খুলনায় সন্ত্রাসের মাত্রা বাড়ছে, জেলা বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি অভিযোগ করল

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১০:৫৭:০৫
খুলনায় সন্ত্রাসের মাত্রা বাড়ছে, জেলা বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি অভিযোগ করল

খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, খুলনায় প্রতিদিনই ঘটে যাচ্ছে হত্যা, অস্ত্র সন্ত্রাস, চুরি, ডাকাতি এবং লুটপাটের মতো অপরাধমূলক ঘটনা, যা নগরবাসীর জীবনমানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ সময়ের ঘটনা হিসেবে তারা তুলে ধরেছেন দৌলতপুর এলাকায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানের হত্যা এবং গত ১০ মাসে খুলনা মহানগরীতে মোট ২৭টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া। এ ধরনের ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জেলা বিএনপি নেতারা উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও খুলনা পুলিশের কার্যক্রম পুরোপুরি সচল হয়নি। পুলিশ বাহিনী অচল থাকায় সুযোগ নিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠী। দীর্ঘদিন পলাতক অথবা কারাগারে থাকা পরিচিত সন্ত্রাসীরা পুনরায় সক্রিয় হয়ে এলাকায় হত্যাকাণ্ড, ডাকাতি, চাঁদাবাজি এবং ছিনতাইয়ের মতো ঘটনায় লিপ্ত হচ্ছে। এছাড়া কিশোর গ্যাংগুলোর বেপরোয়া কর্মকাণ্ডে নগরবাসী বিপর্যস্ত হয়ে পড়েছে। এরা প্রকাশ্যে ভয়ংকর কর্মকাণ্ড চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

বিএনপি নেতারা সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বিভাগ কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে এর দায়ভার সরকারের ওপরেই বর্তাবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হওয়ায় দ্রুত খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তারা অনুরোধ জানিয়ে বলেন, খুলনার মানুষ এখনই সুরক্ষা চাইছে।

বিবৃতিতে মুখ্য নেতাদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অনেকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ