শাড়ির ফ্যাশনে আধুনিকতার ছোঁয়া, ফের আলোচনায় শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১২:২৫:৩৭
শাড়ির ফ্যাশনে আধুনিকতার ছোঁয়া, ফের আলোচনায় শিল্পা শেঠি

আসন্ন ছবি ‘কেডি – দ্য ডেভিল’-এর টিজার উন্মোচনে অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা হাজির হলেন এক অনন্য ফ্যাশন স্টেটমেন্টে, যা শাড়ির প্রতি তার আধুনিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। ডিজাইনার আকাঙ্ক্ষা গার্জিয়া-র AG-OG কালেকশনের একটি টাই-ডাই জর্জেট শাড়িতে মোহিত করে তুললেন উপস্থিত সবাইকে।

রঙ ও ঐতিহ্যের আধুনিক সংমিশ্রণ

সূর্যোদয়ের মতো উজ্জ্বল ছায়ায় রাঙানো এই শাড়িটি তৈরি হয়েছে জর্জেট কাপড়ে, যার সারা গায়ে হালকা সিকুইনের কাজ থাকায় আলোয় খেলা করেছে দৃষ্টিনন্দন ঝিলিক। রানি গোলাপি ও ফিরোজা নীল রঙে হস্তনির্মিত টাই-ডাই ডিজাইন তরুণ এবং প্রাণবন্ত এক আবহ তৈরি করেছে। সঙ্গে মিলিয়ে পরা হয়েছে সাটিন ও র' সিল্কের তৈরি একরঙা ব্লাউজ, যা শহুরে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ শিল্পকর্মকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

রেইসার-ব্যাক ব্লাউজ: সাহসী ও স্টাইলিশ

শাড়ির সঙ্গে শিল্পার পরা ব্লাউজটি ছিল প্রচলিত ধারার বাইরে—পেছনে রেইসার-ব্যাক কাট, যা একেবারে স্পোর্টি অথচ মার্জিত ছাপ ফেলেছে। পেছনে দেওয়া সেন্টার জিপারের কারণে ব্লাউজটি আরো নিখুঁত ফিনিশ পেয়েছে, যা পুরো লুককে রেড-কার্পেটের উপযোগী করে তুলেছে।

স্টেটমেন্ট অ্যাকসেসরিজ ও পরিপূর্ণ সাজ

স্টাইলিস্ট সুখৃতি গ্রোভার শাড়ির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পার গায়ে পরিয়েছেন মোটা ফিরোজা রঙের রিং স্ট্যাক ও ইয়ার কাফ—যা অ্যাকসেসরিজে চমৎকার ভারসাম্য এনেছে। শিল্পার চুল ছিল হালকা ওয়েভি ভলিউমে ছেড়ে দেওয়া, মুখে ছিল গ্লোইং মেকআপ, কোমল গোলাপি ঠোঁট, ভ্রু-নির্ভর চোখ এবং হাইলাইট করা গাল।

দাম ও বিবরণ

এই সম্পূর্ণ লুকটির দাম ছিল ৪২,০০০ টাকা, যার মধ্যে ছিল ম্যাচিং সাটিন পেটিকোটও। কাপড়ের টেক্সচার এবং ঝিলমিল ভাব শিল্পার লুককে আরও সমৃদ্ধ করে তুলেছে।

শিল্পা শেঠির এই অনন্য ফিউশন শাড়ি-লুক ফ্যাশনবোদ্ধাদের কাছে নিঃসন্দেহে এই বছরের অন্যতম স্মরণীয় প্রমোশনাল স্টাইল মোমেন্ট হয়ে থাকলো।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ