খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রধান শিক্ষক আহত, জমি ও চাঁদা নিয়ে বিরোধের অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৫:২৪:৩২
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রধান শিক্ষক আহত, জমি ও চাঁদা নিয়ে বিরোধের অভিযোগ

সত্য নিউজ:খুলনার আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ কুমার সরকারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একই সঙ্গে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাঁর ওপর হুমকি বাড়তে থাকে।

সকাল ১০টার দিকে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়ার পথে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁর ওপর গুলি চালায়। একটি গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। শিক্ষক দিলীপ কুমার সরকার এখন শঙ্কামুক্ত। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত