হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর

সত্য নিউজ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে পূর্ববিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এই সহিংস ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষ নির্বিশেষে উভয়পক্ষের বহু মানুষ আহত হন এবং একাধিক বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া, জলসুখা হাটি, দক্ষিণ পাড়া, ইছবপুর ও শঙ্খমহল এলাকায় আধিপত্য ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল ডা. রেজাউল করিম ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া, জহুর হোসেন গং এবং ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক ইউপি সদস্য লিবাছ মিয়া ও রন্টি মিয়া গং-এর মধ্যে।
সম্প্রতি কয়েকটি পৃথক ঘটনার ধারাবাহিকতায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ডা. রেজাউল করিমের ভাই, সাবেক পুলিশ সদস্য জনি মিয়া কর্তৃক প্রতিপক্ষের একজনকে মারধরের ঘটনার পর পাল্টা হামলা হয় তাঁর ওপর। সর্বশেষ সোমবার বিকেলে আবারও একপক্ষের নারী সদস্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ফয়সল (১৪)। এ ছাড়া আরও অনেককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
ডা. রেজাউল করিম বলেন, “আমার ওপর পূর্বে হওয়া হামলার ঘটনায় থানায় মামলা করেছি। কিন্তু মামলার পর থেকেই প্রতিপক্ষের হুমকিতে আমি আত্মগোপনে আছি। তারা বারবার আমাদের লোকজনের ওপর হামলা করছে।”
অন্যদিকে ইউপি সদস্য লিবাছ মিয়া বলেন, “আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের বাড়িতে হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেছি।”
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে
- আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির স্বস্তি—নির্বাচনের রোডম্যাপ চায় দলটি