গাজায় আইডিএফ-এর ২৪ ঘণ্টার হামলায় নিহত ৭৬, আহত ১৮৫

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ০৮:৫৯:১০
গাজায় আইডিএফ-এর ২৪ ঘণ্টার হামলায় নিহত ৭৬, আহত ১৮৫

সত্য নিউজ: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। নিহতদের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলমান।

সবশেষ হামলার পর ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত দেড় বছরে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮২২ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। নিহত ও আহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

একপর্যায়ে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু তা দুই মাসের মাথায় ভেঙে গিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় দ্বিতীয় দফার অভিযান শুরু হয়। এই আড়াই মাসে নতুন করে নিহত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন এবং আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি।

হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সামরিকভাবে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে আইডিএফ-এর।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার অভিযোগে’ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ মামলা হয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, “হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।”

সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ