মহাবিপন্ন বাগাড় মাছ ধরা পড়ল সুনামগঞ্জে, ৪৫ হাজার টাকায় বিক্রি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৪:২০:৪৮
মহাবিপন্ন বাগাড় মাছ ধরা পড়ল সুনামগঞ্জে, ৪৫ হাজার টাকায় বিক্রি

সত্য নিউজ: সুরমা নদীতে ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাগাড় মাছ, বিক্রি ৪৫ হাজার টাকায়

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিরল বাগাড় মাছ। গতকাল বুধবার সন্ধ্যায় সুরমা নদীর সাইডিং ঘাটে শরিফপুর গ্রামের জেলে কেরাম উদ্দিনের জালে বিশাল আকৃতির মাছটি উঠে আসে।

মাছটি স্থানীয় দোয়ারাবাজার মাছ বাজারে নিয়ে গেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। বিশাল আকারের মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে ছবি তোলেন, কেউ ভিডিও করেন। কেরাম উদ্দিন প্রথমে মাছটির দাম চান ৫০ হাজার টাকা। পরে দরদাম শেষে স্থানীয় ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর ও মনির আহমেদ যৌথভাবে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী সলিম উদ্দিন জানান, সাইডিং ঘাট এলাকা খুবই গভীর হওয়ায় সেখানে প্রায়ই বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় আকারের মাছ আগে দেখা যায়নি। তারা মাছটি ঢাকায় পাঠিয়ে দেবেন বলে জানান।

তবে বিশেষজ্ঞদের মতে, বাগাড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) তালিকায় একটি মহাবিপন্ন প্রজাতি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এ প্রজাতির মাছ শিকার, বিক্রি বা কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও আইন প্রয়োগে দুর্বলতার কারণে প্রকাশ্যে চলছে এ মাছের শিকার ও বিক্রি।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর নজরদারি ও জনসচেতনতা ছাড়া বিলুপ্তির পথে থাকা এই প্রজাতিকে রক্ষা করা কঠিন হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত