রাস্তা অবরোধ নয়, আইন মেনে কর্মসূচি চান ডিএমপি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৫:১৬:১৯
রাস্তা অবরোধ নয়, আইন মেনে কর্মসূচি চান ডিএমপি

সত্য নিউজ: রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ করে কর্মসূচি পালনের ফলে সৃষ্টি হওয়া তীব্র যানজট ও জনদুর্ভোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগটির উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানায়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন কিংবা বিক্ষোভের নামে অনেক সময় পূর্বঘোষণা ছাড়াই রাস্তা অবরোধ করা হচ্ছে। এতে রাজধানীর যান চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী নাগরিক এবং বিদেশগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এছাড়া, জরুরি চিকিৎসা সেবাগ্রহণে থাকা রোগী পরিবহনেও বিঘ্ন ঘটছে, যা কখনো কখনো জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অহেতুক সড়ক অবরোধের ফলে এই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে, এবং জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনকে আইন মেনে, সুনির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এতে নাগরিকদের স্বাভাবিক জীবনধারা ব্যাহত না হয়ে গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত থাকবে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ নাগরিক সুবিধা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি জরুরি ও সময়োপযোগী বার্তা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ