বরিশালে হাসপাতালে পুলিশ ফাঁকি দিয়ে ডাকাত পালাল, স্ত্রী গ্রেপ্তার

বরিশালে ডাকাতি মামলার আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সের নায়েক মো. আব্দুল্লাহ এ মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামি রাজ্জাক বেপারীর ছেলে সুজন বেপারী (২৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সাদিয়া (২১) গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। লাইনে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— নায়েক মো. আব্দুল্লাহ ও কনষ্টেবল মো. শামীম।
পুলিশ ও মামলার তথ্যে জানা যায়, ২৯ জুন রাতে একটি ট্রলারে ধারালো অস্ত্রসহ ডাকাত দল বাকেরগঞ্জের কারখানা নদী পার হচ্ছিল। জেলেরা তাদের বাধা দিলে তারা অস্ত্র প্রদর্শন করে হুমকি দেয়। জেলেরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। এরপর শর্শী বাজারে ডাকাত দল পালানোর চেষ্টা করলে চার সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। চারজনের পাশাপাশি পালিয়ে যাওয়া সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানে থেকে তিনি পালিয়ে যাওয়ার পর তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। বর্তমানে সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে কর্তৃপক্ষ লাইনে প্রত্যাহার করেছে।
সত্য প্রতিবেদন/আশিক
পটুয়াখালীতে বিরল কালো পোয়া মাছ ধরা পড়ায় বাজারে ভিড়
পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে বিরল প্রজাতির কালো পোয়া মাছ ধরা পড়েছে, যা স্থানীয়ভাবে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি বন্দরের মেসার্স জাবের ফিসে আনা হলে নিলামের মাধ্যমে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। এতে মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ১৬ হাজার টাকা। খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে বাজারে ভিড় জমে যায়।
স্থানীয় সূত্র জানায়, ‘ফ্রেশ ফিশ কুয়াকাটার মালিক’ পিএম মুসা নিলামে মাছটি কিনে নেন এবং এটি রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন। এর আগেও গত বুধবার (২৪ সেপ্টেম্বর) একই আড়ত থেকে ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের আরেকটি কালো পোয়া তিনি ৭২ হাজার টাকায় কিনেছিলেন।
আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা
স্থানীয় জেলেদের কাছে মাছটি দাঁতিয়া নামেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে এই মাছের বায়ুথলির (এয়ার ব্লাডার) ব্যাপক চাহিদা রয়েছে, যা মূলত চীনা ওষুধ এবং প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া (Protonibea diacanthus) সাধারণত ১০ থেকে ২৫ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। বিরল হলেও এরা বঙ্গোপসাগরের কক্সবাজার, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে ধরা পড়ে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, “কালো পোয়াকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। সাম্প্রতিক সময়ে জেলেদের জালে দুটি মাছ ধরা পড়েছে, যা অত্যন্ত ইতিবাচক খবর।” তিনি আরও বলেন, সামুদ্রিক মাছ আহরণের সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলেই এখন জেলেরা বেশি মাছ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
বিএনপির হাতেই বাংলাদেশ ও দেশের গণতন্ত্র সুরক্ষিত: আবু নাসের
গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশ ও দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ। বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হলে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। এরপর এরশাদের সময়ে সেই গণতন্ত্র আবারও হত্যা করা হয়, যেখান থেকে বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষ জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবেই এ বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তার মতে, তারেক রহমানের নেতৃত্বেই দেশে পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
আবু নাসের রহমাতুল্লাহ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশজুড়ে শান্তি বিরাজ করেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে। সুতরাং বিএনপির হাতেই দেশ থাকবে সুরক্ষিত ও নিরাপদ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, যারা নিজেদের ফায়দা হাসিলের জন্য ফ্যাসিস্টদের সঙ্গে আপস করে দল ভারী করার চেষ্টা করছে, তারা বিএনপির উপকারের বদলে ক্ষতি করছে। তিনি হুঁশিয়ারি দেন যে, এসব অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন এবং সদস্য নুরুল আমিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম।
পাঠ্যবইয়ের বদলে রাজনৈতিক বই: ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দিলেন ৩০০ গ্রন্থ
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংক্রান্ত তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে বইগুলো পুড়ে ছাই হয়ে যায়।
কলেজ সূত্রে জানা গেছে, পুড়িয়ে ফেলা বইগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক।
শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশ থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ স্বৈরাচারী শাসনের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার নির্দেশনা ছিল। তাদের শিক্ষকরা জানিয়েছিলেন যে, লাইব্রেরি থেকে সব বই সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা দেখেছে যে সেগুলো এখনো বিদ্যমান। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছেন। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অবহেলার কারণে এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না।
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া বলেন, ‘আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি, বই অন্য কোথাও সরিয়ে ফেলার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে সাবেক অধ্যক্ষ আমাকে জানিয়েছিলেন যে বইগুলো আলাদা করে বেঁধে লাইব্রেরির মধ্যে পরিত্যক্ত স্থানে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা আমাদের জানালে হয়তো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরিয়ে ফেলা যেত।’
/আশিক
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে উঠে তিনি পাশের ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তফা কামাল উদ্দিন হারুন অভিযোগ করেন, তাদের সঙ্গে গ্রামের কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এই ঘটনা ঘটে। আটক সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেছেন, বক্তৃতার শেষে অসাবধানতাবশত মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করেছেন।
আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে তাদের চলমান কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সরোয়ার হাওলাদার পরিকল্পিতভাবে এই স্লোগান দিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, আন্দোলনের সময় সরোয়ার হাওলাদার এসে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে তার মাকে ভর্তি রেখে চিকিৎসা করানোর সময় চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং হয়রানির শিকার হন। ক্ষোভ থেকে তিনি আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে চান।
সোহাগের দাবি, বক্তব্যের শেষে সরোয়ার ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট তাদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে। এর আগে, দুদিন আগে আন্দোলনকারীদের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়েছিল বলেও তিনি জানান।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, সরোয়ার হাওলাদারকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবিতে ১৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্যখাত সংস্কারসহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সেবার মান উন্নয়নের দাবি করছে। প্রতিবাদীদের ওপর সেনাবাহিনী বাধা দিতে গেলে সংঘর্ষ হয়, কিন্তু তারা বাধা অগ্রাহ্য করে অবরোধ অব্যাহত রেখেছে। অবরোধের কারণে বরিশাল ও পাশ্ববর্তী পাঁচ জেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তিন দফা দাবির মধ্যে রয়েছে দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি বাড়িয়ে দুর্নীতি বন্ধ করা, চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা ও ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠনসহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়েছে।
আজ সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন ছিল। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সেখানে পৌঁছালে সেনাবাহিনী বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা তা উপেক্ষা করে জিরো পয়েন্টে বসে স্লোগান দেন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিকেলে নথুল্লাবাদ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, দাবিগুলো মানতে হবে, না হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের আন্দোলন শুরু হবে।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন রণি, যিনি রেলওয়ের অব্যবস্থার বিরুদ্ধে এককভাবে আন্দোলন শুরু করে দেশজুড়ে আলোচিত হয়েছেন। রণি জানান, তারা গত ১৪ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছেন, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী বিনা উসকানিতে তাদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘ছাত্রলীগ যেভাবে কোনো আন্দোলনের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেই নিয়মে আমাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে।’
/আশিক
“আলম বিয়ের কথা বলে সব করেছে”— বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করব”
বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকের বাড়িতে এসে টানা দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ের দাবি জানিয়ে তিনি জানিয়েছেন, যদি বিয়ে না হয় তাহলে আত্মহত্যা করবেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে। ওই তরুণী গত রোববার (৩ আগস্ট) সকাল থেকে প্রেমিক আলম লস্কারের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম লস্কার (৩০) একই গ্রামের বাসিন্দা এবং তালতলী উপজেলা নির্বাচন অফিসে নাইট গার্ড হিসেবে কর্মরত। তরুণীর অভিযোগ, এক বছর আগে স্থানীয় এক ঘটকের মাধ্যমে আলমের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। তবে গত শুক্রবার (১ আগস্ট) হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন আলম। পরে তিনি জানতে পারেন, ওই দিনই আলম পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করেছেন।
প্রতারণার শিকার তরুণী জানান, “আলম আমাকে বিয়ে করবে বলেই সব করেছে। এখন হঠাৎ করে অন্যত্র বিয়ে করেছে, এটা মেনে নিতে পারছি না। ও আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করব।”
তবে অনশনের খবর জানার পর থেকেই আলম লস্কার ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম জানান, “ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
/আশিক
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল
বরিশাল রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক পুলিশ সদস্যের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের স্ত্রী অভিযোগ জানাতে বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের দপ্তরে গেলে সেখানেই এএসপি আফজালের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তিনি বারবার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করতে থাকেন। শুধু তাই নয়, কনস্টেবলের স্ত্রী থাকার পরও তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন এবং আর্থিক সুবিধার লোভ দেখান।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, এএসপি আফজাল ওই নারীকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলা করার জন্য উৎসাহ দেন এবং দাম্পত্য সম্পর্ক ভাঙার চেষ্টা করেন। এমনকি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের কুপরামর্শ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের অপেশাদার আচরণ 'অসদাচরণ' হিসেবে গণ্য হওয়ায় তাকে ২১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
/আশিক
নিজের ছেলেকে পিটিয়ে হত্যা! বরিশালে চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধেবরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনার পর তারা নিজেরাই থানায় গিয়ে বিষয়টি জানান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হাসান গাজী, বয়স আনুমানিক ১৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বাবা আবু জাফর গাজী একজন মাছ ব্যবসায়ী এবং মা নাজমা বেগম গৃহিণী।
বিকেল সাড়ে ৪টার দিকে হাসানের বাবা-মা থানায় এসে জানান, তাদের ছেলে প্রায়ই মাদকের টাকার জন্য তাদের মারধর করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় সে মারা যায়।
হাসানের দুলাভাই কাওসার হোসেন জানান, হাসানকে একসময় জোর করে একটি জাহাজে চাকরি দেওয়া হয়েছিল। সেখানে ছয় মাস কাজ করে বাড়ি ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে এবং আগের মতো আচরণ করতে শুরু করে।
মা নাজমা বেগম বলেন, "আমার স্বামী মাছ বিক্রি করে যা আয় করেন, তা থেকেই হাসান মাদক কিনত। মঙ্গলবার টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে মারা যায়। সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। পরে আমরা থানায় গিয়ে সব জানাই।"
বাবা আবু জাফর গাজী বলেন, “ছেলে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করত। সেদিন বাধা দিলে আমাকে মারতে আসে, তখন ধস্তাধস্তির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।”
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন আক্তার জানান, হাসানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তিনি আগেই মারা গিয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শরীরে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে হাসান মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ও মাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
/আশিক
পাঠকের মতামত:
- ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীদের অনশন
- সালাহউদ্দিন আহমদ: প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, শিগগিরই মাঠে নামবে একক প্রার্থী
- ভারত অস্বীকার করল খাগড়াছড়ি অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ
- শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
- পৃথিবীর শেষ সীমান্ত: মহাসাগরের গহীনে অজানার খোঁজে
- বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আজ: টিভিতে কোথায়, অনলাইনে কীভাবে দেখবেন?
- মঙ্গলের কাছাকাছি ‘অদ্ভুত অতিথি’ ধূমকেতু: আজই পৃথিবী থেকে দেখার সেরা সুযোগ
- ল্যাপটপে পানি পড়লে কী করবেন? যে ৭টি কাজ ভুলেও করা উচিত নয়
- পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য? একটানা বসে থাকা নয়তো এর কারণ!
- নূহ (আ.)-এর প্রতি তার জাতির ৫টি অভিযোগের জবাব
- রাশিফল: ৩ অক্টোবর আপনার জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা
- বিক্ষোভের মুখে পাকিস্তানশাসিত কাশ্মীর, বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা
- মিরপুরে মেট্রোরেলের পিলারের কাছে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ
- হাসিনাকে সমর্থন দেওয়ায় ভালো পরিবেশ নষ্ট হয়েছে : সাকিব প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা
- গাজাগামী শেষ ত্রাণবাহী নৌযানটিও ইসরায়েলের হাতে আটক
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির সার্বিক চিত্র ও টাইমলাইন
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- জেনে নিন ৩রা অক্টোবরের সেহরি, ইফতার ও নামাজের সময়
- কালো দাগকে অবহেলা নয়: জেনে নিন চোখের নিচের কালো দাগের স্বাস্থ্যঝুঁকি
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- কেন ফেরাউনরা নিজেদের শরীর মমি করে রাখত? এক ঐশ্বরিক ক্ষমতার লড়াইয়ের ইতিহাস
- নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বিশাল জয় বাংলাদেশের
- গাজায় ইসরায়েলি আগ্রাসন: প্রতিবাদে আজ ইতালিতে দেশব্যাপী ধর্মঘট
- সর্ব রোগের ঔষধ কালিজিরা’র আদ্যপ্রান্ত: ঐতিহ্য, বিজ্ঞান, ব্যবহার ও সতর্কতা
- ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ
- এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হলে মামলা করব না: মান্না
- ছেলেদের পোশাকে ২০২৫ সালের সেরা ১০ কালার কম্বো
- ফ্লোটিলার কর্মীদের উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখতে পারে ইসরায়েল
- শাপলা নয়, বেগুন-বালতি থেকে প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে
- মারুফার জোড়া আঘাতে শুরুতেই ধসে গেল পাকিস্তানের ব্যাটিং
- আটক ফ্লোটিলা যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা
- পারফেক্ট পারফিউম বেছে নেবেন যেভাবে: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ
- রাতে বারবার পা নড়ে? সতর্ক হোন, হতে পারে ‘রেস্টলেস লেগ সিনড্রোম’
- গাজার পথে ত্রাণ: ইসরায়েলি বাধা উপেক্ষা করে ছুটছে ৪ জাহাজ
- মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশ স্টেশনে আগুন
- ইসরায়েলের আক্রমণে পিছু হটব না: গাজামুখী নৌবহর থেকে শহিদুল আলম
- অর্ধেক মানবী, অর্ধেক জিন? কুরআনে বর্ণিত রাণী বিলকিসের রহস্য
- নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের একাদশ
- এনসিপি’র সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
- কেউ একজন বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা
- বিস্ময়কর সাফল্য: ত্বকের কোষ থেকে তৈরি হলো মানুষের ভ্রূণ!
- পোশাক রপ্তানিতে চীনের হারানো বাজার হিস্যা বুঝে নিচ্ছে বাংলাদেশ
- আগামী ৪৮ ঘণ্টায় ৭ জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- সাবধান! শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে ত্বকে যে ৫টি লক্ষণ দেখা যায়
- যে পদ্ধতিতে খাবার থাকবে মাসের পর মাস অক্ষত
- নতুন জুতোয় ফোসকা? যন্ত্রণা দূর করবে এই ৫ ঘরোয়া উপাদান
- গাজামুখী ত্রাণবহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী
- ঝড়ের সতর্কতা সত্ত্বেও অভিযান অব্যাহত, কতদূর আগাল সুমুদ ফ্লোটিলা?
- ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ভারতকে ডি ভিলিয়ার্সের সমালোচনা
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব শুরু
- বার্লিন সম্মেলন ১৮৮৪–৮৫: আফ্রিকা বিভাজনের রাজনীতি, অর্থনীতি ও উত্তরাধিকার
- রসুনের গোপন শক্তি: এক কোয়া কি সত্যিই শরীরকে বদলে দিতে পারে?
- সর্ব রোগের ঔষধ কালিজিরা’র আদ্যপ্রান্ত: ঐতিহ্য, বিজ্ঞান, ব্যবহার ও সতর্কতা
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩টি সহজ উপায়
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- বলিউডের শক্তিশালী কণ্ঠস্বর: নারী অধিকার ও পরিবেশ রক্ষায় সোচ্চার তারকারা