তুরস্কের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১৪:১০:১৫
তুরস্কের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং তুরস্কভিত্তিক বিশ্ব ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEU)’–এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে WEU-এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তুরস্কের পক্ষে WEU সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোগান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কাবাডি, কুস্তি, বলিখেলা ও নৌকা বাইচসহ বাংলাদেশের নিজস্ব খেলাগুলোর আন্তর্জাতিক প্রসারে উভয় পক্ষ সম্মত হয়।

বৈঠকে বিলাল এরদোগান বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়াগুলোর সম্ভাবনা তুলে ধরে বলেন, এগুলোকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য WEU আগ্রহী। তিনি এ খাতের ফেডারেশনগুলোর WEU-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে খেলাধুলা আয়োজনের আগ্রহও প্রকাশ করেন।

এছাড়া, তুরস্কে শিক্ষামূলক কার্যক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্ত করতে বৃত্তি, শিক্ষাবিনিময় ও প্রতিযোগিতার প্রস্তাব দেন বিলাল এরদোগান। একইসঙ্গে বাংলাদেশে WEU-এর একটি স্কুল স্থাপনের আগ্রহ জানান তিনি।

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ তার প্রকৃত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তুরস্ক সেই অংশীদারদের অন্যতম।”

গাজায় চলমান সংকট প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট এরদোগানের নৈতিক অবস্থানের প্রশংসা করে বলেন, “এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কার্যকর জোট গঠন সময়ের দাবি।”

বৈঠকের শেষে আসিফ মাহমুদ ২০২৫ সালের গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য বিলাল এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ