খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২২:০৩:৩৪
খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খুলনায় মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় বুধবার নগরীতে শোভাযাত্রা বের করা হয়। ছবি: কালের কণ্ঠ

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার। তিনি বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার এই আন্দোলনই আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে।"

তিনি আরও বলেন, "এই ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্ম অতীত ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার হবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং জুলাই আন্দোলনে শহীদ শাকিব রায়হানের পিতা শেখ মো. আজিজুর রহমান।

শোভাযাত্রা শেষে সবাই শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আরও নানা অনুষ্ঠান আয়োজন করা হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ