বরিশালে হাসপাতালে পুলিশ ফাঁকি দিয়ে ডাকাত পালাল, স্ত্রী গ্রেপ্তার

বরিশাল ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:০৩:০৬
বরিশালে হাসপাতালে পুলিশ ফাঁকি দিয়ে ডাকাত পালাল, স্ত্রী গ্রেপ্তার

বরিশালে ডাকাতি মামলার আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সের নায়েক মো. আব্দুল্লাহ এ মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি রাজ্জাক বেপারীর ছেলে সুজন বেপারী (২৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সাদিয়া (২১) গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। লাইনে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— নায়েক মো. আব্দুল্লাহ ও কনষ্টেবল মো. শামীম।

পুলিশ ও মামলার তথ্যে জানা যায়, ২৯ জুন রাতে একটি ট্রলারে ধারালো অস্ত্রসহ ডাকাত দল বাকেরগঞ্জের কারখানা নদী পার হচ্ছিল। জেলেরা তাদের বাধা দিলে তারা অস্ত্র প্রদর্শন করে হুমকি দেয়। জেলেরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। এরপর শর্শী বাজারে ডাকাত দল পালানোর চেষ্টা করলে চার সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। চারজনের পাশাপাশি পালিয়ে যাওয়া সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানে থেকে তিনি পালিয়ে যাওয়ার পর তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। বর্তমানে সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে কর্তৃপক্ষ লাইনে প্রত্যাহার করেছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ