খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রধান শিক্ষক আহত, জমি ও চাঁদা নিয়ে বিরোধের অভিযোগ

সত্য নিউজ:খুলনার আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ কুমার সরকারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একই সঙ্গে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাঁর ওপর হুমকি বাড়তে থাকে।
সকাল ১০টার দিকে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়ার পথে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁর ওপর গুলি চালায়। একটি গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। শিক্ষক দিলীপ কুমার সরকার এখন শঙ্কামুক্ত। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়েআনা সম্ভব: দুদক চেয়ারম্যান