হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৫:০১:০৮
হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর

সত্য নিউজ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে পূর্ববিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এই সহিংস ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষ নির্বিশেষে উভয়পক্ষের বহু মানুষ আহত হন এবং একাধিক বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া, জলসুখা হাটি, দক্ষিণ পাড়া, ইছবপুর ও শঙ্খমহল এলাকায় আধিপত্য ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল ডা. রেজাউল করিম ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া, জহুর হোসেন গং এবং ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক ইউপি সদস্য লিবাছ মিয়া ও রন্টি মিয়া গং-এর মধ্যে।

সম্প্রতি কয়েকটি পৃথক ঘটনার ধারাবাহিকতায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ডা. রেজাউল করিমের ভাই, সাবেক পুলিশ সদস্য জনি মিয়া কর্তৃক প্রতিপক্ষের একজনকে মারধরের ঘটনার পর পাল্টা হামলা হয় তাঁর ওপর। সর্বশেষ সোমবার বিকেলে আবারও একপক্ষের নারী সদস্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ফয়সল (১৪)। এ ছাড়া আরও অনেককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

ডা. রেজাউল করিম বলেন, “আমার ওপর পূর্বে হওয়া হামলার ঘটনায় থানায় মামলা করেছি। কিন্তু মামলার পর থেকেই প্রতিপক্ষের হুমকিতে আমি আত্মগোপনে আছি। তারা বারবার আমাদের লোকজনের ওপর হামলা করছে।”

অন্যদিকে ইউপি সদস্য লিবাছ মিয়া বলেন, “আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের বাড়িতে হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেছি।”

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত