মোস্তাফিজ কি আইপিএলে খেলতে পারবেন বিসিবির অনুমতি ছাড়া?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১০:০৯:৫৫
মোস্তাফিজ কি আইপিএলে খেলতে পারবেন বিসিবির অনুমতি ছাড়া?

সত্য নিউজ: বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ছয় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার (১৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ দলের দ্বিতীয় বহরের সঙ্গে দুবাইগামী বিমানে ওঠার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিষয়টি জানাজানি হয়। তবে বিস্ময়করভাবে, এই খবর পৌঁছানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মোস্তাফিজ এখনো আইপিএলে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (NOC) চেয়ে কোনো আবেদন করেননি।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, “আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এ ধরনের কোনো বার্তা পাইনি। কোনো আবেদনও জমা পড়েনি।” বিষয়টি বিসিবির নীতিমালার পরিপন্থী, কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে অংশগ্রহণে খেলোয়াড়দের অবশ্যই বোর্ডের পূর্বানুমতি নিতে হয়। এমন অবস্থায় মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোনো খেলোয়াড়কে নিতে হলে আগেই সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করার নিয়ম রয়েছে। কিন্তু মোস্তাফিজের বিষয়ে বিসিবি কিছুই জানত না।”

এদিকে ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর সম্ভাব্য পাকিস্তান সফরে ২৫, ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। বিপরীতে দিল্লি ক্যাপিটালসের লিগপর্বে পরবর্তী তিনটি ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে প্লে-অফ পর্ব।

দিল্লির হয়ে এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলে খেলা মোস্তাফিজ নিয়েছিলেন ৯ উইকেট। এবার অস্ট্রেলীয় ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে নেয়া হয়েছে। তবে বিসিবির অনুমতি ছাড়া তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত