রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরার অভিযানের ছদ্মবেশে শ্বশুরবাড়ি লুটপাটের মামলা

রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:০৯:৫৫
রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরার অভিযানের ছদ্মবেশে শ্বশুরবাড়ি লুটপাটের মামলা

রাজশাহীতে এক যুবলীগ নেতাকে ধরার নাম করে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে ‘মব তৈরি করে’ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলাটি করেন ভুক্তভোগী বড় ভাইয়ের শাশুড়ি হাবিবা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাজশাহীর পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবনে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ঘেরাও অভিযান চালায়। পরে সেখানে পুলিশের সঙ্গে যোগ দেয় তারা। অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির উপস্থিতির সন্ধান দেয়া হয়, যদিও তিনি দীর্ঘদিন আগে দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন রয়েছে। তৌরিদ আল মাসুদ জেলা যুবদলের এক নেতাকে ফোন দিয়ে জানায়, “এত কষ্ট করার দরকার নেই, তিনি অন্যত্র আছেন।”

ঘটনাস্থলের ফ্ল্যাটের মালিকের স্ত্রী হাবিবা আক্তার অভিযোগ করেন, ‘মব তৈরি করে’ তাঁদের বাড়িতে প্রবেশ করা হয় এবং নগদ ২ লাখ টাকা ও ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। তিনি মামলার পাশাপাশি সংবাদ সম্মেলন করারও কথা জানিয়েছেন।

হাবিবা আক্তার জানান, তাঁর জামাতা মেহেদী হাসানের ছোট ভাই ও সাবেক ছাত্রদল নেতা মাহমুদ হাসান তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর আগেও মেহেদীকে মারধরের জন্য শালবাগানের একটি ভবন ঘেরাও করেছিলেন মাহমুদ। মেহেদী নিজেও বলেন, ‘মোব তৈরি করে ভয় দেখানো হয়েছে, যুবলীগের বিষয় নয়।’

অপর পক্ষ মাহমুদ হাসান দাবি করেন, যুবলীগ নেতাকে ধরতে অভিযানে তিনি ছিলেন এবং ওই সময় শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি তার ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি নিয়ে হয়রানির অভিযোগ করেছেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, “বাড়ি ঘেরাও এবং লুটপাটের অভিযোগে মামলা হয়েছে, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ