মোস্তাফিজের ৬ কোটি রুপি আইপিএল চুক্তি: আসলেই কি সব টাকা পাবেন?

সত্য নিউজ: বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য ফের খুলে গেছে আইপিএলের দরজা এবং তাও একদম শেষ মুহূর্তে, রীতিমতো চমকে দিয়ে! দিল্লি ক্যাপিটালস আজ ঘোষণা দিয়েছে, আইপিএল ২০২৫-এর বাকি অংশের জন্য তারা মোস্তাফিজকে দলে নিচ্ছে। মূল্য ৬ কোটি রুপি!
তবে প্রশ্ন উঠছে, মাত্র কয়েকটি ম্যাচ বাকি থাকতে এমন মোটা অঙ্কের চুক্তিতে মোস্তাফিজ কি আসলেই পুরো টাকাটাই পাবেন?
কেন এই সময় দিল্লির নজরে মোস্তাফিজ?
দিল্লির স্কোয়াডে এই পরিবর্তন এসেছে এক বিশেষ পরিস্থিতিতে। মূল খেলোয়াড় জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক "ব্যক্তিগত কারণে" দল ছেড়ে গেছেন। সঙ্গে মিচেল স্টার্কের ফেরা নিয়েও অনিশ্চয়তা। ভারত–পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনায় বিদেশি ক্রিকেটারদের অনেকেই ভারতে ফিরে আসতে নারাজ। সেই জায়গায় অভিজ্ঞ মোস্তাফিজ হয়ে উঠেছেন এক লোভনীয় বিকল্প। আগেও দিল্লির হয়ে খেলেছেন, পরিবেশ-পরিস্থিতি জানা।
৬ কোটি রুপি! কিন্তু পুরোটা নয়
আইপিএলের নিয়ম অনুযায়ী, মৌসুমের মাঝপথে কোনো খেলোয়াড় বদলি হিসেবে এলে তাঁর পারিশ্রমিক হয় “প্রো-রাটা” ভিত্তিতে। অর্থাৎ, গোটা টাকার একটা অংশ মোট ম্যাচ সংখ্যার ভিত্তিতে ভাগ করে বাকি ম্যাচ অনুযায়ী হিসাব করা হয়।
মোস্তাফিজকে দিল্লি দলে নিচ্ছে ফ্রেজার-ম্যাগার্কের জায়গায়, যাঁকে কিনেছিল ৯ কোটি রুপিতে। মোস্তাফিজের মূল্য নির্ধারিত হয়েছে ৬ কোটিতে, কিন্তু দিল্লি যদি মাত্র তিনটি ম্যাচ খেলে, তাহলে তিনি পাবেন মোট চুক্তির একাংশ। আর খেলুক বা না খেলুক, স্কোয়াডে থাকলেই সেই টাকা নিশ্চিত।
উদাহরণস্বরূপ:
যদি পুরো মৌসুমে 14টি ম্যাচ থাকে এবং মোস্তাফিজ শেষ 3টি ম্যাচের জন্য দলে যোগ দেন, তাহলে তিনি পাবেন আনুপাতিকভাবে প্রায় ১.২৮ কোটি রুপি।
প্লে-অফ ও ম্যাচ ফি: বাড়তি আয়ের সম্ভাবনাদিল্লি যদি প্লে-অফে ওঠে, তাহলে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আসবে। সেই সঙ্গে বাড়বে পারিশ্রমিকের অঙ্কও। আলাদাভাবে প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত "ম্যাচ ফি" তো আছেই। তাই মাঠে নামার সম্ভাবনা থাকলে মোস্তাফিজের মোট আয়ের অঙ্ক আরও চমকপ্রদ হতে পারে।
পরবর্তী মৌসুম?
এ ধরনের "বদলি চুক্তি" শুধুই চলতি মৌসুমের জন্য। অর্থাৎ, দিল্লি চাইলে মোস্তাফিজকে আগামীবার ধরে রাখতে পারবে না। তাঁকে আবারও নিলামে উঠতে হবে। তবে এই পারফরম্যান্স যদি নজর কাড়ে, তাহলে বড় অঙ্কে ফিরতে পারেন পরের মৌসুমেও।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে