১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ০৮:২২:৫৭
১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!

সত্য নিউজ: ফুটবলের মহাযজ্ঞ এল ক্লাসিকো যখন নাটকীয়তার ভরপুর, তখন রবিবারের ম্যাচটি যেন ছাড়িয়ে গেল পূর্বের সকল রোমাঞ্চকে। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গের ক্ষত ভুলে, হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ২-০ গোলে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে বিধ্বস্ত করে। সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি যে কেবল কথার কথা ছিল না, তা রাফিনহা-ইয়ামালরা প্রমাণ করলেন মাঠে, সাত গোলের এক রোলার-কোস্টার রাইডে।

অলিম্পিক স্টেডিয়ামে কিলিয়ান এমবাপের ক্ষিপ্রতায় রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতেই ২-০ গোলের আকস্মিক লিড নিয়ে বার্সা শিবিরে কাঁপন ধরিয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে, বার্সেলোনা যেন অগ্নিমূর্তি ধারণ করে। এরিক গার্সিয়া, তরুণ তুর্কি লামিনে ইয়ামাল এবং জোড়া গোল করা রাফিনিয়ার (যার একটি ছিল প্রথমার্ধের শেষমুহূর্তের চোখ ধাঁধানো শট) বিধ্বংসী নৈপুণ্যে প্রথমার্ধেই ৪-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের এই গোলবন্যা (১০৩ বছর পর ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটে ৫ গোল) এল ক্লাসিকোর ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করে।

দ্বিতীয়ার্ধে এমবাপে তাঁর হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে ম্যাচে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালান (৪-৩), যা ম্যাচের স্নায়ুচাপ আরও বাড়িয়ে তোলে। তবে, বার্সেলোনার ইস্পাতকঠিন প্রতিরোধ এবং গোলরক্ষকের দৃঢ়তায় রিয়ালের সমতাসূচক গোল অধরাই থেকে যায়। ম্যাচে ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত, বিশেষত রিয়ালের একটি বাতিল হওয়া গোল (এমবাপের চতুর্থ গোল হতে পারতো) এবং বার্সেলোনার ফেরমিন লোপেজের শেষদিকের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হওয়া, আলোচনার খোরাক জোগায় এবং ম্যাচের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে।

তবে দিনের শেষে, এই রুদ্ধশ্বাস ও মূল্যবান জয় বার্সেলোনাকে লা লিগার টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে দিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে দিল। অর্থাৎ, পরবর্তী ম্যাচে এস্পানিওলকে হারালেই কাঙ্ক্ষিত লিগ ট্রফি ছুঁয়ে ফেলবে ফ্লিকের শিষ্যরা। এমবাপের একক বীরত্ব বার্সেলোনার সম্মিলিত শক্তির কাছে ম্লান হয়ে যায়, যা ফ্লিকের দলের অদম্য মানসিকতারই প্রতিফলন। এল ক্লাসিকোর এই জয় শুধু তিনটি পয়েন্টই নয়, বরং এক হার না মানা প্রত্যয়ের জয়গান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ