পারমাণবিক সাফল্যের দোরগোড়ায় ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ২০:১৫:৩২
পারমাণবিক সাফল্যের দোরগোড়ায় ইরান

সত্য নিউজ:পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরান ইতোমধ্যে ৬০ শতাংশেরও বেশি মাত্রায় প্রায় ২৭৫ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রায় কাছাকাছি পরিমাণ। এটি উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য।

২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিতে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ৩.৬৭ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। বিনিময়ে পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা শিথিল করে। তবে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরান আবারো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং এখন সেই মাত্রা চুক্তির সীমার অনেক ওপরে।

বিশেষজ্ঞদের মতে, ইরান চাইলে কয়েকদিনের মধ্যেই একটি পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে। দেশটির আধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল "ভাত্তা ওয়ান", যা ঘণ্টায় ১৪০০ কিলোমিটার গতি সম্পন্ন, ইতোমধ্যে ইসরাইলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এর মানে ইরান শুধু অস্ত্র তৈরির অবস্থানে নেই, বরং প্রয়োজনে তা ব্যবহার উপযোগী মাধ্যমও তৈরি রেখেছে।

এই প্রেক্ষাপটে ইসরাইল থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জানিয়েছে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পথও খোলা রয়েছে। ইসরাইলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গাজা এবং লেবানন ফ্রন্টে ইরানের প্রভাব এবং ইসরাইলবিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে।

তবে ইরান দৃঢ়ভাবে দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিশেষত চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একাধিকবার বলেছেন, ইসলামিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা পারমাণবিক অস্ত্র তৈরির বিপক্ষে। তবে পশ্চিমা দেশগুলোর মতে, শান্তিপূর্ণ প্রয়োজনে এত বেশি ইউরেনিয়াম সংরক্ষণের যৌক্তিকতা নেই।

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় এক চ্যালেঞ্জ। প্রযুক্তিগতভাবে ইরান এখন একটি পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র এক ধাপ দূরে। তাই বিশ্ববাসীর চোখ এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ