গুগল ক্রোম ও এজ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা, ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে!

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:১৯:২৮
গুগল ক্রোম ও এজ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা, ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে!
ছবিঃ সংগৃহীত

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য জারি করা হয়েছে 'রেড অ্যালার্ট' সতর্কতা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই ব্রাউজারের ব্রাউজিং হিস্টোরি ও সন্দেহজনক এক্সটেনশনগুলো মুছে ফেলার সময়। কারণ, এসব এক্সটেনশন হ্যাক করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা।

বিশেষজ্ঞ সংস্থা ‘কোই সিকিউরিটি’ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২৩ লাখ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ ব্রাউজারেও এই হুমকি বিদ্যমান।

সংস্থাটি জানায়, অন্তত ১৮টি এক্সটেনশনে ম্যালওয়্যার শনাক্ত হয়েছে। এগুলোর বেশিরভাগই বিনোদন বা কাজের সহায়তার নামে ছদ্মবেশ ধারণ করেছে। এই হ্যাকিং আক্রমণের নাম দেওয়া হয়েছে "Red Direction"। কারণ, এটি এমনভাবে এক্সটেনশনের ভেতরে লুকানো থাকে যে সহজে চোখে পড়ে না।

গুগল কিছু এক্সটেনশন ইতিমধ্যেই সরিয়ে ফেললেও, যারা আগে থেকে ইনস্টল করে রেখেছেন, তাদের নিজ হাতে এগুলো মুছে ফেলতে হবে।

সতর্ক থাকতে যে এক্সটেনশনগুলো এখনই মুছে ফেলা দরকার:

Unlock Discord

Dark Theme

Volume Max

Unblock TikTok

Unlock YouTube VPN

ColorPicker

Weather

YouTube Unblocker

SearchGPT

Header Value

Emoji Keyboard

Flash Player

Web Sound Equalizer

এই এক্সটেনশনগুলোর বেশিরভাগই আবহাওয়া দেখানো, ইউটিউব বা টিকটক আনব্লক, শব্দ বাড়ানো বা ইমোজি ব্যবহারের সুবিধা দেওয়ার কথা বলে থাকলেও এর ভেতরেই লুকিয়ে রয়েছে বিপদ।

ব্যক্তিগত তথ্য রক্ষায় যা যা করবেন:

ব্রাউজিং হিস্টোরি ও ক্যাশে ডিলিট করুন

সন্দেহজনক এক্সটেনশনগুলো এক্ষুণি সরান

কোনো পাসওয়ার্ড যদি ওই এক্সটেনশনগুলোর মাধ্যমে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করুন

যেভাবে এক্সটেনশন ডিলিট করবেন:

ব্রাউজারের উপরের ডান পাশে থাকা মেনুতে ক্লিক করুন

‘More tools’ বা ‘আরও টুলস’ অপশনে যান

‘Extensions’-এ ক্লিক করুন

যেটি ডিলিট করতে চান, সেটির নিচে থাকা ‘Remove’ বা ‘Uninstall’ বাটনে চাপ দিন

কাজ শেষে ব্রাউজারটি রিস্টার্ট করুন

ব্যবহারকারীদের সতর্ক করে কোই সিকিউরিটি বলছে, এখনই ব্যবস্থা না নিলে সাইবার অপরাধীদের হাতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে। তাই দেরি না করে নিজে থেকেই এগুলো সরিয়ে ফেলুন এবং নিরাপদে থাকুন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ