হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৯:২৬:০৫
হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে ০.৪৩ সেন্টিমিটার অবস্থান করছে। তবে পানি প্রবাহের গতি বাড়ছে এবং আগামী দুই দিন পানির আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদীর পানি ২১.৬৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের পুরো এলাকা এবং দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার গৃহপালিত পশু অন্যত্র সরিয়ে নিয়েছে। শিশুরা ঘরের চকি ও টেবিলের ওপর অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রের অভাবে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাদশাহপাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মণ্ডল বলেন, “কয়েকদিন আগে পদ্মায় আমার শেষ সম্বল ভেসে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে, তার ওপর আবার বন্যার পানি ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে।” একই এলাকার সোহরাব আলী জানান, বাড়িঘর ভেঙে নৌকায় করে অন্যত্র যাওয়ার পথে নৌকা ডুবে যাওয়ায় যা ছিল তাও হারিয়েছেন।

দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানান, তার ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেকের ভাষ্য, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বন্যা এখন মারাত্মক আকার ধারণ করেছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, বন্যায় ৪২৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৯৫ হেক্টর জমির আউশ ধান, ২৫ হেক্টর জমির সবজি, পাঁচ হেক্টর জমির হলুদ এবং দুই হেক্টর জমির কলা তলিয়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী জানান, বন্যার কারণে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, টিন, নগদ অর্থ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

/আশিক


খাবার পানি লবণমুক্ত হবে না, ২৫৯৮ কোটি টাকার প্রকল্পে ক্ষুব্ধ খুলনাবাসী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:০৪:৪৩
খাবার পানি লবণমুক্ত হবে না, ২৫৯৮ কোটি টাকার প্রকল্পে ক্ষুব্ধ খুলনাবাসী
ছবি: সংগৃহীত

খুলনার পানি সংকট দূর করতে মধুমতী নদী থেকে পানি আনার জন্য নতুন একটি প্রকল্প নিয়েছে খুলনা ওয়াসা, যার নাম ‘পানি সরবরাহ প্রকল্প ফেজ-২’। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ৫৯৮ কোটি টাকা। তবে শুরুতেই এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, মধুমতী নদীর পানি লবণাক্ত হওয়ায় এই বিপুল অঙ্কের অর্থ অপচয় হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ওয়াসা এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ১৩ কোটি লিটার পানি সরবরাহ করবে। শুষ্ক মৌসুমের জন্য ১১৫ কোটি লিটার পানি রিজার্ভারে মজুত রাখার কথা থাকলেও, বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ পানি মাত্র ৯ দিনের চাহিদা মেটাবে।

বিশেষজ্ঞদের উদ্বেগ

পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা ওয়াসা’র এই পরিকল্পনাকে আত্মঘাতী বলে মনে করছেন। তাদের মতে, মধুমতী নদীর পানি বছরে দেড় থেকে দুই মাস অতিমাত্রায় লবণাক্ত থাকে। বৃষ্টি কম হলে এই লবণাক্ততা চার মাস পর্যন্ত থাকতে পারে। সাত বছর আগে ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রথম ধাপের প্রকল্পটিও শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করতে পারেনি। তখন মানুষকে টাকা খরচ করে লবণ পানি কিনতে বাধ্য হতে হয়েছিল।

খুলনার ভূগর্ভের পানির স্তরও সংকটের মধ্যে রয়েছে। নগরবাসী প্রতিদিন ভূগর্ভ থেকে ১৫-১৬ কোটি লিটার পানি উত্তোলন করছে। এমন পরিস্থিতিতে ওয়াসাও যদি প্রতিদিন আরও ৫-১০ কোটি লিটার পানি উত্তোলন শুরু করে, তা দীর্ঘ মেয়াদে সংকট আরও ঘনীভূত করবে।

পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “ভবিষ্যতে মধুমতীর লবণাক্ততা আরও বাড়বে। তাই ওয়াসাকে বিকল্প চিন্তা করতে হবে। তা না হলে এই প্রকল্প ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে।”

ওয়াসার ব্যাখ্যা

ওয়াসা কর্তৃপক্ষ বলছে, মধুমতী নদীতে লবণাক্ততা অন্য নদীর তুলনায় কম। লবণ পরিশোধন কেন্দ্র ব্যয়সাপেক্ষ হওয়ায় তারা প্রাকৃতিক পদ্ধতিতে পরিশোধন করবে এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভের পানির সঙ্গে নদীর পানি মিশিয়ে সরবরাহ করা হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু ছায়েদ মোহাম্মদ মনজুরুল আলম বলেন, “লবণ পরিশোধন কেন্দ্র স্থাপন করতে গেলে কয়েক হাজার কোটি টাকা বেশি খরচ হবে। এটি নিয়মিত পরিচালনা করাও ব্যয়সাপেক্ষ।” তিনি আরও বলেন, “এ জন্যই পাম্প বসানো হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হবে না।”


প্রিমিয়ার গ্রুপের প্রতিবাদ: ২৮৭ কোটি টাকা উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২২:৩৪:৩৪
প্রিমিয়ার গ্রুপের প্রতিবাদ: ২৮৭ কোটি টাকা উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন

দেশের অন্যতম শীর্ষ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড সাম্প্রতিক সময়ে জাতীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। ২২ ও ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওইসব প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গ্রুপটির চেয়ারম্যান ইকবাল আহমেদের ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বানচাল করেছে। প্রিমিয়ার গ্রুপ সংবাদটিকে “সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন” আখ্যায়িত করে জানিয়েছে, এ ধরনের তথ্য প্রকাশ একটি সুনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে অযথা ক্ষতিগ্রস্ত করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে নিয়ম-নীতি অনুসৃত ও স্বচ্ছ ঋণ সুবিধা বজায় রেখেছে। ২০২৪ সালের অক্টোবরে ঋণের কিস্তি পরিশোধের জন্য প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা থেকে প্রায় ২৮৭ কোটি টাকার পে-অর্ডার ইস্যু করা হয়। পরবর্তীতে সুদের বিষয়ে আলোচনা চলমান থাকা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এসব পে-অর্ডার যথাসময়ে জমা দেওয়া সম্ভব হয়নি। তবে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তা সংশ্লিষ্ট ঋণ হিসাবে জমা করা হয়েছে। কোম্পানির দাবি, সংবাদে যে “৩০০টি চেক” প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর। এগুলো কোনো চেক ছিল না, বরং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বৈধ পে-অর্ডার, যা ঋণ পরিশোধের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ফলে অর্থ উত্তোলনের অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য।

প্রিমিয়ার গ্রুপের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমাদের গ্রুপ সর্বদা সততা, স্বচ্ছতা এবং আইনসম্মত নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা প্রকাশিত মিথ্যা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছি এবং মিডিয়াকে আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করতে। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও অর্থনীতির জন্য অপরিহার্য।”

প্রতিষ্ঠানটি মনে করছে, ভিত্তিহীন প্রতিবেদন কেবলমাত্র একটি প্রতিষ্ঠানের সুনামকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং আর্থিক খাতের স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিমিয়ার গ্রুপ এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংবাদ মাধ্যমকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রিমিয়ার গ্রুপ নৈতিক ব্যবসা পরিচালনা, আর্থিক স্বচ্ছতা এবং দেশের বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বলেছে, তারা দেশের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।


গাজীপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৪১:৫২
গাজীপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে হায়দার ইসলাম বেপারী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। একই ঘটনায় আল আমীন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত হায়দারের বয়স পঞ্চাশের কোঠায় এবং তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামে। আহত আল আমীনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সম্প্রতি ওই এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়রা পালা করে পাহারা দিচ্ছিলেন। মঙ্গলবার রাতে অপরিচিত একদল মানুষকে দেখে তারা ডাকাত বলে সন্দেহ করেন এবং তাদের ধাওয়া করেন। এ সময় হায়দার ও আল আমীনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে বেধড়ক পেটানো হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “ওই এলাকায় ডাকাতি করতে গেলে জনতা দুজনকে পিটুনি দেয়, এতে হায়দারের মৃত্যু হয়।” তিনি জানান, ডাকাতদের কাছ থেকে দেশীয় নানা অস্ত্র উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিহত হায়দারের নামে দেশের বিভিন্ন থানায় অন্তত ছয়টি ডাকাতি মামলাও রয়েছে।


 ‘ভারতের আধিপত্যে আর রাজনীতি চলবে না’: সারজিস আলম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৩৩:৩৩
 ‘ভারতের আধিপত্যে আর রাজনীতি চলবে না’: সারজিস আলম
ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের আধিপত্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। তিনি বলেন, “ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ও নিষিদ্ধ হবে। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে আর কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না।

এনসিপি নেতা বলেন, “আমরা মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান চাই।” তিনি বলেন, এসব দাবিতে যদি আমরা শক্ত অবস্থান না রাখি, তাহলে জনগণ বলবে—আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।

সভায় জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক শামীম এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। সভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ, টাকা চেয়ে বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:৪৫:২০
হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ, টাকা চেয়ে বার্তা
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকারের কবলে পড়েছে। ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।”

হ্যাক হওয়া নম্বরটি থেকে একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় বলা হয়, “আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।”


কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা: পারিবারিক সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:৩১:৩৩
কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা: পারিবারিক সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমজমাট বউ-শাশুড়ি মেলা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বউ-শাশুড়ি মেলা’। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বউ-শাশুড়ির সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো।

ফুলবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন।

সম্পর্ক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা

প্রধান অতিথির বক্তব্যে মো. মেজবাহ উদ্দিন বলেন, “বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।” তিনি মনে করেন, পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়লে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

মেলায় অংশগ্রহণকারী নুরনাহার ও তার শাশুড়ি জমিলা বেগম বলেন, “আগে আমরা লজ্জায় গর্ভকালীন স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম।” তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের মেলা পারিবারিক সম্পর্কের দূরত্ব কমানোর পাশাপাশি একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতেও সাহায্য করবে।

বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পরামর্শ

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ এবং ফিস্টুলাসহ বিভিন্ন স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেলায় পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার এবং জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা কর্নারসহ বিভিন্ন সুবিধা ছিল। দিনব্যাপী এই মেলায় প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল: সাতক্ষীরার কালিগঞ্জে উত্তেজনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:৩৭:২৫
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল: সাতক্ষীরার কালিগঞ্জে উত্তেজনা
জমি দখলের সময় এলাকাবাসীর সমাগম। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহিউদ্দীন তরফদার বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মোহিউদ্দীন তরফদার (৬২) অভিযোগ করেছেন যে, একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে তার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চলছে। অভিযুক্তরা হলেন—আব্দুল গফ্ফর, আবু রায়হান, রাসেল এবং তার মা রওশালারা খানম।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলের অভিযোগ

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি আদালতে গড়ালে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

মোহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:১১:৪৭
টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার
ফায়ার ফাইটার নুরুল হুদা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার নুরুল হুদার শরীরের প্রায় ১০০ ভাগ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

আরেক ফায়ার ফাইটারের মৃত্যু, আহত আরও দুজন

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদও মারা যান, যার শরীরেরও ১০০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে আরও দুজন ফায়ার ফাইটার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের শরীরের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এই দুই যোদ্ধার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার শোকাহত। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৫৮:৫৮
ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে।” তিনি আরও বলেন, যেসব স্থানে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পাঠকের মতামত:

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। তিনি আজ নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ... বিস্তারিত