সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের নির্ধারিত ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৯ ১০:০৫:৫০
সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের নির্ধারিত ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
ছবি: কালের কণ্ঠ

গ্রামের মাঠগুলোতে আমন ধান ও শীতকালীন সবজির জন্য প্রস্তুতি চলছে। তবে সারের দাম বৃদ্ধির কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন। সরকার যেখানে টিএসপি সারের প্রতি কেজির দাম ২৭ টাকা নির্ধারণ করেছে, সেখানে স্থানীয় বাজারে তা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ঝিনাইদহের সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলায় সার ক্রয়ে কৃষকরা প্রভাবশালী একটি সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা জানাচ্ছেন। কৃষি অফিস ও ডিলারদের থেকে সঠিক পরিমাণ সার না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে বেশি দামে অন্য জায়গা থেকে কিনছেন। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ডিলার সরকারি গুদামের সার কালোবাজারে পাচার করছেন।

স্থানীয় সারের ডিলারদের মধ্যে পোড়াহাটি ইউনিয়নের হাজী জাহাঙ্গীর, দোগাছী ইউনিয়নের উজ্জ্বল হোসেন, শৈলকুপার দুধসর ইউনিয়নের সাইয়ুব আলী জোয়ার্দার, হরিণাকুণ্ডু পৌরসভার মাহবুব হোসেন ও কাপাসাটিয়া ইউনিয়নের সোনা জোয়ার্দার দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সিন্ডিকেট গঠন করেছেন। তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বাড়িয়ে বিক্রি করছেন। উদাহরণস্বরূপ, ইউরিয়া সার বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা, এমওপি ২৭ থেকে ৩০ টাকা, ডিএপি ৩০ থেকে ৩৫ টাকা এবং টিএসপি ৬০ থেকে ৬৫ টাকায়।

একজন ডিলার জানিয়েছেন, সবজি চাষের কারণে টিএসপির চাহিদা বেড়েছে, তাই ডিলাররা অধিক দামে বিক্রি করছে। কৃষক আব্দুর রশিদ মল্লিক বলেন, সরকারি দামে সার না পেয়ে তিনি অন্য ডিলারের কাছে দ্বিগুণ মূল্যে সার কিনতে বাধ্য হয়েছেন। শৈলকুপার কৃষক গোলাম নবী অভিযোগ করেছেন, প্রতিবার একই সমস্যা হয়, প্রশাসন জানানো হলেও পদক্ষেপ নেই।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন সিন্ডিকেট ভাঙার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায় জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপসহ বাজার মনিটরিং করা হচ্ছে এবং জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন শিগগির এই সমস্যা সমাধান হবে।

/আশিক


গাজীপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৪১:৫২
গাজীপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে হায়দার ইসলাম বেপারী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। একই ঘটনায় আল আমীন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত হায়দারের বয়স পঞ্চাশের কোঠায় এবং তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামে। আহত আল আমীনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সম্প্রতি ওই এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়রা পালা করে পাহারা দিচ্ছিলেন। মঙ্গলবার রাতে অপরিচিত একদল মানুষকে দেখে তারা ডাকাত বলে সন্দেহ করেন এবং তাদের ধাওয়া করেন। এ সময় হায়দার ও আল আমীনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে বেধড়ক পেটানো হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “ওই এলাকায় ডাকাতি করতে গেলে জনতা দুজনকে পিটুনি দেয়, এতে হায়দারের মৃত্যু হয়।” তিনি জানান, ডাকাতদের কাছ থেকে দেশীয় নানা অস্ত্র উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিহত হায়দারের নামে দেশের বিভিন্ন থানায় অন্তত ছয়টি ডাকাতি মামলাও রয়েছে।


 ‘ভারতের আধিপত্যে আর রাজনীতি চলবে না’: সারজিস আলম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৩৩:৩৩
 ‘ভারতের আধিপত্যে আর রাজনীতি চলবে না’: সারজিস আলম
ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের আধিপত্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। তিনি বলেন, “ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ও নিষিদ্ধ হবে। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে আর কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না।

এনসিপি নেতা বলেন, “আমরা মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান চাই।” তিনি বলেন, এসব দাবিতে যদি আমরা শক্ত অবস্থান না রাখি, তাহলে জনগণ বলবে—আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।

সভায় জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক শামীম এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। সভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ, টাকা চেয়ে বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:৪৫:২০
হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ, টাকা চেয়ে বার্তা
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকারের কবলে পড়েছে। ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।”

হ্যাক হওয়া নম্বরটি থেকে একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় বলা হয়, “আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।”


কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা: পারিবারিক সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:৩১:৩৩
কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা: পারিবারিক সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমজমাট বউ-শাশুড়ি মেলা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বউ-শাশুড়ি মেলা’। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বউ-শাশুড়ির সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো।

ফুলবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন।

সম্পর্ক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা

প্রধান অতিথির বক্তব্যে মো. মেজবাহ উদ্দিন বলেন, “বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।” তিনি মনে করেন, পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়লে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

মেলায় অংশগ্রহণকারী নুরনাহার ও তার শাশুড়ি জমিলা বেগম বলেন, “আগে আমরা লজ্জায় গর্ভকালীন স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম।” তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের মেলা পারিবারিক সম্পর্কের দূরত্ব কমানোর পাশাপাশি একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতেও সাহায্য করবে।

বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পরামর্শ

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ এবং ফিস্টুলাসহ বিভিন্ন স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেলায় পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার এবং জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা কর্নারসহ বিভিন্ন সুবিধা ছিল। দিনব্যাপী এই মেলায় প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল: সাতক্ষীরার কালিগঞ্জে উত্তেজনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:৩৭:২৫
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল: সাতক্ষীরার কালিগঞ্জে উত্তেজনা
জমি দখলের সময় এলাকাবাসীর সমাগম। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহিউদ্দীন তরফদার বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মোহিউদ্দীন তরফদার (৬২) অভিযোগ করেছেন যে, একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে তার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চলছে। অভিযুক্তরা হলেন—আব্দুল গফ্ফর, আবু রায়হান, রাসেল এবং তার মা রওশালারা খানম।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলের অভিযোগ

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি আদালতে গড়ালে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

মোহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:১১:৪৭
টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার
ফায়ার ফাইটার নুরুল হুদা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার নুরুল হুদার শরীরের প্রায় ১০০ ভাগ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

আরেক ফায়ার ফাইটারের মৃত্যু, আহত আরও দুজন

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদও মারা যান, যার শরীরেরও ১০০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে আরও দুজন ফায়ার ফাইটার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের শরীরের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এই দুই যোদ্ধার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার শোকাহত। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৫৮:৫৮
ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে।” তিনি আরও বলেন, যেসব স্থানে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।


রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ: আইএইএ’র প্রতিবেদন কী বলছে?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১১:১১:২৫
রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ: আইএইএ’র প্রতিবেদন কী বলছে?
রূপপুর বিদ্যুৎকেন্দ্র। পুরোনো ছবি (সংগৃহীত)

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে থাকা রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে একের পর এক নেতিবাচক খবরে উদ্বেগ বাড়ছে। প্রকল্পের নিরাপত্তা ও আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ)-এর প্রতিবেদনের ব্যাখ্যা বিকৃতভাবে উপস্থাপন করে এই উদ্বেগ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে প্রকল্প কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং আইএইএ-এর নিরাপত্তার শর্ত পূরণ না করে উৎপাদনে যাওয়ার কোনো সুযোগ নেই।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান বলেন, "নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজন হলে কাজ সম্পন্ন হতে বিলম্ব হলেও এনপিসিবিএল-এর কোনো তাড়াহুড়ো নেই।"

আইএইএ-এর সুপারিশ এবং প্রকল্পের অবস্থান

গত ১০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত আইএইএ-এর একটি বিশেষজ্ঞ দল রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রি-ওসার্ট মিশন পরিচালনা করে। এরপর সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রেস নোটের মাধ্যমে কিছু সুপারিশ ও মতামত দেয়। এর মধ্যে অগ্নি-নিরাপত্তা, প্লান্ট অপারেশনের মান এবং যন্ত্রপাতি সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অগ্নি-নিরাপত্তা: অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক পদক্ষেপ আরও উন্নত করার সুপারিশ।

প্লান্ট অপারেশন: প্লান্ট অপারেশনের মান ও তত্ত্বাবধানের গুণগত মান জোরদার করার কথা বলা হয়েছে।

যন্ত্রপাতি সংরক্ষণ: কমিশনিং চলাকালীন যন্ত্রপাতি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, আইএইএ তিন মাসের মধ্যে রূপপুর প্রকল্প নিয়ে পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। এই সুপারিশগুলো যথাযথভাবে বাস্তবায়নের পর এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বায়রা-এর অনুমোদন সাপেক্ষে চুল্লিতে জ্বালানি লোডিং করা সম্ভব হবে।

‘অপপ্রচার ও ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ

আইএইএ-এর গোপন প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে যে, নিরাপত্তা নিশ্চিত না করেই তাড়াহুড়ো করে বিদ্যুৎকেন্দ্র চালুর চেষ্টা চলছে। এসব প্রচারের কারণে প্রকল্প এলাকাজুড়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে প্রকল্প কর্মকর্তারা এটিকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে অপপ্রচার বলে দাবি করেছেন।

প্রকল্প কর্মকর্তারা আরও জানান, রূপপুর প্রকল্পে প্রায় ১,৫০০টি নন-নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন করার প্রয়োজন রয়েছে, যার মধ্যে ৯০০টি ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফুয়েল লোডিংয়ের আগেই শেষ করতে কাজ চলছে।

ড. জাহেদুল হাছান আরও বলেন, "অন্য দেশের প্রি-ওসার্ট মিশনের প্রতিবেদনের চেয়ে বাংলাদেশের জন্য আইএইএ যে প্রতিবেদন দিয়েছে, তা অনেক ভালো। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।"


তারেক রহমানের নির্দেশে: পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ২২:০২:১৮
তারেক রহমানের নির্দেশে: পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সব পূজামণ্ডপ পাহারা দেবেন দলের নেতাকর্মীরা।

‘সনাতন ধর্মাবলম্বীরা এখন নিরাপদ’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাটে নোয়াখালী-৫ আসনের দুর্গাপূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের উপর অন্যায়-অত্যাচার করে পালিয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীরা এখন আগের চেয়ে বেশি নিরাপদ। কারণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

তিনি আরও বলেন, “এখন আমাদের দায়িত্ব প্রতিটি পাড়া-মহল্লায় আয়োজিত দুর্গাপূজামণ্ডপের নিরাপত্তা দেওয়া। কারণ তারা আমাদের ভাই, তাদের উৎসবে যাতে কেউ বাধার সৃষ্টি করতে না পারে। এখন বিএনপি নেতাকর্মীদের একমাত্র দায়িত্ব এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।”

‘সন্ত্রাসী কাদের মির্জার জন্ম আর না হয়’

বিএনপির এ নেতা বলেন, “কোম্পানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর অত্যাচার করেছে পলাতক ওবায়দুল কাদেরের ভাই সন্ত্রাসী কাদের মির্জা। এ এলাকায় যাতে কাদের মির্জার মতো আর কোনো সন্ত্রাসীর জন্ম আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

সভায় বৃন্দাবন মহাজন বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন- কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত মজুমদার, বসুরহাট জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, সাবেক ছাত্রদল নেতা আবু তোয়াহা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: