হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছিল।
ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির ম্যানেজারকে আটক করা হয়েছে।
যৌথবাহিনী জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে উদ্ধার করা গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও ছিল। তবে বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব: হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে চূড়ান্ত উদ্বেগ
ভারতের দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। এই কারণে অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দিয়েছে বাংলাদেশ।
ভারতকে বার্তা ও বাংলাদেশের উদ্বেগ
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে ভারতীয় উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে:
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।
ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।
যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে চলন্ত বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে, সে বিষয়টি ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
বুধবার ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
ফায়ার সার্ভিসের বক্তব্য
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাঁদের কাছে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। তিনি জানান:
"খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।"
চলমান নাশকতার ধারাবাহিকতা
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনা চলমান নাশকতার ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যাংকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুটোর দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়।
কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ম্যানেজার জানান, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি হয়নি।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলিম উদ্দিন।
বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, ব্যাংকের নৈশপ্রহরী ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি জানান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা কেউ দেখেনি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ রাজধানীতে আতঙ্ক
রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ১২ নভেম্বর দুপুর সাড়ে বারোটার পর মিরপুর-১ নম্বরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
বাসে আগুন ও পুলিশের পদক্ষেপ
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো রিপন ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
উত্তরার মাইক্রোবাসে আগুন
এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে সেটি নাশকতা ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ইঞ্জিন ওভার হিট বা ত্রুটিপূর্ণ ইঞ্জিন থেকে শর্টসার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লেগেছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান এই কর্মকর্তারা।
লকডাউনের দিনেও দোকান-শপিংমল খোলা থাকবে: মালিক সমিতি
রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির এই সিদ্ধান্তের ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'ঢাকা লকডাউন' কর্মসূচির দিনও রাজধানীসহ সারা দেশের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
বুধবার ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
ব্যবসায়ীদের সিদ্ধান্ত
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগামীকাল ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।
নিরাপত্তা পরিস্থিতি ও নাশকতার চিত্র
১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের নাশকতার কারণে রাস্তায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী বলেন, গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।
ডিএমপি কমিশনারের সতর্কবার্তা
ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে এবং এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জনগণের সহযোগিতা চেয়ে বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে ও আগন্তুক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাতে হবে। তিনি আরও বলেন, অরক্ষিত বাসেই বেশি আগুন দেওয়া হয়েছে এবং কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। তিনি প্রত্যাশা করেন, নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী।
সরকারের অবস্থান ও সতর্ক অবস্থা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সরকার সতর্ক আছে এবং আশঙ্কার কোনো কারণ নেই।
"কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।"
লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি জানিয়েছে, ১৩ নভেম্বর ঘিরে ডাকা লকডাউন কর্মসূচিতে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে, তার প্রস্তুতি হিসেবে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে।
যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে অবশেষে মাদারীপুর শহরের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেন মাদারীপুর সদর থানার পুলিশ সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। উদ্ধার অভিযানের পর কর্মকর্তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার জানান, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন।”
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, “তিনি একদিন আগে হোটেলে আসেন এবং নিজেকে চাকরির সন্ধানী হিসেবে পরিচয় দেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যান।”
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমান নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগের সৃষ্টি হয়। তার খোঁজে পরিবার, সহকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়। অবশেষে পুলিশের তৎপরতায় তিনি নিরাপদে উদ্ধার হয়েছেন, যা তার পরিবার ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
-
মোহাম্মদপুরে স্কুলে ভয়াবহ পেট্রোল বোমা হামলা
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৪ মিনিটে, যা ইতোমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার পরপরই তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে একটি চক্কর দিয়ে থামে। তাদের মধ্যে দুইজনের মাথায় হেলমেট এবং অন্য দুইজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
ফুটেজে আরও দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে একটি পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুল ভবনের দিকে দুটি বোমা নিক্ষেপ করে। বোমাগুলো দেয়ালে আঘাত লেগে অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিভে যায় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, “প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে কেউ আহত হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।”
পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তবে প্রাথমিকভাবে এটি “ভয় সৃষ্টি বা নাশকতা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সিআইডি তদন্ত দল কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, রাতের নিরব পরিবেশে হঠাৎ বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পাই, কয়েক মিনিট পর পুলিশ আসে।”
পুলিশ ঘটনাস্থল থেকে বোমার অংশবিশেষ ও দাহ্য পদার্থের নমুনা সংগ্রহ করেছে। তদন্ত শেষে হামলার পেছনে কারা জড়িত তা উদঘাটন করা হবে বলে আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
-রাফসান
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়
সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক কেবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন শাহজালাল উপশহর এ-ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিস ও সংলগ্ন এলাকা আজ দিনব্যাপী বিদ্যুৎবিহীন থাকবে।
তবে প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্ধারিত কাজের অগ্রগতি অনুযায়ী সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন তিনি এবং কাজের সুবিধার্থে সহযোগিতা কামনা করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক, উপশহর ই-ব্লক, মেইন রোড, ডি-ব্লক, রোজভিউ পয়েন্ট ও পার্শ্ববর্তী এলাকায়ও ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব কাজ সম্পন্ন হলে সিলেট নগরের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আরও আধুনিক ও নিরবচ্ছিন্ন হবে। এর ফলে শীত মৌসুমে লোডশেডিং কমবে এবং গ্রাহকদের সেবার মান উন্নত হবে।
-শরিফুল
বুধবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে বন্ধ থাকে। বুধবারও (১২ নভেম্বর) এর ব্যতিক্রম নয়। এ দিন রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শপিংমল, সুপার মার্কেট এবং ব্যবসায়িক এলাকা সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে কোন মার্কেট বা এলাকা আজ বন্ধ রয়েছে তা জেনে নেওয়া জরুরি।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বাণিজ্যিক এলাকায় সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা আছে এলাকা অনুযায়ী। বুধবারের সাপ্তাহিক ছুটির আওতায় পড়েছে রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি ব্যস্ত মার্কেট ও শপিং এলাকা, যেখানে নিয়মিত হাজার হাজার ক্রেতা ভিড় করেন।
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক, এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত সব এলাকার দোকানপাট আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। এসব এলাকার ছোটখাটো খুচরা দোকান, ফার্নিচার শোরুম, ইলেকট্রনিক্স আউটলেট, এবং পোশাকের দোকানগুলোও আজ কার্যক্রম বন্ধ রাখবে।
এছাড়াও বেশ কিছু জনপ্রিয় ও বড় শপিং সেন্টার বুধবারের সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর অন্যতম বৃহৎ মার্কেট যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
এই মার্কেটগুলোতে সাধারণত পোশাক, ইলেকট্রনিক্স, হোম ডেকর, এবং খাদ্যপণ্যের বিশাল বাজার রয়েছে, যেখানে প্রতিদিন হাজারো ক্রেতা আসেন। তবে সাপ্তাহিক ছুটির দিনে এগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকে, যাতে ব্যবসায়ীরা একদিন বিশ্রাম নিতে পারেন এবং মার্কেট কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে পারে।
ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় যেমন নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, এলিফ্যান্ট রোড, কারওয়ান বাজার ও মিরপুরের বাণিজ্যিক মার্কেটগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে।
অন্যদিকে, সিটি করপোরেশনের বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, সাপ্তাহিক বন্ধের নিয়ম ভঙ্গ করলে মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদেরও অনুরোধ করা হয়েছে, কেনাকাটায় বের হওয়ার আগে নিজ এলাকার সাপ্তাহিক বন্ধ দিনের তালিকা দেখে নেওয়ার জন্য।
-রাফসান-
পাঠকের মতামত:
- ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব: হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে চূড়ান্ত উদ্বেগ
- গাজার নিয়ে ট্রাম্পের গোপন ফন্দি: ইসরায়েলকে বাদ দিয়েই গাজায় নামছে ওয়াশিংটন
- যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে চলন্ত বাসে আগুন
- বিএনপির ঘাঁটি বরিশাল-১ জামায়াত-ইসলামী আন্দোলনের প্রার্থীও সক্রিয় ত্রিমুখী লড়াইয়ের আভাস
- গণভোটের আড়ালে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে: তারেক রহমান
- রাশিয়াকে জয় করা অসম্ভব কেন? ভূগোল, আবহাওয়া ও 'ডেড হ্যান্ড' যেভাবে রাশিয়াকে অজেয় করেছে
- মি‘রাজ রজনীতে নবী (সা.)-এর বাহন বুরাকের বিস্ময়কর কাহিনি
- দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে: আমীর খসরু
- ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ বিপর্যয়ে পড়বে: নুর
- যেভাবে ইউরোপের ধ্বংসস্তূপে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে উঠলো আমেরিকা!
- মিসরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হুমায়রা মাসুদ
- আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে ডাকসু ভিপি কায়েমের পাল্টা কর্মসূচি
- রক্তকে ভেতর থেকে শুদ্ধ করবে যেসব খাবার
- সাদমানের পর মুমিনুলকে নিয়ে জয়ী রথ বাংলাদেশের ওপেনিংয়ে রেকর্ড জুটি
- সতেরো বছর পর দেশে ফেরার ইঙ্গিত দিলেন তারেক রহমান
- নির্বাচনের প্রস্তুতি চলছে যা হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত ড ইউনূস
- আগুন দিতে এলে তাকেই ফেলে দেবেন হাসিনার বক্তব্য ভাইরাল
- জুলাই সনদের চেতনা থেকে সরে গেছেন ড ইউনূস সরকার: সালাহউদ্দিন আহমদ
- ১২ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ১২ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ১২ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- আওয়ামী লীগের নাম মোছা যাচ্ছে না ভীতিই এখন মূল শক্তি: গোলাম মাওলা রনি
- সড়ক নয় যেন মরণফাঁদ অক্টোবর মাসের চিত্র উদ্বেগের জন্ম দিল
- ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
- সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ রাজধানীতে আতঙ্ক
- লকডাউনের দিনেও দোকান-শপিংমল খোলা থাকবে: মালিক সমিতি
- নতুন পে স্কেলের কাঠামো দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
- শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তরে
- কেবিপিপিডব্লিউবিআইএল দেখাল সাফল্যের নতুন দৃষ্টান্ত
- সিলেট টেস্টে আয়ারল্যান্ড অলআউট ২৮৬ রানে, দুর্দান্ত সূচনায় বাংলাদেশ
- রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন: লকডাউন ঘিরে কড়া নিরাপত্তা
- ওয়াশিংটনে সিরীয় প্রেসিডেন্ট: পশ্চিমা দিগন্তে দামেস্কের নতুন অধ্যায়
- লন্ডনের কমনওয়েলথ ফেয়ারে বাংলাদেশ: ঐতিহ্যের রঙে মুগ্ধ বিশ্ব
- ঋণপত্রে বিনিয়োগ স্থবির, পুঁজিবাজারে নতুন উদ্বেগের সঞ্চার
- রোহিঙ্গা সহায়তায় কোরিয়ার নতুন চাল অনুদান: বাংলাদেশের পাশে সিউল
- যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা
- গাজায় মার্কিন ঘাঁটি, নতুন দখলদারিত্বের আশঙ্কা
- মোহাম্মদপুরে স্কুলে ভয়াবহ পেট্রোল বোমা হামলা
- ইউরোপে নতুন দিগন্তে রেনাটা পিএলসি
- সোনালী লাইফের লভ্যাংশ ঘোষণা
- ইবনে সিনা ফার্মার প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ১৬০ শতাংশ
- এনার্জিপ্যাকের প্রথম প্রান্তিক ফলাফল প্রকাশ
- বিকন ফার্মার প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ
- ইস্টার্ন কেবলস লিমিটেডের লভ্যাংশ ঘোষণা
- রপ্তানি বাজারে নতুন কৌশল নিচ্ছে মেট্রো স্পিনিং
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন
- ওরিয়ন ফার্মার নতুন লভ্যাংশ ঘোষণা
- ১৭ বছরের আন্দোলনের পরও মনোনয়ন বঞ্চনা, ফতুল্লায় ক্ষোভ তুঙ্গে
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়
- আজ বুধবার ১২ নভেম্বর: ঢাকার নামাজের সময়সূচি
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- কোরিয়ান ড্রামায় মুগ্ধ বিশ্ব: মিস্ট্রি থ্রিলার থেকে টাইম ট্রাভেল, দেখুন সেরা ১০ সিরিজ!
- সিলেট টেস্টে আয়ারল্যান্ড অলআউট ২৮৬ রানে, দুর্দান্ত সূচনায় বাংলাদেশ
- গোলের রাজা কে, মেসি না রোনালদো? সংখ্যার হিসাবে কে এগিয়ে, কে পিছিয়ে!
- ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে
- পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঘরে বসেই বানান ডিজিটাল NID: সম্পূর্ণ প্রক্রিয়া জানুন ধাপে ধাপে
- কালো মুরগি কেন এত দামি: জেনেটিক বিস্ময়, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ
- আজ বিশ্ব ব্যাচেলর দিবস: একাকীত্ব নয়, স্বাধীনতার উৎসব
- জয়–হাসিনা সাক্ষাৎ: দিল্লির নীলনকশার প্রথম ধাপ?
- হৃদরোগের ঝুঁকি কম বয়সে: হার্টের রক্তনালী বন্ধ হওয়ার ৭টি প্রাথমিক লক্ষণ চিনে সতর্ক হোন
- ইসলামী শরিয়াহ অনুযায়ী ছেলে না থাকলে সম্পত্তি বণ্টনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা
- ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা: ২৭ সদস্যের স্কোয়াডে চমক
- পদ্মা অয়েল লিমিটেডের প্রথম প্রান্তিকে সুখবর!
- ইসি'র ঘোষণা: ভোটার এলাকা বদলাতে চাইলে হাতে আছে মাত্র ৫ দিন








