শীতে কাজ জুটছে না দিনমজুরদের, সরকারি সহায়তার অপেক্ষায় সাড়ে পাঁচ লাখ মানুষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১১:০৩:৩৩
শীতে কাজ জুটছে না দিনমজুরদের, সরকারি সহায়তার অপেক্ষায় সাড়ে পাঁচ লাখ মানুষ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ছবি : কালবেলা

কুড়িগ্রাম জেলা জুড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং হিমেল হাওয়ার দাপটে জনজীবন নাকাল হয়ে পড়েছে। যদিও এখনো শৈত্যপ্রবাহ বইছে না তবুও রাতভর বৃষ্টির মতো ঝরে পড়া শিশিরে ভিজে যাচ্ছে ঘরবাড়ি ও ক্ষেতখামার। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার ঘনত্ব এবং ঠান্ডা বাতাসে বিশেষ করে চরাঞ্চলগুলিতে শীতের অনুভূতি কয়েকগুণ বেশি হচ্ছে।

১৬টি নদনদীর তীরবর্তী কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ সাড়ে আটশ বর্গকিলোমিটার এলাকায় ৪৬৯টি চর রয়েছে যেখানে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বসবাস করেন। অধিকাংশ চরই শীতপ্রবণ হওয়ায় শীতের দাপটে ঘরবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। সদর উপজেলার সীমান্তঘেঁষা ব্রহ্মপুত্রের দই খাওয়ার চর রাউলিয়া উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারি দাগারকুটি চিলমারীর কড়াই বরিশাল অষ্টমীর চর রৌমারীর সুখের বাতি এবং রাজারহাটের চর বিদ্যানন্দসহ অনেক চরাঞ্চলে শীতের তীব্রতা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

যাত্রাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীর আলগা চরের মেম্বার হোসেন আলী জানান তাঁর চরে প্রায় ৩ হাজার মানুষের বসবাস যার মধ্যে বৃদ্ধ ও শিশুসহ প্রায় ৫ শতাধিক মানুষ শীতবস্ত্রের অভাবে মারাত্মক সমস্যায় পড়েছেন। বয়স্ক শিশু এবং দিনমজুর শ্রেণির মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে আছেন। প্রতিদিনের শ্রমে যাদের সংসার চলে সেই দিনমজুররা শীতের কারণে কাজ করতে পারছেন না ফলে তাদের জীবনযুদ্ধে নতুন সংকট দেখা দিয়েছে। গোয়াইলপুরী চরের ৬৮ বছরের কালু মিয়া আক্ষেপ করে বলেন তাঁরা গরিব মানুষ এবং ঘরে পরার মতো মোটা কাপড় নেই তাই রাতে ঘুমাতে গেলেই ঠান্ডায় শরীর জমে যায়। একই চরের গৃহবধূ আনোয়ারা বেগমও অভিযোগ করেন যে তাঁরা শীতের কাপড় পান না এবং কেউ তাঁদের খোঁজও নেয় না।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার পূর্বাভাস দিয়ে জানান আগামী সাত দিন কুড়িগ্রামে তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ওঠানামা করতে পারে ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশই দরিদ্র এবং এই দরিদ্র জনগোষ্ঠীর বড় অংশই চরে বাস করে। দুর্গম হওয়ায় এসব চরের খবর অনেকেই রাখেন না বলে মন্তব্য করে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান শীত নিবারণের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলার ৯ উপজেলায় শীতবস্ত্র ক্রয় ও বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ৮০ হাজার কম্বল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং চরাঞ্চলে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের বিশেষ নজর রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তবে স্থানীয়রা দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

সূত্র:কালবেলা


শনিবার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের কর্মসূচি ও ট্রাফিক আপডেট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ০৯:৩৬:৫৭
শনিবার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের কর্মসূচি ও ট্রাফিক আপডেট
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই শনিবার ৬ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি। সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকা সরগরম থাকবে।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা। এতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন স্থানীয় জ্ঞান বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

শিক্ষা উপদেষ্টার কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের সব অঞ্চলে একযোগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও ২০২৩ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা ও অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার।

বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এনসিপির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দেশ বদলাবে দক্ষতা ও উৎকর্ষতায় জুলাই স্পিরিটে আলোকিত এই স্লোগান নিয়ে পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন এলাকায় এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা, হাসপাতালে রোগীর ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ০৮:৫৯:২৬
তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা, হাসপাতালে রোগীর ভিড়
ছবি : সংগৃহীত

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েক দিন ধরে এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে স্থির থাকলেও আজ শনিবার সকালে তাপমাত্রা আরও কমে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তাঁরা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এরপর টানা তিন দিন অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বেশি বলে জানা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল তবে আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ডিসেম্বরের শুরুতেই এই অবস্থা এর মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।


দক্ষিণ পূর্বের বাতাসে কেমন থাকবে ঢাকার আবহাওয়া জানাল অধিদপ্তর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ০৮:৪৯:৪৩
দক্ষিণ পূর্বের বাতাসে কেমন থাকবে ঢাকার আবহাওয়া জানাল অধিদপ্তর
ছবি : সংগৃহীত

ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। উল্লেখ্য গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।


শনিবার টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১৪:৪৯:০৭
শনিবার টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
ছবি : সংগৃহীত

জরুরি সংরক্ষণ মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন শনিবার ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং কিছু এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিভ্রাট চলবে।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও বিক্রয় ও বিতরণ বিভাগ ২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাক বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান আম্বরখানা উপকেন্দ্রের ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৮টা থেকে কাজ শুরু হবে।

বিদ্যুৎ বিভাগ জানায় ৩৩ ও ১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের অধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো ইলেকট্রিক সাপ্লাই রোড আম্বরখানা পয়েন্ট রায়হুসেন গলি মজুমদারী সৈয়দমুগনী লেচুবাগান পীর মহল্লা পূর্ব ও পশ্চিম হাউজিং এস্টেট জালালাবাদ আবাাসিক এলাকা দরগাহ গেট চন্দনটুলা ঘূর্ণি আবাসিক এলাকা ও দরগাহ মহল্লা। এছাড়াও গৌর গোবিন্দ টিলা চৌহাট্টা জিন্দাবাজার বন্দরবাজার পুরানলেন লালবাজার জল্লারপাড় স্টেডিয়াম মার্কেট মিয়া ফাজিলচিশত ফাজিলচিশত পিটিআই সুবিদবাজার বনকলপাড়া কলবাখানী চাষনীপীরর মাজার রোড গোয়াইপাড়া শাহী ঈদগাহ হাজারীবাগ টিবি গেট উঁচা সড়ক কাহের মিয়ার গলি মক্তব গলি কাজীটুলা মীরবক্সটুলা ও তাঁতিপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন ট্রান্সফরমারের জরুরি মেরামতের জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে শান্তিবাগ আবাসিক এলাকা সোনার বাংলা আবাসিক এলাকা নতুন বাজার আল ইসলাহ আরামবাগ বালুচর ছড়ারপাড় ফোকাস জোনাকী কৃষি বিশ্ববিদ্যালয় আলুরতল সেনপাড়া শিবগঞ্জ ভাটাটিকর সাদিপুর টিলাগড় গোপালটিলা এমসি কলেজ সবুজবাগ বোরহানবাগ হাতিমবাগ লামাপাড়া ও রাজপাড়া এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য প্রকৌশলীরা দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।


কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১৪:৪২:৩১
কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার
ছবি : সংগৃহীত

সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দাবি আদায়ে অনড় থেকে লাগাতার কর্মসূচি পালনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে অবিলম্বে কাজে না ফিরলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যার ফলে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে ব্যাপক বিঘ্ন ঘটছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তা অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় বিষয়টির অগ্রগতির ব্যাপারে অবহিত হয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্যমতে সমাধানের পথে অগ্রগতি হওয়ার পরও আন্দোলনকারীরা সেবাপ্রার্থীদের জিম্মি করে কর্মবিরতি অব্যাহত রাখছেন যা স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশার সঙ্গে অসঙ্গত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকারের সকল পক্ষের ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কর্মবিরতি চলমান রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করার মতো কর্মসূচি অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


কুড়িগ্রামে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১১:৫০:৩২
কুড়িগ্রামে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে শীত ও ঠান্ডার তীব্রতা গত ৫ দিন ধরে অব্যাহত রয়েছে। হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের ও খেটে খাওয়া মানুষের। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না ফলে দুর্ভোগ বেড়েছে শিশু নারী ও বৃদ্ধদের। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায় শুক্রবার ৫ ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় ১৬টি নদনদীর তীরবর্তী এলাকায় ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতেই মানুষের বসবাস। এসব চরের অধিকাংশই তীব্র শীতপ্রবণ হওয়ায় হিমেল বাতাসে ঘরবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর চিলমারী রৌমারী ও চররাজিবপুর উপজেলার চরে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি অনুভূত হচ্ছে।

এরমধ্যে বৃদ্ধ শিশু ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে অনেক দিনমজুরের কাজ বন্ধ হয়ে গেছে এবং এতে আর্থিক কষ্টে দিন কাটছে তাদের। ধরলার পাড় এলাকার ফজলু মিয়া আক্ষেপ করে বলেন আমরা গরিব মানুষ এবং ঘরে পরার মতো গরম কাপড় নাই। রাতে ঘুমাতে গেলে ঠান্ডায় শরীর জমে যায় বলে তিনি জানান। শিক্ষার্থী রাকিব জানায় শীতের কারণে কষ্ট বেড়েছে অনেক। ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে রাতে আর সকালে রাস্তায় বের হওয়া যায় না এবং সকালে স্কুলে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে।

গৃহকর্মী রেহানা পারুল ও গোলে বেওয়া জানান বাসা বাড়িতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে। তাঁরা বলেন পানি তো বরফের মতো ঠান্ডা লাগে এবং দীর্ঘ সময় ঠান্ডায় কাজ করলে শরীর জমে যায়। এর ফলে জ্বর সর্দিসহ শীতজনিত রোগ দেখা দিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান কুড়িগ্রাম জেলায় শুক্রবার সকাল ৬টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। তিনি উল্লেখ করেন গত ৫ দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী এবং তা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।


শুক্রবার সকালে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর ট্রাফিক আপডেট ও কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১০:৩৪:৫২
শুক্রবার সকালে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর ট্রাফিক আপডেট ও কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। শুক্রবার ৫ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা এবং সরকারি কর্মসূচির কারণে ঢাকার বিভিন্ন প্রান্ত সরগরম থাকবে। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি।

দিনের শুরুতেই থাকছে জামায়াতে ইসলামীর বড় শোডাউন। সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড়ে ঢাকা ৩ আসনের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং ঢাকা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।

দুপুরের পর থেকে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। ঢাকা ১৬ আসনে বিকেল ৩টায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে রূপনগর থানা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিকেল ৪টায় মেরুল বাড্ডার ডিআইটি মাঠ প্রাঙ্গণে নির্বাচনী ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। ঢাকা ১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা ১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

সন্ধ্যার দিকে বসুন্ধরা এলাকায় ভিড় হতে পারে একটি বিশেষ অনুষ্ঠানের কারণে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সন্ধ্যা সাড়ে ৬টায় লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস ২০২৫ এর গালা নাইট সিরিমনি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২১:৩০:৪৩
বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
নিহত যুবক সুকিরাম। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে সুকিরাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী সুকিরাম ওই এলাকার মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের বা বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতাভুক্ত। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সুকিরামসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর সীমান্ত খুঁটির কাছে গরু চরাচ্ছিলেন। এ সময় সুকিরামের একটি গরু ভারতের ১৯৯ নম্বর হিরাছড়া বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। গরুটি আনতে তিনি সীমান্তের দিকে এগোতেই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুকিরাম পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক ডা. শারমিন ফারহানা জেরিন তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক শারমিন ফারহানা জানান সুকিরামকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে এবং তাঁর পিঠে গুলির চিহ্ন ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সুকিরাম মারা যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ০৯:০৯:০২
সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম
ছবি : সংগৃহীত

পেঁয়াজের দাম কমে আবার কিছুটা বেড়েছে এবং গত সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে ১০ টাকার মতো। শীতের সবজির সরবরাহ বাড়লেও বাজারে তার সুফল মিলছে না অর্থাৎ দাম কমছে না। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো গত সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগিসহ অন্য পণ্যের দর। বুধবার রাজধানীর আগারগাঁও মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান সরকার আমদানি করবে না এমন খবরেই মূলত দর বেড়েছে। মজুতদার ও কৃষক পর্যায়ে দর বাড়ার কারণে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। গত সপ্তাহে সরকারের তরফে বলা হয় পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে এবং নতুন পেঁয়াজও শিগগিরই বাজারে চলে আসবে তাই কৃষকের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারের এমন পদক্ষেপের সুযোগ নিচ্ছেন মজুতদার ব্যবসায়ীরা ফলে ফের দাম বাড়ছে। গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। তবে টিসিবির হিসাবে গত বছরের চেয়ে এখনও ১০ শতাংশ কম দর রয়েছে পেঁয়াজের। এদিকে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ এসেছে যা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় কেনা যাচ্ছে।

বাজারে সবজির সরবরাহ বাড়লেও সে তুলনায় দাম কমেনি এবং দু তিনটি ছাড়া বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় যা সপ্তাহ দুয়েক আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহের মতো বরবটি বেগুন ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় ফুল ও বাঁধাকপির দর ১০ টাকা কমেছে এবং মাঝারি আকারের প্রতি পিস ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কারওয়ান বাজারের আড়তদার হেলাল উদ্দিন জানান যেসব এলাকায় সবজি উৎপাদন হয় সেখানে এখনও দর বেশি এবং কৃষক নতুন সবজির ভালো দাম পাচ্ছেন বলেই ঢাকায় দাম বাড়ছে।

কাঁচামরিচের দামে বড় পতন দেখা গেছে। সপ্তাহ দুয়েক আগে মরিচের কেজি ছিল ১৮০ থেকে ২০০ টাকা যা গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। তবে গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা দরে। অন্যদিকে বাজারে নতুন আলু এলেও দাম বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। একই সঙ্গে পুরনো আলুর দর বেড়েছে কেজিতে দুই থেকে চার টাকার মতো এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়।

সবজির বাজার চড়া হলেও গত সপ্তাহের মতোই ডিম ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায় যদিও পাড়া মহল্লায় ১২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগির বাজারও গত সপ্তাহের মতো স্থির রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ও মাংসসহ অন্য নিত্যপণ্যের বাজার আগের মতোই স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত