যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা অর্থ উপদেষ্টার

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৭:৫৫:৪৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষিতে শুল্ক হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আলোচনা ইতিবাচক হলে শুল্ক কমানোর বিষয়ে অগ্রগতি আশা করা যাচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আগামীকাল (৯ জুলাই) সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তার ভাষায়, “আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। ৬ জুলাই একটি মিটিং হয়েছে, যার ফল মোটামুটি সন্তোষজনক। আগামীকাল আরও একটি ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে ইউএসটিআরের সঙ্গে। আমরা আশাবাদী যে, এতে ভালো ফল আসবে।”

ড. সালেহউদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি খুবই সীমিত—মাত্র পাঁচ মিলিয়ন ডলার। অথচ ভিয়েতনামের সঙ্গে তাদের ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার, তবুও তারা ভিয়েতনামকে শুল্ক সুবিধা দিয়েছে। আমাদের মতো স্বল্প ঘাটতির দেশের জন্য এত শুল্ক যৌক্তিক নয়।”

অর্থনীতি বিষয়ে আরও বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা জানান, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে এবং নন-ফুড পণ্যেও শিগগিরই দাম স্থিতিশীল হবে বলে আশা করছেন তিনি। বাজেট ঘাটতি বড় নয় বলে উল্লেখ করে বলেন, “সিস্টেমের সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে বড় ধরনের উন্নতির সুযোগ রয়েছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ