টানা বৃষ্টিতে জলাবদ্ধ নোয়াখালী, স্থগিত পরীক্ষা, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:৫৭:৫৮
টানা বৃষ্টিতে জলাবদ্ধ নোয়াখালী, স্থগিত পরীক্ষা, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

নোয়াখালীতে টানা তিন দিনের ভারী বৃষ্টির ফলে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাইজদির জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সরকারি কলেজ, মহিলা কলেজ, জেলা ও দায়রা জজ আদালত সড়ক এবং হাউজিং আবাসিক এলাকা দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। ফলে জেলার সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জামিল আহম্মেদ জানান, মেঘনা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃষ্টির কারণে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। কোম্পানিগঞ্জের মুছাপুর, চরপার্বতী ও চরএলাহি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সিরাজপুর ইউনিয়নে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ধান শালিক ও ধানসিঁড়ি ইউনিয়নের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। আশ্রয় কেন্দ্র খুলে ৮১ জন সেখানে আশ্রয় নিয়েছেন। সুবর্ণচর উপজেলায় উপকূলীয় ইউনিয়নগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পৌর এলাকার ড্রেনগুলোতে পলিথিন ও ময়লা জমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য বন্যা ও দূর্যোগ মোকাবিলা কমিটির সভা ডাকা হয়েছে।

স্থানীয়রা জানান, খাল-নালা পরিষ্কার না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে এলাকার দুর্ভোগ বেড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বহুতল ভবনের বাসিন্দারা আরও সমস্যায় পড়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ