ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ে ধুরন্ধর নিয়ে রণবীর সিংয়ের নতুন রেকর্ড

এমন সাফল্য আগে দেখেননি রণবীর সিং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েই তাঁর নতুন সিনেমা ধুরন্ধর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় হয়েছে ২৭ কোটি রুপি যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং হিসেবে রেকর্ড গড়েছে।
বিশেষজ্ঞদের ধারণা ছিল সিনেমাটি প্রথম দিনে ১৫ থেকে ১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ধুরন্ধর সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। এমনকি সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা সাইয়ারার প্রথম দিনের আয় ২১ দশমিক ৫০ কোটি রুপিকেও পেছনে ফেলেছে এটি। রণবীরের আগের কয়েকটি হিট সিনেমার নতুন রেকর্ডও ভেঙে দিয়েছে ধুরন্ধর। তাঁর অন্যতম জনপ্রিয় সিনেমা পদ্মাবত প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং সিম্বা আয় করেছিল ২০ দশমিক ৭২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩ দশমিক ৮১ শতাংশ। দেশজুড়ে ৪ হাজারেরও বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫ শতাংশেরও বেশি হয় যা সিনেমাটির ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।
আদিত্য ধর পরিচালিত রচিত ও সহ প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস এর ব্যানারে। তারকাবহুল কাস্টিং এবং অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পের কারণেই ছবিটি দর্শকদের মাঝে এমন সাড়া জাগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
‘ডেডলাইন’ ট্যুরে জাপান জয় করল ব্ল্যাকপিংক: টোকিওতে ইতিহাস গড়লেন চার কন্যা
কে-পপ বা কোরিয়ান পপ সংগীতের বৈশ্বিক আইকন গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’ তাঁদের চলমান ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর সম্পন্ন করেছে। টোকিও ডোম স্টাডিয়ামে গত ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত টানা তিনটি শো-তে ভক্তদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। গ্রুপের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই তিন দিনের কনসার্টে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যা জাপানে ব্ল্যাকপিংকের আকাশচুম্বী জনপ্রিয়তারই প্রমাণ দেয়।
কনসার্টের শুরু থেকেই মঞ্চে উপস্থিত চার সদস্য—রোজে, জেনি, লিসা ও জিসু ঝোড়ো পারফরম্যান্স উপহার দেন। ‘কিল দিস লাভ’ এবং ‘পিংক ভেনম’-এর মতো জনপ্রিয় গান দিয়ে তাঁরা অনুষ্ঠানের সূচনা করেন। শিল্পীদের অসাধারণ নাচের মুদ্রা এবং গানের তালের সাথে পুরো গ্যালারি এক অনন্য উন্মাদনায় মেতে ওঠে। পুরো আয়োজন জুড়ে তাঁরা একের পর এক হিট গান যেমন ‘হুইসেল’ এবং ‘বুম্বায়া’ পরিবেশন করেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসায় কনসার্টের শেষভাগে ব্ল্যাকপিংক সদস্যরা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদায়ী বার্তায় তাঁরা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাঁদের বেশ খারাপ লাগছে এবং দর্শকদের এই অভাবনীয় সমর্থনের জন্য তাঁরা সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাপান পর্ব সফলভাবে শেষ করার পর ব্ল্যাকপিংক এখন তাঁদের সফরের পরবর্তী গন্তব্য হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে এই চার সদস্যের দলটি। এই হংকং কনসার্টের মধ্য দিয়েই দীর্ঘদিনের আলোচিত ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সফর শেষ করার পর ভক্তরা দীর্ঘ দিন ধরে যে নতুন সংগীতে অপেক্ষায় আছেন, তারও সুরাহা হতে যাচ্ছে।
ব্ল্যাকপিংক ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবরটি হলো, দীর্ঘ সাড়ে তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে গ্রুপের তৃতীয় এক্সটেন্ডেড প্লে বা ইপি ‘ডেডলাইন’। ওয়াইজি এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে যে, এই নতুন অ্যালবামে ২০২৫ সালের জুলাই মাসে মুক্তি পাওয়া সাড়া জাগানো গান ‘জাম্প’ অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখ্য যে, ‘জাম্প’ মুক্তির পরপরই বিলবোর্ড গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে অবস্থান করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ‘ডেডলাইন’ ট্যুরের সফলতার পর এই নতুন ইপি ব্ল্যাকপিংকের সংগীত ক্যারিয়ারে এক নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করা হচ্ছে।
আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিন: ক্যামেরা ও গ্ল্যামার থেকে কেন দূরে সরছেন নেহা?
ভারতের জনপ্রিয় এবং অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সংগীতশিল্পী নেহা কক্করকে ঘিরে নতুন করে এক বিশাল উদ্বেগ ও রহস্যের দানা বেঁধেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একের পর এক রহস্যময় ও আবেগঘন স্টোরি শেয়ার করে আচমকাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। নেহার সেই পোস্টগুলোতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি তাঁর বর্তমান ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত পুরোপুরি সরে যেতে চান। প্রথম স্টোরিতে তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে লেখেন—দায়িত্ব, সম্পর্ক ও কাজ, এই মুহূর্তে যা কিছু তাঁর মাথায় আসছে, সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। তবে ভক্তদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে তাঁর পরবর্তী বাক্যটি, যেখানে তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে আদৌ তিনি গানে বা জনসমক্ষে ফিরবেন কি না, সে বিষয়ে তিনি নিজেই নিশ্চিত নন। যদিও পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি এই স্টোরিগুলো মুছে ফেলেন, কিন্তু ততক্ষণে সেই বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও উৎকণ্ঠা তৈরি হয়।
পেশাগত বিরতির পাশাপাশি নেহা পাপারাজ্জি এবং তাঁর ভক্তদের উদ্দেশেও একটি বিশেষ ও আবেগঘন অনুরোধ জানিয়েছেন। ডিলিট করা দ্বিতীয় স্টোরিতে তিনি লিখেছিলেন—তাঁকে যেন কোথাও ভিডিও না করা হয় এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয়। তিনি এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার আকুতি জানিয়ে লেখেন, “কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।” নেহা কক্কর কেন এমন চরম সিদ্ধান্ত বা আবেগঘন পোস্ট করলেন, সে বিষয়ে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিনোদন জগতের বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে হওয়া তীব্র অনলাইন ট্রোলিং ও সমালোচনা থেকে সৃষ্ট মানসিক চাপের কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।
গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’ গানটিতে নেহার সঙ্গে ছিলেন তাঁর ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের বড় একটি অংশ গানটিকে ‘ক্রিঞ্জ’ (Cringe), ‘অশ্লীল’ এবং কে-পপ (K-pop) স্টাইল নকল করার একটি ব্যর্থ চেষ্টা বলে অভিহিত করে কড়া ভাষায় আক্রমণ করেন। এই ক্রমাগত ট্রোলিং নেহার মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও অবশ্য নেহা বিভিন্ন সময় বিতর্কের সম্মুখীন হয়েছেন। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে নির্ধারিত সময়ের অনেক দেরিতে পৌঁছানোর কারণে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছিলেন তিনি। সে সময় পরিস্থিতির সামাল দিতে না পেরে তিনি মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন এবং পরে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছিলেন।
নেহার সাম্প্রতিক এই সোশ্যাল মিডিয়া কার্যক্রম এখন একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে—সংগীত জগত থেকে এটি কি কেবল সাময়িক বিরতি, নাকি সত্যিই তিনি চিরতরে গানকে ‘বিদায়’ বলতে চাইছেন? তাঁর অগণিত ভক্ত এখন সোশ্যাল মিডিয়ায় নেহার জন্য প্রার্থনা করছেন এবং তাঁর মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন। ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীও নেহার এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে নেহা কক্কর কি পুনরায় চনমনে মেজাজে মাইক্রোফোন হাতে মঞ্চে ফিরবেন, নাকি এটিই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের কোনো অনাকাঙ্ক্ষিত ইতি—সেই উত্তর এখন কেবল সময়ের হাতে।
সূত্র: এনডিটিভি
প্রথম বিয়ে জেফারের, দ্বিতীয়বার সংসার রাফসানের
দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আজ বুধবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। দুজনের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, সপ্তাহখানেক ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। আয়োজনকে কেন্দ্র করে পরিবার ও কাছের মানুষদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস।
সূত্রের বরাতে জানা গেছে, আজ সকাল থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গায়ে হলুদের মাধ্যমে। এ আয়োজনে দুই তারকার পরিবার-পরিজনের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকার কথা রয়েছে। রঙিন সাজসজ্জা ও পারিবারিক আবহে গায়ে হলুদের পর সন্ধ্যায় মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ের অনুষ্ঠানটি ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে আয়োজন করা হয়েছে। সেখানেই ধর্মীয় ও সামাজিক রীতিনীতির মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতেই নবদম্পতির ফুলশয্যার আয়োজন রাখা হয়েছে বলে জানা গেছে। পুরো আয়োজনকে ঘিরে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, দুজনেই এই বিশেষ দিনটি ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে চেয়েছেন, তাই গণমাধ্যমে আগেভাগে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, কাজের বাইরে ব্যক্তিগত সময় কাটানো এমনকি বিদেশ ভ্রমণের সময় একসঙ্গে দেখা গেলেও দুজনই এতদিন সম্পর্কটিকে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে উল্লেখ করে আসছিলেন। প্রেম নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
অবশেষে আজ সেই সব জল্পনায় আনুষ্ঠানিক সিলমোহর পড়তে যাচ্ছে। শোবিজের দুই ভুবনের দুই পরিচিত মুখ নতুন জীবনের পথে পা রাখছেন, যা ভক্তদের মাঝেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
প্রসঙ্গত, এটি জেফার রহমানের প্রথম বিয়ে। অন্যদিকে রাফসান সাবাবের জন্য এটি দ্বিতীয় বিবাহ। তিনি এর আগে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে সংসার করেছিলেন, যা ২০২৩ সালের শেষ দিকে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। নতুন এই অধ্যায়কে ঘিরে দুজনের জন্যই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভকামনার শেষ নেই।
-রাফসান
জেফার বললেন ‘জানি না’, অথচ আমিনবাজারে চলছে বিয়ের রাজকীয় প্রস্তুতি!
দীর্ঘ দুই বছর ধরে শোবিজ অঙ্গনে কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের প্রেম নিয়ে যে গুঞ্জন ডালপালা মেলেছিল, তা অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) এই দুই তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলে তাঁদের ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও তাঁদের বিয়ের খবরে বিনোদন পাড়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
উভয় তারকার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, রাজধানীর আমিনবাজার এলাকার একটি নিরিবিলি রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও অভিনেত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। গোপনীয়তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হলেও জানা গেছে যে, গত এক সপ্তাহ ধরেই তাঁদের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের ডিজিটাল ও হার্ডকপি আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।
বিয়ের খবরটি নিশ্চিত করতে গায়িকা জেফার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। বিস্ময় প্রকাশ করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘কে বলল? আমি তো জানি না।’ বিয়ে হচ্ছে না কি না—এমন প্রশ্নে তিনি আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি এবং কোনো পরিকল্পনার কথা জানতে চাইলে ধন্যবাদ জানিয়ে ফোনটি রেখে দেন। তবে সূত্রগুলোর দাবি, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজই তাঁদের চার হাত এক হচ্ছে।
জেফার ও রাফসান সাবাবের বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে তাঁরা সবসময় একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে প্রায় এক বছর আগে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়।
গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডের ব্যাংককে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্যাংককের ‘সিয়াম প্যারাগন’ শপিং মলের একটি জনপ্রিয় ফুডশপে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। পরবর্তীতে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বলেছিলেন, ‘আমাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে আমার কিছু বলার নেই।’
দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও লুকোচুরির পর আজই কি তবে জেফার-রাফসান জুটির আনুষ্ঠানিক পরিণয় ঘটছে? বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন।
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান
সংগীত ও অভিনয় জগতের জনপ্রিয় তারকা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি ঘটার খবরটি এখন নিশ্চিত। সম্প্রতি তাঁদের বিবাহবার্ষিকী ও জন্মদিন পালনের যেসব খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেগুলোকে পুরোপুরি ‘ভুয়া’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তাহসান। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁরা কোনো ধরণের উদযাপন করেননি এবং প্রকাশিত খবরগুলো সত্য নয়। নিজের মানসিক অবস্থার কথা উল্লেখ করে তাহসান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান যে, তিনি অনেক দিন ধরেই ভালো নেই। তবে কেন তিনি ভালো নেই বা বিচ্ছেদের প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই তারকা।
তাহসানের ভাষ্যমতে, গত সেপ্টেম্বর মাসে তাঁর অস্ট্রেলিয়া সফরের আগে থেকেই তাঁরা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ কয়েক মাস ধরে এই গায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং গান থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছেন। বর্তমানে তিনি একা ভ্রমণ করে সময় কাটাচ্ছেন এবং এই কঠিন সময়ে তাঁর একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বইকে। বিচ্ছেদের সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, বরং বেশ কিছু দিন ধরেই তাঁদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছিল। তাহসান জানিয়েছেন যে, যাবতীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর তিনি নিজেই ভক্তদের বিস্তারিত তথ্য জানাবেন।
২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি ঘটিয়ে মিথিলার সাথে বিচ্ছেদের পর তাহসানের এই দ্বিতীয় বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে অনেক আশা ছিল। তবে বিয়ের মাত্র এক বছরের মাথায় ফের বিচ্ছেদের খবর আসায় তাঁর অনুরাগীরা বেশ মর্মাহত। তাহসান তাঁর এই কঠিন সময় দ্রুত কাটিয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। তিনি মনে করেন যে, জীবনের এই ক্রান্তিলগ্নে একা থাকা এবং নিজেকে সময় দেওয়াই এখন তাঁর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ভক্তরা আশা করছেন, খুব দ্রুতই তাঁদের প্রিয় তারকা এই মানসিক বিপর্যয় কাটিয়ে আবারো গানে ও অভিনয়ে নিয়মিত হবেন।
ভাঙছে তাহসান খানের দ্বিতীয় সংসার
গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই সেই সংসারে বিচ্ছেদের ছায়া পড়েছে। দীর্ঘ গুঞ্জনের পর বিষয়টি এখন স্পষ্ট হয়েছে যে তাহসান ও রোজা আহমেদ আর একসঙ্গে থাকছেন না। জনপ্রিয় এই তারকা নিজেই সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে তাঁদের সম্পর্কে বড় ধরণের টানাপড়েন চলছে এবং তাঁরা দীর্ঘ কয়েক মাস ধরে আলাদা থাকছেন।
তাহসান খান সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁদের বিচ্ছেদের খবরটি সত্য। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে গত বছরের জুলাইয়ের শেষভাগ থেকেই তাঁরা একে অপরের থেকে বিচ্ছিন্ন এবং আলাদা বাড়িতে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর জনসম্মুখে কথা বলতে পছন্দ না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের প্রথম বিবাহবার্ষিকী নিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ও ‘ভুয়া খবর’ ছড়িয়ে পড়ার পর তিনি নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন। তাহসান জানান যে সঠিক সময়ে তিনি এই বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে বিস্তারিত কথা বলবেন, তবে আপাতত তিনি নিজের ব্যক্তিগত পরিসরটুকু বজায় রাখতে চান।
উল্লেখ্য যে তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। তাঁদের এই দ্রুত বিচ্ছেদের খবরে ভক্তদের মাঝে বিষণ্নতা ও বিস্ময় কাজ করছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান, যা ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। সেই সংসারে আয়রা তাহরিম খান নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম সংসার ভাঙার দীর্ঘ সাত বছর পর নতুন শুরু করতে চাইলেও দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো এই জনপ্রিয় তারকাকে।
২০২৬ সালে মেগা বাজেটের বিস্ফোরণ: পর্দা কাঁপাতে আসছে সেরারা
ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য ২০২৬ সালটি হতে যাচ্ছে এক যুগান্তকারী বছর। মেগা বাজেট, মহাকাব্যিক চিত্রনাট্য আর মহাতারকাদের মেলা—সব মিলিয়ে দর্শককে সিনেমা হলে ফিরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত বলিউড ও দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি। বছরটি শুরু হচ্ছে প্রভাসের ‘দ্য রাজাসাব’ এবং দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জানা নায়াগান’ দিয়ে। একই মাসে সানি দেওল ও বরুণ ধাওয়ানের বহুল প্রতিক্ষীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার থ্রি’ মুক্তি পাবে, যা দর্শকদের আবারও ১৯৭১ সালের বীরত্বগাথায় ফিরিয়ে নিয়ে যাবে।
ফেব্রুয়ারি মাসে রোমান্টিক অ্যাকশন ‘ও রোমিও’ নিয়ে হাজির হচ্ছেন শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি। অন্যদিকে রানি মুখার্জি তাঁর কালজয়ী চরিত্র শিবানী শিবাজি রয় হিসেবে ফিরছেন ‘মার্দানি ৩’ সিনেমায়। তবে পুরো বছরের সবচাইতে বড় আকর্ষণ হিসেবে ভাবা হচ্ছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মুভিটিকে। রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল এবং যশের মতো তারকাদের নিয়ে নির্মিত এই মিথোলজিক্যাল এপিকের সংগীত পরিচালনায় থাকছেন অস্কারজয়ী হ্যান্স জিমার ও এ আর রহমান। এর প্রথম পর্ব দীপাবলিতে মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান প্রথমবারের মতো এক পর্দায় আসছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে। এছাড়া সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ এবং অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’ দর্শকদের রহস্য ও উত্তেজনার চরমে নিয়ে যাবে। সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের উপস্থিতি সিনেমাটিকে অনন্য উচ্চতা দেবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। সব মিলিয়ে ২০২৬ সালটি কেবল বিনোদনের বছর নয়, এটি হবে ভারতীয় সিনেমার গল্প বলার ধরনে এক নতুন বৈপ্লবিক অধ্যায়।
খালেদা জিয়ার মৃত্যুতে চিত্রনায়ক জায়েদ খানের আবেগঘন বার্তা
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুর খবরে শোকের আবহে আচ্ছন্ন হয়ে পড়েছে দেশ। রোববার ভোরে তার ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় ভরে ওঠে টাইমলাইন। রাজনীতিবিদদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন এই আপসহীন নেত্রীর প্রতি।
সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, ফজরের নামাজের পর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। একই সঙ্গে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা প্রার্থনা করেন।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে একাধিক চিকিৎসা কার্যক্রম শেষে মে মাসের শুরুতে দেশে ফেরেন তিনি। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও তা স্থায়ী হয়নি।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৩ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে চিকিৎসায়া সাড়া দেওয়া বন্ধ হয়ে যায় তার। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন একটি সময়ের প্রতীক। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে তিনি সমর্থকদের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন।
-রাফসান
ডক্টর ডুম বনাম এক্স-মেন: ফাঁস হওয়া টিজারে মার্ভেলের সবচেয়ে বড় ধামাকা
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হলো 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'। রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার একটি টিজার ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে উন্মাদনা। এই টিজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই প্রথমবার মার্ভেলের মূল ধারার সিনেমায় সরাসরি এক্স-মেন চরিত্রগুলোর সরব উপস্থিতি দেখা গেছে। টিজারের কয়েকটি গুরুত্বপূর্ণ শটে ম্যাগনেটো, প্রফেসর এক্স এবং সাইক্লোপসকে দেখা গেছে, যা দেখে ভক্তরা বলছেন—এটি ফক্সের আগের যেকোনো এক্স-মেন মুভির চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী হতে চলেছে।
ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যায়, জেভিয়ার স্কুল আগুনে পুড়ছে এবং বিশাল আকৃতির সেন্টিনেল রোবটগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে প্যাট্রিক স্টুয়ার্টের সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, যেখানে তিনি এক অনিশ্চিত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। এছাড়া ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার একটি সংক্ষিপ্ত কথোপকথন দর্শকদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমে লো-রেজোলিউশনে ভিডিওটি এলেও পরে ইন্টারনেটে এর হাই-রেজোলিউশন সংস্করণ ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে।
'অ্যাভেঞ্জার্স: ডুমসডে' মূলত মার্ভেলের একটি বিশাল ক্রসওভার প্রজেক্ট। এতে রবার্ট ডাউনি জুনিয়রকে প্রথমবারের মতো খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় দেখা যাবে। এই সিনেমাটিতে কেবল এক্স-মেন নয়, বরং পেড্রো পাস্কাল (ফ্যান্টাস্টিক ফোর), টম হিডলস্টন (লোকি), সেবাস্টিয়ান স্ট্যান (উইন্টার সোলজার) এবং ফ্লোরেন্স পুগসহ মার্ভেলের একঝাঁক মহাতারকাকে একসাথে পর্দায় দেখা যাবে। টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছ থেকে রাইটস পাওয়ার পর এক্স-মেন চরিত্রগুলোকে কীভাবে মূল অ্যাভেঞ্জার্সের সাথে মেলানো হবে, সেই জট সম্ভবত এই ডুমসডেই খুলতে চলেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত:
- স্মার্টফোনেই দেশের ভাগ্য নির্ধারণ? শুরু হলো প্রবাসীদের ঐতিহাসিক পোস্টাল ভোট
- সোনা ও রুপার বাজারে ফের রেকর্ড; কাল থেকে কার্যকর হচ্ছে নতুন দর
- বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহীদের তালিকা প্রকাশ; তালিকায় শীর্ষ নেতারাও
- ডাইনোসর রাজার দীর্ঘ যৌবন; টি-রেক্স কেন অজেয় ছিল তার নতুন রহস্য উন্মোচন
- পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি? ডায়েটে রাখুন বিশেষ প্রোটিন
- নিমের ছোঁয়ায় উজ্জ্বল ত্বক; ঘরোয়া উপায়েই মিলবে দাগহীন লাবণ্য
- হাঁস চোরকে জেলেও ভরেছি, প্রতীক চোরকেও ছাড়ব না: রুমিন ফারহানা
- নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই জমা পড়ল নবম পে স্কেল রিপোর্ট
- পুলিশের পোশাকেই খুনের নেশা ঘাতক
- বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসির: বিশ্বকাপে কি অনিশ্চিত বাংলাদেশ?
- বিএনপিতে বড় চমক: আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী
- আওয়ামী লীগ কর্মীদের নিরাপত্তার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম
- ২০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার: নতুন পে স্কেলে কার বেতন কত বাড়ছে?
- ৩০০ আসনেই ভোট ১২ ফেব্রুয়ারি; আজ মধ্যরাত থেকেই ঘুরবে ব্যালট ছাপার চাকা
- বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ: আইসিসি সভায় নতুন মোড়
- বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ: আইসিসি সভায় নতুন মোড়
- ডিএসইতে ৬ হাজার কোটি টাকার বেশি লেনদেন
- দিনশেষে ডিএসইর বাজার বিশ্লেষণ, কে বাড়ল কে কমল
- লেনদেন শেষে শীর্ষ ১০ দরপতনকারী কারা
- বুধবারের লেনদেনে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- নির্বাচনি প্রচারে ত্যাগী নেতাদের সফরসঙ্গী করবেন তারেক রহমান
- কোরআনে বর্ণিত মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস
- কোন আসনে কে, ইসলামী আন্দোলনের পূর্ণ তালিকা
- প্রতীক পেলেই প্রচারের অনুমতি, কী বলছে ইসি
- নতুন পে স্কেল ২০২৬, আজ চূড়ান্ত সুপারিশ, সর্বশেষ যা জানা গেল
- ‘ডেডলাইন’ ট্যুরে জাপান জয় করল ব্ল্যাকপিংক: টোকিওতে ইতিহাস গড়লেন চার কন্যা
- জামায়াতের পলিসি সামিট ২০২৬, বড় অর্থনৈতিক ঘোষণা
- একদিনে ৫ কোম্পানির বোর্ড সভা, বাজারে সতর্ক নজর
- সাভারে ৬ খুনের নেপথ্যে ভয়ংকর সম্রাট: বেরিয়ে আসছে রোমহর্ষক সব তথ্য
- ডিএসই মিউচুয়াল ফান্ড বাজারচিত্র, কোথায় কত এনএভি
- বিপিএল মাতাতে ঢাকায় উইলিয়ামসন
- নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: জানুন ঝুঁকি ও সমাধান
- বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পিসিবির চিঠি: নতুন মোড় ক্রিকেটের দ্বন্দ্বে
- শালীনতা ও নেয়ামতের চর্চা: ইসলামের বাস্তবমুখী জীবন দর্শনের রূপরেখা
- দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
- আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ২১ জানুয়ারি ২০২৬: মার্কিন ডলার থেকে রুপি, জানুন আজকের বিনিময় হার
- ভুল থেকেই কি আসে সাফল্য? ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরের ১২ উপায়
- দুনিয়ার সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ভূরাজনৈতিক অস্থিরতায় উত্তাল বিশ্ববাজার
- ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান
- দুই বিশ্বনেতার ব্যক্তিগত মেসেজ প্রকাশ করলেন ট্রাম্প
- ধানের শীষের ঘরে বিদ্রোহীদের হানা; প্রতীক বরাদ্দের দিনেই কি বদলে যাচ্ছে সমীকরণ?
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- নামাজের সময়সূচি: ২১ জানুয়ারি ২০২৬
- আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
- রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির
- প্রতীক বরাদ্দে চূড়ান্ত লড়াইয়ের আমেজ; কাল থেকেই শুরু নির্বাচনী প্রচার
- ভালুকায় পৌর বিএনপির ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি জোরদারে পরামর্শ সভা অনুষ্ঠিত
- ছুটি বাড়ল মাদ্রাসায়, কমল স্কুলে: ২০২৬ সালের শিক্ষাপঞ্জিতে বড় পরিবর্তন
- গ্যাস সংকটে ত্রাতা ইলেকট্রিক চুলা; ইনডাকশন না ইনফ্রারেড, কোনটি সেরা?
- ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত
- দুনিয়ার সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ভূরাজনৈতিক অস্থিরতায় উত্তাল বিশ্ববাজার
- ইতিহাসের সর্বোচ্চ শিখরে স্বর্ণের দাম: মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে নতুন মূল্য
- বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি
- আজকের স্বর্ণের দাম: ১৮ জানুয়ারি ২০২৬
- আজ থেকে টানা ৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ডিএসই পরিদর্শন/ডোমিনেজ চালু, অন্য চার কোম্পানির কারখানা বন্ধ
- নতুন পে স্কেল ২০২৬, আজ চূড়ান্ত সুপারিশ, সর্বশেষ যা জানা গেল
- সরকারি বন্ড বাজারে স্থগিতাদেশ ও ডিলিস্টিং একসঙ্গে
- বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর আইনি সতর্কতা
- বিনিয়োগকারী অভিযোগে ডিজিটাল সমাধান জোরদার ডিএসইর
- শহীদদের ভুলে যাওয়ার সুযোগ রাষ্ট্রের নেই: গুম–খুনের শিকার পরিবারদের পাশে দাঁড়িয়ে তারেক রহমানের অঙ্গীকার
- ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের এনএভি প্রকাশ, কোথায় সুযোগ
- কুমিল্লা ৪ এই সমস্যা সমাধানের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দরকার - নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস
- রেকর্ড ডেট শেষে সরকারি বন্ড ও দুই কোম্পানীর লেনদেন শুরু








