মাইলস্টোনে কোচিং বন্ধ ও বিধ্বস্ত দিনের সিসি ফুটেজ দেখার দাবিতে মানববন্ধন

দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের দিন সিসি ফুটেজ দেখার দাবি, কোচিং বাণিজ্য বন্ধসহ ৯ দফা দাবি
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা মঙ্গলবার (১২ আগস্ট) মানববন্ধনের মাধ্যমে নয় দফা দাবি জানিয়েছেন। তারা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার দিন স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছেন এবং মাইলস্টোনসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবি তুলেছেন।
দাবিগুলোতে রয়েছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি, নিহত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দের দাবি। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক নিহত শিক্ষার্থীর জন্য দুই কোটি টাকা এবং আহতদের জন্য এক কোটি টাকা জরিমানা আরোপের দাবি জানানো হয়েছে।
অভিভাবকরা স্কুলের রানওয়ে থেকে দূরে সরানোর অনুরোধ জানিয়েছেন, অথবা রানওয়ের স্থান পরিবর্তনের দাবি তুলেছেন। কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা মিসকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও সুষ্ঠু তদন্তের আওতায় আনার দাবি করা হয়েছে। এছাড়া, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর দাবি এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ জনবসতি থেকে দূরে করার দাবি তোলা হয়েছে।
মানববন্ধনে নিহত শিক্ষার্থী মারিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আক্তার বলেন, ‘আমার মেয়ে কোচিংয়ে যেতে পছন্দ করত কারণ মিসরা কোচিং না করলে আদর করত না।’ তিনি আরও জানান, স্কুলে পরীক্ষায় খারাপ করলে অভিভাবকদের কোচিংয়ের জন্য চাপ দেওয়া হয়। নিহত বোরহান উদ্দীন বাপ্পীর বাবা মোহাম্মদ আবু শাহীন বলেন, ‘শিক্ষকরা বলে আমাদের ছেলে ক্লাসে পড়তে পারে না, তাই কোচিং করাতে বাধ্য করা হয়।’
অভিভাবকরা অভিযোগ করেন, কোচিংয়ের জন্য অনেক শিক্ষার্থীকে বাধ্য করা হয় এবং স্কুলের প্রধান শিক্ষক খাদিজা মিস কোচিং ব্যবসার মূল হোতা। মানববন্ধনের সময় অভিভাবকদের সঙ্গে এক শিক্ষককের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যার জন্য ওই শিক্ষকের অপসারণ দাবি করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীরা নিহতদের ছবি বহন করে ‘কোচিংয়ের নামে ব্যবসা বন্ধ কর’, ‘শিক্ষা না ব্যবসা’ প্রভৃতি স্লোগান দেন। অভিভাবকরা অভিযোগ করেন, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষ ডেকে নিয়ে গেছে এবং কোনো প্রতিনিধির পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়নি।
/আশিক
খায়রুল হকের ফাঁসির দাবিতে ঢাকায় আইনজীবীদের মিছিল
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ মিছিলটি বের হয়।
এর আগে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ঘটনাটি হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এজলাস কক্ষে ঘটে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবীরা বিচার বিভাগকে ধ্বংস করে এখন সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। তারা আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করার সময় আসামিপক্ষের আইনজীবীরা নীরব ছিলেন।
পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ আগস্ট ধার্য করেন।
/আশিক
জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি
জুলাই গণআন্দোলনে বিশ্বের নানা প্রান্তে সংগঠিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ গড়ে তোলা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন 'গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস' (জিবিএএইচআর)।
গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় প্রবাসীদের জুলাই অংশগ্রহণ নিয়ে রচিত দুটি প্রামাণ্য গ্রন্থ— ‘জুলাই ৩৬: আন্দোলন দেশে দেশে’ এবং ‘চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব: জুলাই-আগস্ট ২০২৪’। বই দুটি সম্পাদনা করেছেন জিবিএএইচআর মুখপাত্র ও সুরমা সম্পাদক শামসুল আলম লিটন।
প্রকাশিত বই দুটিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের অংশগ্রহণ, সংগঠন গড়ে তোলা এবং দেশীয় আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক সংহতির চিত্র তুলে ধরা হয়েছে ছবি ও বিবরণে। বক্তারা জানান, দেশে যেমন গণআন্দোলন গড়ে উঠেছিল, তেমনি বিদেশে থাকা প্রবাসীরাও বিভিন্ন দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুলাই শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "জুলাই আন্দোলন কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা সরব ভূমিকা রেখেছেন। তাই তাঁদের অবদান আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার দাবি একান্ত যৌক্তিক।"
অনুষ্ঠানে জিবিএএইচআরের মুখপাত্র শামসুল আলম লিটন বলেন, “জুলাই আন্দোলনে প্রবাসীরাও আত্মত্যাগ করেছেন, মাঠে নেমেছেন। তাঁরা শুধু আশা নয়, বাস্তব অবদান রেখেছেন। এই অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. এহসানুল হক মিলন। তিনি বলেন, “প্রবাসীদের স্বীকৃতি চাইতে হচ্ছে— এটা দুঃখজনক। সরকারকে দ্রুত ওদের অবদানের মূল্যায়ন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাসিত বিচারপতি মোতাহার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ, যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী নাশিত রহমান, ব্যারিস্টার শিবলী সাদিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনসহ অনেকে। উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও সংগঠনের প্রতিনিধিরা।
জোটের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জাকির হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষ অংশে গান পরিবেশন করেন যোগাযোগ বিশেষজ্ঞ সাজেদ ফাতেমী। 'নকশী কাঁথার মাঠ' গানের সুরে শেষ হয় অনুষ্ঠান।
/আশিক
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জের একাধিক এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনডি এলাকার উন্নয়ন প্রকল্পের আওতায় সাইনবোর্ড পাসপোর্ট অফিস থেকে মৌচাক বাসস্ট্যান্ড এবং বউ বাজার ব্রিজ হয়ে গোদনাইল, এনায়েতনগর ও সিদ্ধিরগঞ্জ পর্যন্ত পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।
এই কাজের কারণে নির্ধারিত সময়কালে সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরীবাড়ি, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজিগঞ্জ, ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়িসহ মোট ১২টি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া, এসব এলাকার পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময়ের মধ্যে সব ধরনের গ্রাহক—বসতবাড়ি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
/আশিক
ঢাকায় ১৪৮৩ জুলাই যোদ্ধা ও ৮২ শহীদ পরিবারকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন
ঢাকা জেলার ৮২ শহীদ পরিবার ও এক হাজার ৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া হয় এই সংবর্ধনা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “দেশের মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত ১৬ বছরে দেশে মাফিয়াতন্ত্র গড়ে তোলা হয়েছিল।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট শুধু একটি স্মরণ দিবস নয়, এটি গণজাগরণের প্রতিজ্ঞা, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নতুন করে দাঁড়িয়ে যাওয়ার দিন। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলছি—এই জাতি আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।”
অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা আবেগঘন স্মৃতিচারণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং জেলা প্রশাসক তানভীর আহমেদ শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।
শহীদ শুভর মা রেনু বলেন, “গত বছরের ১৯ জুলাই বিকেলে আমার ছেলের গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিলেও চিকিৎসা হয়নি। পরদিন আমার ছেলে মারা যায়। গোসল করাতেও বাধা দেওয়া হয়েছিল। আজও কোনো বিচার হয়নি। ছাত্রদের ডাকে সাড়া দেওয়া কি আমার ছেলের অপরাধ ছিল?”
শহীদ আকরাম খান রাব্বির মা বলেন, “আমাদের প্রতিটি মুহূর্ত মৃত, শুধু নিশ্বাস আছে। সন্তান হারানোর কষ্ট কেউ বোঝে না। আমরা আনন্দ করতে আসিনি, এসেছি বিচার চাইতে। শেখ হাসিনার বিচার চাই—এমন শাস্তি দিতে হবে, যাতে পৃথিবী কেঁপে উঠে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জেলা প্রশাসক বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা পালিয়ে যাওয়ায় প্রশাসনে শূন্যতা দেখা দেয়। সেই শূন্যতা মোকাবিলা করে নাগরিক সেবা চালু রাখা ছিল বড় চ্যালেঞ্জ, যা আমরা সফলভাবে পার করেছি।”
/আশিক
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি, হাতেনাতে ধরা ছাত্রনেতা
গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্র সংগঠনের ৫ নেতারাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
গুলশান থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রিয়াদ। তারা কয়েক দিন আগে গুলশানের একটি বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাসাটি সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের।
ওই সময় তারা ১০ লাখ টাকা নিয়েও আসেন। শনিবার বাকি টাকা নিতে গেলে বিষয়টি গোপনে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
গ্রেপ্তার পাঁচজন বর্তমানে গুলশান থানার হেফাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/আশিক
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: প্রাণহানি বেড়ে ৩২, সংকটাপন্ন ৬ শিশুর জীবন নিয়ে শ্বাসরুদ্ধকর যুদ্ধ
২০২৫ সালের ২৩ জুলাইয়ের ভয়াবহ বিকেলটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেন দীর্ঘতম কালো ছায়া ফেলে রেখেছে। বিস্ময় আর বেদনায় স্তব্ধ হয়ে যাওয়া পুরো জাতি যখন এখনও ধাক্কা সামলাতে পারেনি, ঠিক তখনই নিশ্চিত হলো আরও একটি দুঃসংবাদ: বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ৩২ জন। এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী, যাদের জীবন থেমে গেল পড়ার টেবিল ছেড়ে আকাশ থেকে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে।
চিকিৎসা চলছে সাতটি হাসপাতালে, শ্বাস আটকে রাখা পরিস্থিতি বার্ন ইনস্টিটিউটে
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, সাতটি হাসপাতালের আইসিইউ ও ওয়ার্ডে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি, ৪১ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি রোগীরা রয়েছেন সিএমএইচ (৮ জন), শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ (১ জন) এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (১ জন)-এ।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ৮ জন রোগী আইসিইউতে, যাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুকে সর্বোচ্চ যত্নে রাখতে। ইতোমধ্যে ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আমরা দুই এক দিনের মধ্যেই ছাড়পত্র দিতে পারব।”
মানবিক সহায়তার ঢল, তবুও সরকারি খরচে চিকিৎসা
গুজবের প্রেক্ষিতে জনসাধারণকে স্বস্তি দিয়ে ডা. নাসির উদ্দিন বলেন, "আমাদের স্কিন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ স্কিন মজুত আছে, অতএব বর্তমানে স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। একইভাবে কেউ বিকাশ বা নগদে অর্থ পাঠাতে চাইলে, আমরা তা গ্রহণ করছি না। সরকারের পক্ষ থেকে শিশুদের সব চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।”
আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক সম্পৃক্ততা
এ দুর্ঘটনা কেবল দেশকে নয়, আন্তর্জাতিক মহলকেও নাড়িয়ে দিয়েছে। ডা. নাসির জানান, চিকিৎসা সহায়তার বিষয়ে ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ দল আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ভারতীয় প্রতিনিধি দল ঢাকা এসে কেস স্টাডি পর্যালোচনা করেছে, এবং চিকিৎসকদের সঙ্গে মতামত বিনিময় করেছে। চীনা দল এখনও পৌঁছায়নি, তবে জুম মিটিংয়ে আলোচনা হয়েছে, এবং শুক্রবার রাতেই পাঁচ সদস্যবিশিষ্ট এক বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সমন্বয়
চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে কোনো মতানৈক্য নেই জানিয়ে পরিচালক বলেন, “আমাদের দেশীয় চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় হচ্ছে আন্তর্জাতিক পরামর্শকদের। আমরা যা করছি, সবই শিশুদের জন্য। কোনো দেশকে আলাদা করে দেখছি না, যার পরামর্শ ভালো মনে হচ্ছে সেটিই গ্রহণ করছি।”
একটি জাতির হৃদয়ে স্থায়ী ক্ষত
মাইলস্টোন স্কুলের আকাশে ঘটে যাওয়া এই ভয়াবহ ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয় — এটি একটি জাতীয় মানবিক বিপর্যয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে অঙ্গার হয়ে যাওয়া দেহগুলোর পরিচয় শনাক্তে চলছে অতিদ্রুত প্রক্রিয়া, নিহতদের মধ্যে অনেকেই এমন ছিল যাদের ভবিষ্যৎ ছিলো সম্ভাবনায় ভরপুর। চিকিৎসক, শিক্ষক, অভিভাবক ও সচেতন সমাজ আজ এই ঘটনার সামনে দাঁড়িয়ে একটিই প্রশ্ন করছে — এই প্রাণহানির দায়ভার কে নেবে?
দেশ শোকাহত, পরিবারগুলো আজ অস্তিত্বের সংকটে, আর আইসিইউতে ঝুলছে কয়েকটি শিশুর জীবন। জাতীয়ভাবে এই ঘটনা যেন কেবল তদন্তের নয়, অ্যাকশন প্ল্যান ও দায়িত্ববোধের এক জাগরণ হয়ে ওঠে — সেটাই এখন সময়ের দাবি।
ছেলেকে আনতে গিয়ে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ মিলল মর্গে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
গত মঙ্গলবার স্কুলে ক্লাস শেষ হওয়ার পর সন্তান আফসান ওহীকে নিতে গিয়েছিলেন ৩০ বছর বয়সী আফসানা প্রিয়া। তখনই দুর্ঘটনাটি ঘটে। ছেলে আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন তার মা।
আফসানা প্রিয়ার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায়। তার স্বামী আবদুল ওহাব মৃধা স্থানীয়ভাবে ব্যবসা করেন।
বিমান বিধ্বস্তের সময় আগুনে মাইলস্টোন স্কুলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই বহু অভিভাবক ছোটাছুটি করে সন্তানদের খোঁজ করতে থাকেন।
নিহতের ভাশুর দুলাল মৃধা জানিয়েছেন, তারা দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে আজ বিকেলে সিএমএইচ হাসপাতালে লাশ আনতে গেছেন।
আফসানার চাচা তাজুল ইসলাম বলেন, “বিমানটি সরাসরি আফসানার ওপরই পড়ে। তার শরীর এতটাই ছিন্নভিন্ন হয়েছিল যে, লাশ শনাক্ত করা যায়নি।”
মঙ্গলবার ঢাকায় সিএমএইচ হাসপাতালে আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার মাধ্যমে মরদেহটি আফসানা প্রিয়ার বলে নিশ্চিত হয়।
/আশিক
উত্তরার দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ খুলছে সীমিত পরিসরে
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু করতে যাচ্ছে। প্রথম ধাপে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে, পরে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম।
বুধবার (২৩ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেন কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “এই দুর্ঘটনা প্রতিষ্ঠানটির ওপর বড় ধাক্কা। শিক্ষার্থীদের মানসিক আঘাত এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়ি এলাকায় কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরদিন থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়।
প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধীরে ধীরে পাঠদান চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শাহ বুলবুল।
এদিকে দুর্ঘটনার পর নিহত ও আহতদের সংখ্যা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়, সেজন্য কলেজ ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ন্ত্রণ কক্ষের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কলেজের দুই উপদেষ্টা এ সিদ্ধান্ত দিয়েছেন।
/আশিক
উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের ৬ দফা দাবি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে মঙ্গলবার সকাল ১০টা থেকে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা মিছিল, স্লোগান আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
একদিন আগে তাদের কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সহপাঠী, শিক্ষক এবং বিমান পাইলটসহ অন্তত ২৭ জন। এ ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন ৬ দফা দাবির মধ্য দিয়ে।
‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন সব ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরের সড়কে বসে অবস্থান নেন। একাধিকবার পুলিশ সরে যেতে বললেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “আমরা সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এটা মেনে নেওয়া যায় না। আমরা এর সঠিক বিচার ও প্রতিকার চাই।”
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
নিহতদের সঠিক নাম-ঠিকানা প্রকাশ
আহতদের নির্ভুল তালিকা প্রদান
শিক্ষকদের সঙ্গে যেকোনো অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণ
ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
সামরিক প্রশিক্ষণের পদ্ধতিতে কাঙ্ক্ষিত সংস্কার
এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই দিয়াবাড়ি এলাকায় উড্ডয়ন করে। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়।
আইএসপিআর জানিয়েছে, বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন। দুর্ঘটনার সময় হায়দার হল নামক ভবনটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। বাকি দুজন হলেন বিমানটির পাইলট ও এক নারী শিক্ষিকা।
বিমান দুর্ঘটনা, আগুন, প্রাণহানি—সবকিছু মিলে গভীর শোক আর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের প্রতি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
/আশিক
পাঠকের মতামত:
- তরুণরা হবে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের পথপ্রদর্শক: আসিফ মাহমুদ
- ড. ইউনূস সরকার চালাচ্ছেন শেখ হাসিনার পরামর্শে: রাশেদ খাঁন
- গোপন চুক্তিতে ২২শ কোটি টাকার নজরদারি প্রযুক্তি কিনেছিল আ.লীগ সরকার
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- যে শর্ত না মানলে কেটে যাবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
- মাইলস্টোনে কোচিং বন্ধ ও বিধ্বস্ত দিনের সিসি ফুটেজ দেখার দাবিতে মানববন্ধন
- পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে দরপতন হওয়া ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ
- আরাফাত রহমান কোকো ‘গণতান্ত্রিক আন্দোলনের শহীদ’ দাবি রিজভীর
- ‘ট্রেন ছাড়ার পর ওঠা সম্ভব নয়’—শেখ হাসিনা মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল
- খায়রুল হকের ফাঁসির দাবিতে ঢাকায় আইনজীবীদের মিছিল
- সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
- ৫০% শুল্কে বিপর্যস্ত ভারতীয় চিংড়ি শিল্প
- ভারতের ওপর ৫০% শুল্ক, মস্কোর জন্য ‘বড় আঘাত’ যেভাবে
- দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন জামায়াত প্রধান
- প্রথমবার বাংলাদেশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
- আমির খানের বিরুদ্ধে ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ
- ৪৬ বছরের পুরনো বিরোধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বড় জয়
- চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে বিসিবির লিগ্যাল নোটিশ
- দ্বি-বার্ষিক সম্মেলনে নওগাঁ বিএনপির শীর্ষে নতুন নেতৃত্ব
- ড. ইউনূস–আনোয়ার বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া নতুন চুক্তি
- সাদা পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জ বিএনপি সভাপতির পদ স্থগিত
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- মূত্রের রঙের আড়ালে লুকিয়ে থাকা কিডনি সমস্যার ইঙ্গিত
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দলের অনিয়ম ও নীতি-নৈতিকতার অভাবে এনসিপি নেতা পদত্যাগ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা ও গার্ড অব অনারে সংবর্ধনা
- ‘ভাই’ ডাকার জেরে এমন ঘটনা, দেখে অবাক নেটিজেনরা
- ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ
- রোনালদোর পর মেসির দেশের প্রেয়সী পেলেন স্পেনের ইয়ামাল!
- বিএনপি নেতা ফজলুর রহমানকে তুলোধুনো করলেন সারজিস
- মার্কিন পণ্যের বিরুদ্ধে ভারতজুড়ে বয়কট আন্দোলন
- ‘সংস্কারের দাবি আড়াই বছর আগে বিএনপিই তুলেছিল’—তারেক রহমান
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন
- হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার
- সংঘর্ষের তিন মাস পর নৌ মহড়ায় নামছে ভারত ও পাকিস্তান
- জুলাই গণঅভ্যুত্থান মামলায় আসামিরা ভার্চুয়ালি হাজিরা দিলেন
- অভিনেত্রী এমা টমসনের বিবাহবিচ্ছেদ দিবসে ট্রাম্পের ডেট করার প্রস্তাব
- এআইয়ের সঙ্গে যোগাযোগ বাড়ার ফলে কি কমছে মানুষের পারস্পরিক সম্পর্ক?
- দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান
- বিটকয়েনের মূল্য বেড়েছে ১০৫ শতাংশের বেশি
- ৫ আগস্টের পর লোভে পড়েছেন অনেকে: শহীদউদ্দীন এ্যানি
- ২৭ বছরের নিচে জামায়াত জনপ্রিয়তায় বিএনপিকে ছাড়িয়ে
- ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে ‘অনেক দূরে’ পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের
- ‘মুজিব’ ছবিতে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঁধন
- আসছে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত নতুন ১০০ টাকার নোট
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- গণঅভ্যুত্থানের এক বছর: মুক্তির স্বপ্ন ও গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- প্রধান উপদেষ্টা: "জুলাই শহীদদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি"
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
- ভারতের পণ্যে উচ্চ শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির জন্য সুবর্ণ সুযোগ নাকি সীমিত সম্ভাবনা?
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়
- ড. মইন খান: ২০২৪ সালের বিপ্লব লুটেরাদের জন্য নয়
- যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ