খুলনায়,পরিচয়হীন পাগলী সড়কের পাশে মা হলেন পাশে দাঁড়ালেন মানবিক চিকিৎসক

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২১:৩৯:১৯
 খুলনায়,পরিচয়হীন পাগলী সড়কের পাশে মা হলেন পাশে দাঁড়ালেন মানবিক চিকিৎসক
ছবি: খুলনা গেজেট

খুলনার পাইকগাছা উপজেলার পৌর সদরের এক দোকানের সিঁড়ির পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এসএম সাউন্ড নামের দোকানের সিঁড়ির উপর ওই নারী একটি কন্যাশিশুর জন্ম দেন। জন্মের সময় নবজাতকের ওজন ছিল ২ কেজি ৬ গ্রাম। আশেপাশে কোনো ধাত্রী বা চিকিৎসক না থাকলেও প্রসবের সময় নারীটির চিৎকার ও কষ্ট দেখে দোকান মালিক লাবু এগিয়ে আসেন।

পথচারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা। তিনি নবজাতক ও প্রসূতি মাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ।

তবে মায়ের মানসিক অবস্থার কারণে নবজাতকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা কক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, হাসপাতালে একসাথে রাখার সময় মা শিশুটিকে চেপে ধরার চেষ্টা করেছিলেন।

এদিকে, কোনো পরিচয় বা ঠিকানা জানা না থাকায় মায়ের পরিচয় এখনও অজানা রয়ে গেছে। তবে মানবিক এই ঘটনায় আব্দুল হালিম সানার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয়রা।

ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস হাসপাতাল পরিদর্শনের কথা জানিয়েছেন এবং বলেন, ইউএনও’র সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, মা ও শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করা না গেলে সরকারি ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তার জন্য সমাজসেবা কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ