ঢাবি ছাত্রদলের পূর্ণদিবস ধর্মঘট, সাম্য হত্যার বিচার ও ভিসির পদত্যাগ দাবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৪:১৪:১২
ঢাবি ছাত্রদলের পূর্ণদিবস ধর্মঘট, সাম্য হত্যার বিচার ও ভিসির পদত্যাগ দাবি

সত্য নিউজ:ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ মে) পূর্ণদিবস ধর্মঘট পালন করছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা লাগিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেন।

ছাত্রদল জানায়, শাহরিয়ার সাম্যের নির্মম হত্যার পর প্রশাসনের পক্ষ থেকে কেবলমাত্র অর্ধদিবস শোক ঘোষণা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব থেকে সরে আসারই নামান্তর। এর প্রতিবাদেই পূর্ণদিবস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। একইসাথে তারা ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। সেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে ঢাবির পাশাপাশি ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ