দেশে চাঁদাবাজি মহামারি আকার ধারণ করেছে: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:০৩:৪৬
দেশে চাঁদাবাজি মহামারি আকার ধারণ করেছে: নাহিদ ইসলাম

দেশজুড়ে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৮ জুলাই) রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “এলাকার ছোটখাটো সমস্যা সমাধানের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও জেলা প্রধান সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান আল মামুন সেন্টু প্রমুখ।

এর আগে, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। সেখানে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং আবরার ফাহাদের মতো শহীদদের চেতনা ধারণ করে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, “আবরার ফাহাদ পানির ন্যায্য হিস্যা, বন্দর ও দেশের স্বার্থে সামাজিক মাধ্যমে কথা বলেছিলেন। তাঁর সেই প্রতিবাদ চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আজও কেউ ভারতীয় আধিপত্য নিয়ে কথা বললে নির্যাতন করা হয়, হামলা হয়।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা শহীদ আবরার, শহীদ ইয়ামিনদের চেতনায় বিশ্বাসী। সেই চেতনা থেকে বলছি—আর কোনো দল যদি ভারতের আধিপত্যের গোলাম হয়, আমরা তার বিরুদ্ধেই দাঁড়াব। আমরা আজাদী চাই, গোলামী নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ স্বাধীন ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে আমরা নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবি করছি। কুষ্টিয়াবাসীসহ সারা দেশের মানুষকে সেই সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ