া অফিসের বড় দুঃসংবাদ, ধেয়ে আসছে হাড়কাঁপানো তীব্র শীত
- এক নজরে ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ NAV
- ম্যাচ জয়ের পুরস্কার, রিপন পেলেন যত টাকার বোনাস








