পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:২৬:৩২
পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন, চরমোনাই পীর শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ৩০০ আসনে প্রার্থী দিয়েছিলেন এবং এখন তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

‘জামায়াত ও চরমোনাইয়ের বিষ আওয়ামী লীগের চেয়েও বেশি’

সরওয়ার আলমগীর বলেন, বিগত এক বছরে জামায়াত যে হারে চাঁদাবাজি করেছে, তা নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে। তাই তারা ভোট বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস ও চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল, অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে।”

‘ভারতের ফাঁদে পা দিয়েছে জামায়াত’

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়িতে একটি উঠান বৈঠকে সরওয়ার আলমীর বলেছিলেন, “ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—সব ভারতের নীলনকশার অংশ।”

স্থানীয় চুরখাঁরহাট বাজারে আয়োজিত ওই সমাবেশে পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ১৩ পরিবার

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১১:২৭:৫২
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ১৩ পরিবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম গুজরা ইউনিয়নের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

যেভাবে ঘটলো অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক সিদুল কান্তি ধর জানান, সন্ধ্যায় একটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভস্মীভূত সবকিছু

আগুনে যেসব পরিবারের ঘর পুড়েছে, তাদের মধ্যে রয়েছেন—হারাধন ধর, প্রদীপ ধর, বিশু ধর, কৃষ্ণ পদ ধর, লিটন ধর, টিটন ধর, অখিল ধর, কার্তিক ধর, কাঞ্চন ধর, মিলন ধর, পরিমল ধর, বাবুল ধর এবং শ্যামল ধর।

ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডের কারণে তারা ঘরের কোনো মালামালই বের করতে পারেননি। নগদ অর্থ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসী অসহায় হয়ে পড়া এই পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য প্রশাসন এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স সার্ভিসের ইনচার্জ সামশুল আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া নয়, চট্টগ্রামে পুলিশের মাইকিং

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৮ ১২:২৭:২৪
নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া নয়, চট্টগ্রামে পুলিশের মাইকিং
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত দলের কোনো সদস্যকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) মাইকিং করে এই বার্তা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক একটি সিএনজি অটোরিকশায় করে মাইকিং করছেন। তিনি বলছেন, “সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেছেন, এই আহ্বানের মাধ্যমে সরকার কর্তৃক নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। কোনো নির্দিষ্ট সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।


অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ২১:২১:৫২
অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণ এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার বিকেল পাঁচটা থেকে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতীকী গায়েবানা জানাজা পড়েন।

জানাজা শেষে শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত রাখেন। তারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি

শিক্ষার্থীরা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মেধার ভিত্তিতে নিয়োগের কথা থাকলেও প্রকৌশল খাতে এখনো কোটা ও সিন্ডিকেটের মাধ্যমে অযোগ্যদের আধিপত্য বজায় আছে। এতে মেধাবী বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈদ আফ্রিদি অভিযোগ করে বলেন, “ডিপ্লোমা ডিগ্রিধারীরা অবৈধভাবে দশম গ্রেড দখল করেছে। শুধু দশম গ্রেডেই নয়, লবিংয়ের মাধ্যমে নবম গ্রেডেও ৭০ থেকে ৮০ শতাংশ পদ দখল করে রেখেছে।” তিনি বলেন, তারা চান ২৪-পরবর্তী বাংলাদেশে কোনো কোটা থাকবে না এবং সকল নিয়োগ মেধার ভিত্তিতে হবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবাবা তামান্না বলেন, “যোগ্য বিএসসি ইঞ্জিনিয়াররা পদে বসতে পারছেন না। অথচ অযোগ্যরা গুরুত্বপূর্ণ পদে বসে দেশের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিচ্ছেন।”

শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন:

১. শুধুমাত্র ডিপ্লোমা পাসধারীদের ‘ডিপ্লোমা’ হিসেবে সম্বোধন করতে হবে, ‘ইঞ্জিনিয়ার’ নয়।

২. বিএসসি পরীক্ষা ছাড়া কেউ নবম গ্রেডে যেতে পারবে না।

৩. দশম গ্রেডের পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন।

সাধারণ মানুষের ভোগান্তি

শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির কারণে শহরের ২ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে যায়, এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অফিস ছুটির সময় হওয়ায় অফিস ফেরত মানুষজন সীমাহীন যানজটে আটকে পড়েন।

ভুক্তভোগী কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীরা আন্দোলন করুক কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে কেন? এই দেশে কি কোনো আইন নেই? প্রতিবারই দেখা যায় কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে নানা কর্মসূচি পালন করা হয়।”

/আশিক


 ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি: হাটহাজারীতে চাঞ্চল্য

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ২১:১৪:৪৭
 ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি: হাটহাজারীতে চাঞ্চল্য
চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এক ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করেছে চার যুবক। বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুটি মোটরসাইকেলে করে ছয় অজ্ঞাতনামা অস্ত্রধারী যুবক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে আসে। পরে চারজন সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে বাড়ির দোতলা লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ফোন এসেছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা তারেক আজীজ আরও জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। তিনি তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি।

পুলিশ জানায়, বাড়ির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

/আশিক


মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ২১:৫২:৩০
মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা
ছবি ভিডিও থেকে নেওয়া।

কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার জড়িত বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া রুমা আক্তার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার একটি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুমা আক্তার বলেন, ‘আমাদের পরিবারের ৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার মায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, তার মা এর আগে ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, কিন্তু শিমুল চেয়ারম্যানের জন্য নির্বাচিত হতে পারেননি। গ্রামের অসহায় মানুষদের সাহায্য করায় শিমুল চেয়ারম্যানের সঙ্গে তার মায়ের বিরোধ ছিল। রুমা অভিযোগ করেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

রুমা আক্তার জানান, ওই দিন সকাল ৬টায় ঘটনার শুরু হয়। তিনি ও তার ছোট বোন আড়াই ঘণ্টা ধরে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন এবং ৯৯৯-এ ফোন দিয়েছিলেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি। তার অভিযোগ, থানা থেকে তাদের বাড়িতে আসতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৯টার পর। তিনি থানার ওসির ওপর সন্তুষ্ট থাকলেও এসআই নাহিদের কালক্ষেপণের কারণে সহযোগিতা পেতে বিলম্ব হয় বলে দাবি করেন। তিনি বলেন, তার ও এসআই নাহিদের কললিস্ট চেক করলেই এর সত্যতা পাওয়া যাবে।

রুমা আরও বলেন, ওই হত্যাকাণ্ডের পর যারা মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, তারা ঘটনাস্থলে ছিলেন এবং হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি শিমুল চেয়ারম্যান ও শরিফকে মূল আসামি হিসেবে উল্লেখ করে বলেন, পুলিশ চাইলে ঘটনার পরপরই তাদের গ্রেপ্তার করতে পারত।

শারীরিক ও মানসিক কষ্টের কথা জানিয়ে রুমা বলেন, ‘আমি না-ও বেঁচে থাকতে পারি। আমি এখনো অসুস্থ, শরীরে অসংখ্য সেলাই। আমাকে রাম দা দিয়ে কুপিয়েছে।’ তিনি বলেন, ঘটনার প্রায় দুই মাস হয়ে গেলেও র‍্যাব কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি মনে করেন, প্রশাসন চাইলেই ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করতে পারে।

তার মা বিএনপি করতেন বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এমনটাও উল্লেখ করেন রুমা। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবা জড়িত। সাংবাদিকরা সত্য উন্মোচন না করলে আমি বিচার পাব না।’ রুমা আক্তার নিজেকে অসহায় দাবি করে বলেন, এই ঘটনায় তিনি স্বজন হারিয়েছেন এবং সাতটি শিশু এতিম হয়েছে। তিনি বলেন, ‘আমার কোনো দল নেই। আমরা শুধু বিচার চাই।’

রুমা জানান, এর আগে সংবাদ সম্মেলন করার কারণে তার বাবাকে হেনস্তা করা হয়েছে এবং তাকেও তারা খুঁজছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন তাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না এবং কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়নি।

/আশিক


১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ২১:৩৭:২২
১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পেছনের ১১টি বগি ছাড়াই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করেছে। আজ সোমবার আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকুণ্ঠপুর নামক এলাকায় ট্রেনটির বগিগুলো আলাদা হয়ে যায়। এরপর সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার মো. শাকির জাহান, তালশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাশেদ এবং ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও যাত্রীদের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রম করে। আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকুণ্ঠপুর এলাকা পার হওয়ার সময় ট্রেনটির ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো রেখে ট্রেনটি মাত্র ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। এরপর ট্রেনটি দ্বিতীয় ভৈরব রেল সেতুতে ওঠার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের আপলাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই কারণে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায়, মহানগর গোধূলি আখাউড়ায় এবং কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে আটকা পড়ে।

এদিকে, আখাউড়া থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে পড়ে থাকা ১১টি বগি আশুগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে।

/আশিক


‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২০:০৭:৫৩
‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
চট্টগ্রামে মাতৃসম্মেলনে বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা

ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না।

রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম— সবাই মিলে গড়ে উঠেছে এবং এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না, কিন্তু একটি মহল ক্ষমতা ধরে রাখতে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে বিভাজন সৃষ্টি করতে চায়। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

রুমিন ফারহানা বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার তার শিক্ষা আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানোই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।


নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৮:৫২:০১
নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩
ছবি: সমকাল

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করায় একজন যুবলীগ নেতা ও দুজন ইমান-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন হলেন যুবলীগ নেতা এবং বাকি দুজন মসজিদটির ইমান ও মুয়াজ্জিন। এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে। এই কর্মসূচির আয়োজক ছিল একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


চট্টগ্রামে দুস্থদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা প্রদান

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২২:০৫:২৯
চট্টগ্রামে দুস্থদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা প্রদান
ছবি : কালবেলা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন চট্টগ্রামের চন্দনাইশে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বুধবার (১৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দুই শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং একটি পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত এক ‘জুলাই যোদ্ধা’কেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আলহাজ জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনিসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

চন্দনাইশের হাশিমপুরের প্রয়াত যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়।

দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহানকে (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

পাঠকের মতামত: