রাজশাহীতে ৯৯% দোকানে বিক্রি হচ্ছে সরকার নিষিদ্ধ কীটনাশক

রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২০:০০:১০
রাজশাহীতে ৯৯% দোকানে বিক্রি হচ্ছে সরকার নিষিদ্ধ কীটনাশক
ছবি: সংগৃহীত

রাজশাহীর অধিকাংশ কীটনাশকের দোকানে নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। একটি গবেষণায় দেখা গেছে, রাজশাহীর ৯৯ শতাংশ কীটনাশকের দোকানেই নিষিদ্ধ কীটনাশক মিলছে। এসব পণ্যের লেবেলে সাধারণ মানুষ বুঝতেই পারেন না যে এগুলো নিষিদ্ধ, কারণ গায়ে লেখা জেনেরিক নাম খুব ছোট আকারে দেওয়া থাকে।

বেসরকারি গবেষণা সংস্থা বারসিক-এর পরিচালিত এক অনুসন্ধানমূলক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। বুধবার (৩০ জুলাই) রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। বারসিকের আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম প্রতিবেদনটি উপস্থাপন করেন।

সমীক্ষায় রাজশাহীর ৮টি উপজেলার ১৯টি কৃষিপ্রধান গ্রামের কৃষক, কীটনাশক ডিলার, দোকানদার, পরিবেশক এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়। গবেষণায় জানা যায়, শতকরা ৯৩ দশমিক ৩৭ শতাংশ ব্যবহারকারী জানেনই না যে তারা যে কীটনাশক ব্যবহার করছেন তা নিষিদ্ধ ও বিপজ্জনক। শতকরা ৬৮ শতাংশ ব্যবহারকারী এই নিষিদ্ধ কীটনাশকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিষিদ্ধ এসব কীটনাশকের মধ্যে রয়েছে—প্যারাকোয়াট (জিরো হার্ব ২০ এসএল, এরোক্সান ২০ এসএল, তালাফ ২০ এসএল), কার্বোরাইল (ফুরাডান ৫জি), অ্যালুমিনিয়াম ফসফাইড (গ্যাস ট্যাবলেট), কার্বোফোরান (কার্বোফোরান ৩ জিএসআই) এবং ইঁদুর মারার বিষ বডিফ্যাকোয়াম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্যারাকোয়াট জাতীয় ঘাস মারা বিষ আত্মহত্যার জন্যও ব্যবহার হয়। অনেকে বুঝে বা না বুঝে পান করে ফেলেন, যার ফলে দ্রুত কিডনি নষ্ট হয়ে মৃত্যু ঘটে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ এসব পণ্য বাজারে সহজেই পাওয়া যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি নেই। এ অবস্থায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বারসিক-এর নির্বাহী পরিচালক পাভেল পার্থ বলেন, “আমরা নিষিদ্ধ কীটনাশক বাজার থেকেই কিনেছি, রশিদসহ উপস্থাপন করেছি। কিন্তু এসব নিষিদ্ধ পণ্য কীভাবে বাজারে সহজলভ্য হয়, সেটি ভাবার বিষয়।”

বারসিক তাদের প্রতিবেদনে বেশকিছু সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে—নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার কঠোরভাবে বন্ধ করা, বিদ্যমান কীটনাশক আইন ও বিধির যথাযথ প্রয়োগ, কীটনাশক সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি তথ্যের নিবন্ধন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ